৭ই মে ২০০৯

৭ই মে ২০০৯, সকাল থেকে ব্যাচ এর পোলাপানের মধ্যে একটা ঈদ ঈদ ভাব ছিল। সবাই এক একটা দায়িত্ব নিয়ে সকাল থেকে কাজে নেমে পড়লো। আমি এবং তুষার ৭টার দিকে চক বাজার যাই গিয়ে খাসী এবং মুরগীর সাইজ ঠিক আছে কিনা চেক করে আসি। তারপর বেলী রোডের SWISS এর ব্রাঞ্ছ থেকে ২৫ পাউন্ড এর কেকটা ভাড়া করা মাইক্রোবাস এ উঠাই। রাস্তায় বিশাল জ্যাম।সব কাজে দেরি হচ্ছিল।আমরা ফার্মগেইট এর s@ifurs এর ব্রাঞ্চ থেকে আমাদের আমাদের banner টা নিয়ে নিলাম।

বিস্তারিত»

০২’ ব্যাচের বর্ষপূর্তি

সব ব্যাচ কেমন সেটা আমি বলতে পারবোনা কিন্তু আমি খুব গর্বিত অনুভব করি যখন কাউকে বলতে পারি আমাদের ব্যাচ এ ১০ ক্যাডেট কলেজের সাথে সব কলেজের ই খুব ভালো সম্পর্ক। আমরা কলেজ মেট আলাদা করিনা আমাদের পরিচয় আমরা ক্যাডেট। আমরা একে অপরের ভাই/বোন। এর জন্য আমি খুব কৃতজ্ঞ MCC এর মাসুদ ভাইয়ের কাছে। Cadet’s কোচিং খোলার কারণে আমাদের যাদের MABS এ যাওয়ার ইচ্ছা ছিল না তারা এবার ক্যাডেট কোচিং করার সুযোগ পায়।

বিস্তারিত»