কাডেট কলেজ ব্লগ এ এটা আমার প্রথম লিখা। ইচ্ছা ছিল সহজ কিছু লিখব কিন্তু পারলাম কই ? আমাদের খুব প্রিয় ইতিহাসের আহমেদ হাসান সার প্রায়ই এই উক্তিটা করতেন। উনি এখন সম্ভবত ইউ এস এ তে সেটেল্ড।
আমি এখন উনার বিষয়ে কিছু লিখব না। আমি লিখব আমার কাডেট কলেজের প্রথম দিনের কথা ( ভীষন বেদনার কথা- সেদিনের জন্য) এখন আপনাদের জানার জন্য বলছি।
আমরা রংপুর কাডেট কলেজের ৫ম ব্যাচ কিন্তু সপ্তম শ্রেনী থেকে আমরাই প্রথম পড়া শুরু করি।