মার্কো আর্ট এ্যাকাডেমি, সিয়েরালিওন
আমি ২০০১ সালে সিয়েরালিওনে ছিলাম। এদেশের রাজধানী ফ্রিটাউন।এটা বিশ্বের মানচিত্রে লাইবেরিয়ার ঠিক উত্তরে আটলান্টিকের পাড় ঘেঁষে।ঐদেশের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লুঙ্গি। যাহোক এই লুঙ্গির ট্রান্সিট ক্যাম্পে সপ্তাহ খানিক থাকার সুবাদে ঐদেশের একটা বিশেষ সংস্কৃতির সাথে পরিচিত হয়েছিলাম। এটা হলো কাঠের কাজ। বিশাল সব গাছের গুড়ি এনে কেটে তারা খুবি নিপুন হাতে তাতে বিভিন্ন কারুকার্য করে সুন্দর সব শিল্প বানায়। আমি এই শিল্প এতশত বুঝিনা। কিন্তু এটুক বুঝি এগুলুর শৈল্পিক মুল্য আপরিসীম।
বিস্তারিত»