প্রথমবারের মত ঈদ করছি বাসা থেকে দূরে কোন এক দূর্গে। আমরা নিজেরাই যার প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন। আজ বি এম এ তে বসে সত্যিই মনে হচ্ছে দেশ রক্ষার মহান ব্রতটা কী যে কঠিন। কী যে খারাপ লাগছে।।। মাঝে মাঝে মনে হচ্ছে এ কি ছেলেমানুষি; আবার মনে হচ্ছে এটাই স্বাভাবিক। কেন যেন মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রথমবারের জন্য বলে হয়তো। তবুও জানি না কাল ঈদের দিন কেমন লাগবে।
বিস্তারিত»