নেট ওয়ার্ক বিড়াম্বনা

সিসিবিকে ছেড়ে থাকতে পারলামনা। তাই এক আঙ্গুলে লিখা আমার প্রথম এবং সিসিবিতে আমার দ্বিতীয় ছড়া। মন্তব্যের উত্তর কিন্তু দিতে পারবোনা। হাতে এখনো দারুন ব্যাথা। ( শেষ ছন্দে সাফদার ডাক্তারের সাথে কিছুটা মিল থাকতে পারে)

ল্যাপটপে ভরে গেছে এ্যাডওয়ার
আমি কম কিসে ? আমি সারওয়ার !
এ্যাডওয়ার গুলু খুব দুষ্ট
আমারে যে দেয় শুধু কষ্ট,

এই ব্যটা বড় পাজি
আমারে সে করে রাজি
যদি না কিনি এ্যন্টিভাইরাস
আমারে সে করে দেবে মাইনাস !

বিস্তারিত»