কাডেট কলেজ ব্লগ এ এটা আমার প্রথম লিখা। ইচ্ছা ছিল সহজ কিছু লিখব কিন্তু পারলাম কই ? আমাদের খুব প্রিয় ইতিহাসের আহমেদ হাসান সার প্রায়ই এই উক্তিটা করতেন। উনি এখন সম্ভবত ইউ এস এ তে সেটেল্ড।
আমি এখন উনার বিষয়ে কিছু লিখব না। আমি লিখব আমার কাডেট কলেজের প্রথম দিনের কথা ( ভীষন বেদনার কথা- সেদিনের জন্য) এখন আপনাদের জানার জন্য বলছি।
আমরা রংপুর কাডেট কলেজের ৫ম ব্যাচ কিন্তু সপ্তম শ্রেনী থেকে আমরাই প্রথম পড়া শুরু করি। অর্থাৎ এই কলেজ এ সবচেয়ে জুনিওর হবার কি মজা আমরাই প্রথম টের পাই। সেদিন ছিল ১লা জুলাই ১৯৭৯ সাল।
মুল ফটক এর সামনে রিকশা থেমে গেল। আমি নেমে পরলাম একটা ট্রাঙ্ক এবং একটা বিশাল ব্যাগ নিয়ে। এ্যডজুটেন্ড ছিল মেজর কিরতি রঞ্জন চাকমা। গেটে বাটি ছাট তারপর নিজের মালামাল মাথায় এবং কাধে নিয়ে হন্ঠন শুরু। গেলাম আমার হাউসে, তিতুমির হাউস। ভালই চলছিল কিন্তু তা আর ভাল চললো না। মাগরেব এর নামাজ এর ফল ইন এ জানলাম কারা কারা আমাদের ক্লাশমেট। আমি অনেকের থেকে একটু কম হোম সিক।ওখানে কিছু পয় পরিচয় হল এবং অনেক আনন্দ, আড্ডা, গল্প আরও কত কি হল তার ইয়াত্তা নাই। আমার ২ জন বন্ধুকে আমি ২ টা মজার জিনিশ ( আংশিক এ্যডাল্ট) শিখালাম ওই ফল ইন এ।
যত হাশি ততো কান্না বলে গেছে রাম সান্না। এতা বুঝতে পারলাম প্রেপ ক্লাশে গিয়ে। প্রেপ ক্লাশেও যথারীতি হাসি তামাশা চলছে। হুস ফিরলো তখন যখন ডিউটি হাউস মাশটার রুহুল আমিন সার হাক দিলেন, “এডিসন কে?” আমি স্মার্ট ভাবে দাঁড়িয়ে গেলাম। উনি আমাকে জিজ্ঞাশা করলেন,” তুমি বাপ্পি আর শিবলি কে কেন বাজে কথা বলেছো ?” আমি তো আকাশ থেকে পরলাম। পরে যখন বুঝলাম ঐ ২ টা আংশিক এ্যডাল্ট কথা বলেছিলাম এটা সেটাই। কি আর করা ! হ্যান্ডস ডাউন। এটা আবার কি ? সার এর বর্ণনা শুনে বুঝলাম হান্ডস ডাউন কি? তারপর শুরু হলো পাছার উপর বেতানো। ওরে বাবারে ওরে মারে বলেও কোন লাভ হয়নি। রুহুল আমিন সার এর হুঙ্কার আর বেত এর শব্দে অন্যান্য সার এবং সিনিওর কিছু ভাই এবং আরো অনেক এ ছুটে এলো। আমার গল্প এখানেই শেষ। প্রথম দিনেই আমাকে কাডেট কলেজের সবাই চিনে গেল।
বস,
:salute:
আমি এইখানেও প্রথম হইলাম।
সু-স্বাগতম।
আপনি বস যেখানেই যাবেন - চট করেই সবাই চিনে যাবে আপনাকে।
:hatsoff:
সৈয়দ সাফী
প্রথম হওয়া যার সভাব সেতো প্রথম হবেই। দোয়া করি সব জায়গায় ১ম হও। আর আমি তো চিনানর জন্য এখানে এছেসি তাই চিনলে কি বা আসে যায় ! ১ম হবার জন্য ধন্যবাদ
সারোয়ার ভাই, আপনারে ব্লগে স্বাগতম... :salute:
বস, আপনারে তো চিনে ফেললাম... :-B B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোমাকে ধন্যবাদ। আমি কি তোমাই চিনি ?
দেখে যেন মনে হয় চিনি উহারে
বস স্বাগতম। উলালা উলালা উলালা :tuski: :tuski: :tuski:
তয় লেখা মনে আরেকটু ছিল। :tuski:
ধন্যবাদ! লিখার অনেক কিছুই ছিল, আছে, থাকবে। এজন্য ই তো এখানে আসা।প্রথম তো তাই ধীরে যাচ্ছি। তবে তোমাদের মন্তব্যের জন্য আমি কিন্তু খুব থ্রিল্ড।
স্বাগতম।
ধন্যবাদ ভাইয়া
আমরাও শিখতে চাই :shy: :shy: । ব্লগে স্বাগতম ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ। তখন বয়স ছিল ১৪ বছর এখন ৪২। এখন ওটাকে এ্যডাল্ট বললে এ্যডাল্ট লজ্জা পাবে।কারন তখন ওটা এ্যডাল্ট হলেও ১৮+ ছিল না।তারপরেও সে এক বিরাত ইতিহাস, এ বিভাগে লিখা যাবে না, আর ইতিহাসে লিখলে তোমাদের ইতিহাসের সিলেবাস বেড়ে যাবে।
বস্, সিসিবিতে সুস্বাগতম :hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারা যত এই ব্লগে লিখবেন সিসিবি ততই সমদ্ধ হবে। লেখাটা মনে হয় অসমাপ্ত অবস্থায় জমা দিয়েছেন। ফিনিশিংটা দেখে তাই মনে হচ্ছে।
আমার কাছে কিন্তু আপনার এই লেখা বেশ শজ এবং সাবলীল লেগেছে। আশা করি নিয়মিত লিখবেন :guitar:
*সহজ ও সাবলীল
ভাই রহমান তোমার প্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ। গতকাল আমি সদস্য হইয়েছি আর আজই প্রথম লিখলাম। আমি মুলত লেখক নই একজন প্রকৌশলী যার মূল কাজ অঙ্ক কষা। কলেজ এ দেওয়াল পত্রিকায় খুব একটা স্থান করতে পারিনি তাই চর্চাটা হয়ে উঠেনি। আর এখন লিখব সময় কোথায় আর কেই বা দেখবে ?
আমার জীবনের সবই অসমাপ্ত।কলেজে পরীক্ষায় এক্সটা পাতা নিলেও রচনা শেষ করতে পারতামনা, ঘন্টা বেজে যেত।বাংলা হাতের লিখা খারাপ আর স্লো বলে সবসময় ব্যক বেঞ্চার। কি আর করা? অবশ্য এখানে হাতের লিখা খুব ভাল হয় আর সময় তো আফুরন্ত, আর সবচেয়ে বড় কথা ছাপানো সহজ।
আর আমি কোন গল্প লিখি নাই, একটা ঘটনা মাত্র, যার শেষ ১৯৮৫ সালে।
এই দিন আমার বয়স মাত্র ৪৬ দিন 😀 😀 😀 😀 😛 😛 ।
ব্লগে স্বাগতম ভাইয়া :salute: :salute: ।
Life is Mad.
সায়েদ তোমাকে ধন্যবাদ।
এডিসন ভাই প্রথমেই আপনাকে সালাম এবং চলমান সিসিবি কায়দায় :salute: ,
এরকম সহজ সাবলীল ভাষায় লেখা কলেজ জীবনের কাহিনিগুলো পড়তে বেশ লাগে। আশা করি চরম ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও সিসিবির জন্য একটু আধটু সময় ঠিকই বের করে আমাদের জন্য এরকমই চমৎকার করে লিখে যাবেন।
সবশেষে আবারো সিসিবিতে সুস্বাগতম বস্ :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই তোমাকে অনেক ধন্যবাদ।এতোদিন এদিক ওদিক কত ফ্রেন্ড সার্কেল, ট্যাগড, পারফস্পট, হাই৫ এ কত সময় দিয়েছি কিন্তু সিসিবি যে এত মজার এবং সবচেয়ে বড় কথা গঠনঅমূলক তা আগে জানতাম না।আমার ধারনা ফেসবুক ছাড়া অধিকাংশই ভূয়া অর্থাৎ রিয়েল নয়। কয়েকদিন আগে আমার এক জুনিয়র কলিগ ( মির্জাপুরিয়ান) আমাকে প্রায় জোড় করে এখানে নিয়ে এল এবং কি করতে হবে তা বললো। এখন তো এখান থেকে বেরই হতে পারছিনা। আমি বাড়িয়ে বলছিনা," কাডেট কলেজের বর্তমান এবং পূরাতণ ছাত্রদের জন্য এরকম গঠণমূলক একটা ব্লগ সাইট যে উদ্ভাবন করেছে তার যতোতুকু শুভকামনা প্রাপ্য সবটুকু দেয়ার মতো পাত্র আমার নাই। আমার ডালিতে যতো আছে সব শুভেচ্ছা তাকে দিলাম।
ওয়ে, ওয়ে, বড় ভাই আইসা গেছে। আর কুনু টেনশন নাই। এইবার আমরা নিশ্চিত সেঞ্চুরী হাকাবো।
ভাইয়া আমি ১৩ ইনটেকের, জাহাঙ্গীর হাউসে ছিলাম।
ধুমায় লিখতে থাকেন ভাইয়া। ব্লগে রংপুরিয়ান বেশি নাই। মান্নান পোলাটা মাঝে মাঝে লেখে, আর আছে বাহালুল। বদমাইশটা বেশি লেখে না।
একা টানতে টানতে আমার ঘাড় ব্যাথা হই গেছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রংপুরিয়ান আইলো রে .....
সিসিবি দখল হইলো রে.....
আরেক বড় ভাই পাইছি। এখন সিসিবিতে দাপটের সাথে রংপুরিয়ানরা বিচরন করবে। :gulli2: :awesome: :tuski: :guitar:
বড় ভাইরে :salute:
ফয়েজ ভাই, বাহালুলের কথা কি কমু, ঐটা বউসহ কানাডা ভাগছে। এখন সিসিবির চেয়ে বউ নিয়ে বেশি ব্যস্ত।
আহমেদ হাসান স্যার কি এখন ইউএসএ তে সেটল্ড নাকি ? জানতাম না তো। স্যার আমাদের হাউস মাস্টার ছিলেন। তার অগাধ জ্ঞান দেখে তাকে আমার চাইল্ডহুড বানিয়েছিলাম।
স্যারকেও :salute:
* চাইল্ডহুড হিরো
মান্নান তোমাকে ধন্যবাদ। আমরা যখন ক্লাস সেভেন এ পরি তখন আহমেদ হাসান সারের চাকুরি শুরু। আমার বিবেচনাই এবং আমার কাডেট লাইফ এ দেখা উনার মত নিবেদিত শিক্ষক আমি দেখিনি। আমার বয়স এখন ৪২। এখন পর্যন্ত উনিই আমার সেরা শিক্ষক।ওনার সাথে আমার যোগাযোগ ছিল এখন উনি ইউ এস এ তে গেছেন ৮/৯ মাস হলো।
আর একটা কথা সিসিবি দখল করার মত যোগ্যতা বা সাহস কোনটাই আমার নেই। আমি তোমাদের জানানোর জন্য স্মৃতিচারন করছি মাত্র।
এডিসনভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম
চা-কফি কিছুই দেখি দেয়া হয়নাই এখনো, এই কে আছিস(জুনিয়র) ......
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান তোমার আদর আপ্যায়নের জন্য ধন্যবাদ। তবে আমায় কলেজের বাবুরচি সিরাজ ভাইএর কথা মনে করিয়ে দিলে। উনি আমদের শর্ট কাট চা খাওয়াতেন
বালগে স্বাগতম ভাইয়া :boss: :hug:
তখন কিন্তু বাত্তির রাজা টমাস আলভা এডিসনরে দিয়া ডাউট দিতে পারতেন............. :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) :)) :))
=)) =))
টিটো তুমি কি ভাই রুহুল আমিন সারকে দেখেছ? উনার হঙ্কারে চারিদিক কেপে উঠতো।
উনি আমদের পৌরনিতি পড়াতেন। তবে উনার ক্লাশ কিন্তু খুবই মজার ছিল। উনি আমদের পরাতেন "সরকার কি" আমি এখন ওনার সরকারের সংগা মনে রেখেছি।
ব্লগে স্বাগতম ভাইয়া.....
ধন্যবাদ মঞ্জুর।
ভাইয়া স্বাগতম, ফয়েজ ভাই মিছা কথা কইছে, আমরা আরো কিছু নাদান আছি রংপুরের। যাই হোক, হাসান স্যার ইউএসএ তে সেটল্ড নাকি ? কিছুদিন আগেও তো উনি সিসিআর -এর ভিপি ছিলেন?
মিছা কথা কইছি না, কই কই হান্দায় থাক, হারিকেন দিয়াও খুইজা পাইনা কামের সময়, আর এখন চিল্লাও না।
নাইয়াদ পোলাটা কই? হের তো একটা পোষ্টও দেখিনা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সালাম ভাইয়া! আমি হাজির!এক্সাম নিয়ে খুবই ব্যাস্ত আছি আর কি..... আজই ব্লগ এ এসে দেখলাম আপনি আমারে স্মরণ করছেন...... চায়না থেকে স্টাফ লাউন্জ এর সার্ভারে লগ ইন করা যায় না....তাই আপনাদের কারো সাথে আমার অনলাইন যোগাযোগ নাই! 🙁
সারোয়ার ভাইয়াকে ব্লগে স্বাগতম! :salute:
ধন্যবাদ ছন্নছাড়া আর ফয়েজ।
আমরা প্রবিণ ধীরে যাবো
তোমরা নবিন ঘোড়া ছুটাবে
আমরা যদি ঘুমিয়ে পড়ি
তোমরা মোদের জাগিয়ে দেবে
আমরা যদি পিছিয়ে পড়ি
তোমরা সাথে নিয়ে যাবে
হাতে হাত রাখবো
কাধে কাধ মিলাবো
-----------------
হ্যা সার ওখান থেকে ইউ এস এ গ্যাছেন
বস কবিতা সুন্দর হইছে। এইগুলা কমেন্টে না দিয়া ব্লগে দিয়া দিবেন। নতুন একটা পোষ্ট হবে। বরিশ্যাইল্যা গুলা এই কইরা কইরা দুই শ করি ফেলতেছে। ব্লগ ইঞ্জিনিয়ারিং।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রপাগান্ডা, :just: প্রপাগান্ডা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এটা কবিতা নয়,উত্তর দেয়ার জন্য একটা ছড়া লিখা। কারন সবার উত্তর একটু আলাদা করা আরকি।শুধু একঘেয়েমি ছন্দপতন করা।কবিতা দেয়ার মতো হলে অবশ্যই দিব।
এডিসন ভাই,
উপর থেকে আমার এবং অন্যদের মন্তব্যের উত্তরে আপনার দেয়া প্রতিমন্তব্যের অংশগুলো এখানে কোট না করে থাকতে পারলাম না বলে দুঃখিত। আপনার মধ্যেও যে অনেক প্রতিভা লুকিয়ে আছে উপরের ছন্দ মেলানো ছড়াই তার প্রমাণ।
আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, আপনার মতো সিনিয়রদের উপস্থিতি নিঃসন্দেহে আমাদের সিসিবির সবার জন্য বিশাল এক প্রেরণা। আপনাকে সিসিবিতে দেখলেও কিন্তু আপনার জুনিয়র অনেকে যারা এখনো সিসিবিতে আসেনি তারাও এসে সিসিবিতে যোগ দেয়ার কথা ভাববে।
নিয়মিত থাকবেন আমাদের সাথে এটাই শুধু কামনা করি। :guitar:
ভাই রহমান তোমাকে অনেক ধন্যবাদ তোমার উক্তি গুলির জন্য। যানিনা এর কতটুকুর জন্য আমি যোগ্য। আমি সত্যিই অনূপ্রাণিত। আবার ধন্যবাদ
এডিসন ভাই, :salute:
আমাদের বাড়িতে(সিসিবি) স্বাগতম...
সহজ কথা অত্যন্ত সুন্দর আর সহজ করে লিখসেন...
আরো অনেক কথা শুনবার অপেক্ষায় থাকলাম...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব তোমার কথা যদি সত্যি হয় অর্থাত আমার লিখা যদি তোমাদের সহজ মনে হয় আর ভাল লাগে তাহলে আমার কষ্ট করে বাংলা লিখা সার্থক।
ভাইয়া, কবিতা টা জটিল হইছে। অনুপ্রাণিত হইলাম।
জটিল মানে কি ভাইয়া ? Cool নাকি Complex !
একদম কূউউল, ফাটাফাটি :gulli:
সরি ভাইয়া জটিলতার মধ্যে ফালানোর জন্য ~x( ...
আর ফয়েজ ভাইয়ের কামের সময় না থাকার জন্য নিজে নিজেই কয়েকটা :frontroll: :frontroll: :frontroll: দিয়া লই... :bash:
এগুলো কি ক্যাডেট কলেজের বাকী এক্সটা ড্রিল এর ফ্রন্ট্রোল !!!
ভাইয়া আমি কলেজে ইডি খাই নাই ~x( ..তাই চান্স পাইলেই :frontroll: দিয়া লই কয়েকটা :((
ইডি খান্নাই??? মিস্কর্ছেন বস। হেব্বি জিনিস :grr: :grr: :grr:
বড় ভাই ... ব্লগে স্বাগতম,
প্রথম ব্লগে কলেজে'র প্রথম দিন ... সূত্র অনুযায়ি ২৬৫*৬ খান ব্লগ লিখা আপনার জন্য ফরজ হই গেল। 😀
আপনার লেখা ভাল লাগছে ... তারচেয়েও ভাল লাগছে আপনার ডিসপ্লে পিক টা ... গুরু ফাট্টাফাটি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখা ভাল লাগার জন্য আমারো ভাল লাগছে। ধন্যবাদ সেজন্য।
২৬৫ টা না হলেও ক্যডেট কলেজের মনে থাকা দিন গুলি নিয়ে লিখা শুরু করেছি, দেখা যাক কয়টা হয়!
আমার ডিসপ্লে পিকচার এর অভ্যাসটা আবার রপ্ত করনা ভাই। এটা খুব খারাপ নেশা।
চোরায় না শুনে ধর্মের কথা...(একটি চৈনিক প্রবাদ...)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
চোরায় ঠিক হয় পুলিশের মাইরে...(একটি সৈনিক প্রবাদ... B-) )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সারোয়ার ভাই
স্বাগতম।
লেখা আর প্রফাইল ছবি দুইটাই খুব সুন্দর হইছে। :thumbup:
আশা করি আমাদের সঙ্গে থাকবেন সবসময়, ছেড়ে যাবেন না। 😀
মন্তব্যের জন্য ধন্যবাদ। তোমাদের সাথে থাকার জন্যেইতো এখানে আসা।
প্রোফাইল ছবি দেখে বিড়ি টানতে মন চাইতেসে ... এডিসন ভাইর দোষ। :grr: :grr:
ইফতেখার আজ থেকে নাম পরিবর্তন করতে হবে। আমার নতুন নাম হবে নন্দঘোষ। কারন যতো দোষ নন্দ ঘোষ
দারুণ বস। এক্কেবারে ফ্লাইং স্টার্ট। 😀 😀 😀 😀
ফ্লাইং স্টার্ট ! এটা আবার কি আমিন ? তুমি কি পাইলট নাকি ?
সারোয়ার ভাই, ব্লগে স্বাগতম। :hug: :hug:
লেখা খুব সাবলীল।
আশা করি আমাদের ছেড়ে কখনও যাবেন না।
ধন্যবাদ তানভীর
ধন্যবাদ তানভীর। এপ্রিল মাস পর্যন্ত আছি ইনশা আল্লাহ।