সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায়না বলা সহজে

কাডেট কলেজ ব্লগ এ এটা আমার প্রথম লিখা। ইচ্ছা ছিল সহজ কিছু লিখব কিন্তু পারলাম কই ? আমাদের খুব প্রিয় ইতিহাসের আহমেদ হাসান সার প্রায়ই এই উক্তিটা করতেন। উনি এখন সম্ভবত ইউ এস এ তে সেটেল্ড।

আমি এখন উনার বিষয়ে কিছু লিখব না। আমি লিখব আমার কাডেট কলেজের প্রথম দিনের কথা ( ভীষন বেদনার কথা- সেদিনের জন্য) এখন আপনাদের জানার জন্য বলছি।
আমরা রংপুর কাডেট কলেজের ৫ম ব্যাচ কিন্তু সপ্তম শ্রেনী থেকে আমরাই প্রথম পড়া শুরু করি। অর্থাৎ এই কলেজ এ সবচেয়ে জুনিওর হবার কি মজা আমরাই প্রথম টের পাই। সেদিন ছিল ১লা জুলাই ১৯৭৯ সাল।
মুল ফটক এর সামনে রিকশা থেমে গেল। আমি নেমে পরলাম একটা ট্রাঙ্ক এবং একটা বিশাল ব্যাগ নিয়ে। এ্যডজুটেন্ড ছিল মেজর কিরতি রঞ্জন চাকমা। গেটে বাটি ছাট তারপর নিজের মালামাল মাথায় এবং কাধে নিয়ে হন্ঠন শুরু। গেলাম আমার হাউসে, তিতুমির হাউস। ভালই চলছিল কিন্তু তা আর ভাল চললো না। মাগরেব এর নামাজ এর ফল ইন এ জানলাম কারা কারা আমাদের ক্লাশমেট। আমি অনেকের থেকে একটু কম হোম সিক।ওখানে কিছু পয় পরিচয় হল এবং অনেক আনন্দ, আড্ডা, গল্প আরও কত কি হল তার ইয়াত্তা নাই। আমার ২ জন বন্ধুকে আমি ২ টা মজার জিনিশ ( আংশিক এ্যডাল্ট) শিখালাম ওই ফল ইন এ।

যত হাশি ততো কান্না বলে গেছে রাম সান্না। এতা বুঝতে পারলাম প্রেপ ক্লাশে গিয়ে। প্রেপ ক্লাশেও যথারীতি হাসি তামাশা চলছে। হুস ফিরলো তখন যখন ডিউটি হাউস মাশটার রুহুল আমিন সার হাক দিলেন, “এডিসন কে?” আমি স্মার্ট ভাবে দাঁড়িয়ে গেলাম। উনি আমাকে জিজ্ঞাশা করলেন,” তুমি বাপ্পি আর শিবলি কে কেন বাজে কথা বলেছো ?” আমি তো আকাশ থেকে পরলাম। পরে যখন বুঝলাম ঐ ২ টা আংশিক এ্যডাল্ট কথা বলেছিলাম এটা সেটাই। কি আর করা ! হ্যান্ডস ডাউন। এটা আবার কি ? সার এর বর্ণনা শুনে বুঝলাম হান্ডস ডাউন কি? তারপর শুরু হলো পাছার উপর বেতানো। ওরে বাবারে ওরে মারে বলেও কোন লাভ হয়নি। রুহুল আমিন সার এর হুঙ্কার আর বেত এর শব্দে অন্যান্য সার এবং সিনিওর কিছু ভাই এবং আরো অনেক এ ছুটে এলো। আমার গল্প এখানেই শেষ। প্রথম দিনেই আমাকে কাডেট কলেজের সবাই চিনে গেল।

৬০ টি মন্তব্য : “সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায়না বলা সহজে”

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    বস,
    :salute:
    আমি এইখানেও প্রথম হইলাম।
    সু-স্বাগতম।

    প্রথম দিনেই আমাকে কাডেট কলেজের সবাই চিনে গেল।

    আপনি বস যেখানেই যাবেন - চট করেই সবাই চিনে যাবে আপনাকে।
    :hatsoff:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)

    বস্‌, সিসিবিতে সুস্বাগতম :hatsoff: :hatsoff: :hatsoff:

    আপনারা যত এই ব্লগে লিখবেন সিসিবি ততই সমদ্ধ হবে। লেখাটা মনে হয় অসমাপ্ত অবস্থায় জমা দিয়েছেন। ফিনিশিংটা দেখে তাই মনে হচ্ছে।

    ইচ্ছা ছিল সহজ কিছু লিখব কিন্তু পারলাম কই

    আমার কাছে কিন্তু আপনার এই লেখা বেশ শজ এবং সাবলীল লেগেছে। আশা করি নিয়মিত লিখবেন :guitar:

    জবাব দিন
      • জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

        ভাই রহমান তোমার প্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ। গতকাল আমি সদস্য হইয়েছি আর আজই প্রথম লিখলাম। আমি মুলত লেখক নই একজন প্রকৌশলী যার মূল কাজ অঙ্ক কষা। কলেজ এ দেওয়াল পত্রিকায় খুব একটা স্থান করতে পারিনি তাই চর্চাটা হয়ে উঠেনি। আর এখন লিখব সময় কোথায় আর কেই বা দেখবে ?

        আমার জীবনের সবই অসমাপ্ত।কলেজে পরীক্ষায় এক্সটা পাতা নিলেও রচনা শেষ করতে পারতামনা, ঘন্টা বেজে যেত।বাংলা হাতের লিখা খারাপ আর স্লো বলে সবসময় ব্যক বেঞ্চার। কি আর করা? অবশ্য এখানে হাতের লিখা খুব ভাল হয় আর সময় তো আফুরন্ত, আর সবচেয়ে বড় কথা ছাপানো সহজ।

        আর আমি কোন গল্প লিখি নাই, একটা ঘটনা মাত্র, যার শেষ ১৯৮৫ সালে।

        জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এডিসন ভাই প্রথমেই আপনাকে সালাম এবং চলমান সিসিবি কায়দায় :salute: ,
    এরকম সহজ সাবলীল ভাষায় লেখা কলেজ জীবনের কাহিনিগুলো পড়তে বেশ লাগে। আশা করি চরম ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও সিসিবির জন্য একটু আধটু সময় ঠিকই বের করে আমাদের জন্য এরকমই চমৎকার করে লিখে যাবেন।
    সবশেষে আবারো সিসিবিতে সুস্বাগতম বস্‌ :boss:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • ফৌজিয়ান ভাই তোমাকে অনেক ধন্যবাদ।এতোদিন এদিক ওদিক কত ফ্রেন্ড সার্কেল, ট্যাগড, পারফস্পট, হাই৫ এ কত সময় দিয়েছি কিন্তু সিসিবি যে এত মজার এবং সবচেয়ে বড় কথা গঠনঅমূলক তা আগে জানতাম না।আমার ধারনা ফেসবুক ছাড়া অধিকাংশই ভূয়া অর্থাৎ রিয়েল নয়। কয়েকদিন আগে আমার এক জুনিয়র কলিগ ( মির্জাপুরিয়ান) আমাকে প্রায় জোড় করে এখানে নিয়ে এল এবং কি করতে হবে তা বললো। এখন তো এখান থেকে বেরই হতে পারছিনা। আমি বাড়িয়ে বলছিনা," কাডেট কলেজের বর্তমান এবং পূরাতণ ছাত্রদের জন্য এরকম গঠণমূলক একটা ব্লগ সাইট যে উদ্ভাবন করেছে তার যতোতুকু শুভকামনা প্রাপ্য সবটুকু দেয়ার মতো পাত্র আমার নাই। আমার ডালিতে যতো আছে সব শুভেচ্ছা তাকে দিলাম।

      জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    ওয়ে, ওয়ে, বড় ভাই আইসা গেছে। আর কুনু টেনশন নাই। এইবার আমরা নিশ্চিত সেঞ্চুরী হাকাবো।

    ভাইয়া আমি ১৩ ইনটেকের, জাহাঙ্গীর হাউসে ছিলাম।

    ধুমায় লিখতে থাকেন ভাইয়া। ব্লগে রংপুরিয়ান বেশি নাই। মান্নান পোলাটা মাঝে মাঝে লেখে, আর আছে বাহালুল। বদমাইশটা বেশি লেখে না।

    একা টানতে টানতে আমার ঘাড় ব্যাথা হই গেছে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • মান্নান (১৯৯৩-১৯৯৯)

      রংপুরিয়ান আইলো রে .....
      সিসিবি দখল হইলো রে.....

      আরেক বড় ভাই পাইছি। এখন সিসিবিতে দাপটের সাথে রংপুরিয়ানরা বিচরন করবে। :gulli2: :awesome: :tuski: :guitar:

      বড় ভাইরে :salute:

      ফয়েজ ভাই, বাহালুলের কথা কি কমু, ঐটা বউসহ কানাডা ভাগছে। এখন সিসিবির চেয়ে বউ নিয়ে বেশি ব্যস্ত।

      আহমেদ হাসান স্যার কি এখন ইউএসএ তে সেটল্ড নাকি ? জানতাম না তো। স্যার আমাদের হাউস মাস্টার ছিলেন। তার অগাধ জ্ঞান দেখে তাকে আমার চাইল্ডহুড বানিয়েছিলাম।
      স্যারকেও :salute:

      জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    এডিসনভাইয়ের আগমন
    শুভেচ্ছা স্বাগতম

    চা-কফি কিছুই দেখি দেয়া হয়নাই এখনো, এই কে আছিস(জুনিয়র) ......


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)

    বালগে স্বাগতম ভাইয়া :boss: :hug:

    ডিউটি হাউস মাশটার রুহুল আমিন সার হাক দিলেন, “এডিসন কে?”

    তখন কিন্তু বাত্তির রাজা টমাস আলভা এডিসনরে দিয়া ডাউট দিতে পারতেন............. :-B


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  7. শরিফ সাগর (৯৭-০৩)

    ভাইয়া স্বাগতম, ফয়েজ ভাই মিছা কথা কইছে, আমরা আরো কিছু নাদান আছি রংপুরের। যাই হোক, হাসান স্যার ইউএসএ তে সেটল্ড নাকি ? কিছুদিন আগেও তো উনি সিসিআর -এর ভিপি ছিলেন?

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      মিছা কথা কইছি না, কই কই হান্দায় থাক, হারিকেন দিয়াও খুইজা পাইনা কামের সময়, আর এখন চিল্লাও না।

      নাইয়াদ পোলাটা কই? হের তো একটা পোষ্টও দেখিনা।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
      • নাঈয়াদ (৯৮-০৪)

        সালাম ভাইয়া! আমি হাজির!এক্সাম নিয়ে খুবই ব্যাস্ত আছি আর কি..... আজই ব্লগ এ এসে দেখলাম আপনি আমারে স্মরণ করছেন...... চায়না থেকে স্টাফ লাউন্জ এর সার্ভারে লগ ইন করা যায় না....তাই আপনাদের কারো সাথে আমার অনলাইন যোগাযোগ নাই! 🙁

        সারোয়ার ভাইয়াকে ব্লগে স্বাগতম! :salute:

        জবাব দিন
    • জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

      ধন্যবাদ ছন্নছাড়া আর ফয়েজ।

      আমরা প্রবিণ ধীরে যাবো
      তোমরা নবিন ঘোড়া ছুটাবে
      আমরা যদি ঘুমিয়ে পড়ি
      তোমরা মোদের জাগিয়ে দেবে
      আমরা যদি পিছিয়ে পড়ি
      তোমরা সাথে নিয়ে যাবে
      হাতে হাত রাখবো
      কাধে কাধ মিলাবো
      -----------------
      হ্যা সার ওখান থেকে ইউ এস এ গ্যাছেন

      জবাব দিন
      • ফয়েজ (৮৭-৯৩)

        বস কবিতা সুন্দর হইছে। এইগুলা কমেন্টে না দিয়া ব্লগে দিয়া দিবেন। নতুন একটা পোষ্ট হবে। বরিশ্যাইল্যা গুলা এই কইরা কইরা দুই শ করি ফেলতেছে। ব্লগ ইঞ্জিনিয়ারিং।


        পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

        জবাব দিন
      • রহমান (৯২-৯৮)
        আমি মুলত লেখক নই একজন প্রকৌশলী যার মূল কাজ অঙ্ক কষা।
        সিসিবি দখল করার মত যোগ্যতা বা সাহস কোনটাই আমার নেই। আমি তোমাদের জানানোর জন্য স্মৃতিচারন করছি মাত্র

        এডিসন ভাই,
        উপর থেকে আমার এবং অন্যদের মন্তব্যের উত্তরে আপনার দেয়া প্রতিমন্তব্যের অংশগুলো এখানে কোট না করে থাকতে পারলাম না বলে দুঃখিত। আপনার মধ্যেও যে অনেক প্রতিভা লুকিয়ে আছে উপরের ছন্দ মেলানো ছড়াই তার প্রমাণ।

        আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, আপনার মতো সিনিয়রদের উপস্থিতি নিঃসন্দেহে আমাদের সিসিবির সবার জন্য বিশাল এক প্রেরণা। আপনাকে সিসিবিতে দেখলেও কিন্তু আপনার জুনিয়র অনেকে যারা এখনো সিসিবিতে আসেনি তারাও এসে সিসিবিতে যোগ দেয়ার কথা ভাববে।

        নিয়মিত থাকবেন আমাদের সাথে এটাই শুধু কামনা করি। :guitar:

        জবাব দিন
  8. সাকেব (মকক) (৯৩-৯৯)

    এডিসন ভাই, :salute:
    আমাদের বাড়িতে(সিসিবি) স্বাগতম...
    সহজ কথা অত্যন্ত সুন্দর আর সহজ করে লিখসেন...
    আরো অনেক কথা শুনবার অপেক্ষায় থাকলাম...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  9. তাইফুর (৯২-৯৮)

    বড় ভাই ... ব্লগে স্বাগতম,
    প্রথম ব্লগে কলেজে'র প্রথম দিন ... সূত্র অনুযায়ি ২৬৫*৬ খান ব্লগ লিখা আপনার জন্য ফরজ হই গেল। 😀
    আপনার লেখা ভাল লাগছে ... তারচেয়েও ভাল লাগছে আপনার ডিসপ্লে পিক টা ... গুরু ফাট্টাফাটি


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।