আমার ঈদ এবার যেভাবে কাটবে!!!!!!!

প্রথমবারের মত ঈদ করছি বাসা থেকে দূরে কোন এক দূর্গে। আমরা নিজেরাই যার প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন। আজ বি এম এ তে বসে সত্যিই মনে হচ্ছে দেশ রক্ষার মহান ব্রতটা কী যে কঠিন। কী যে খারাপ লাগছে।।। মাঝে মাঝে মনে হচ্ছে এ কি ছেলেমানুষি; আবার মনে হচ্ছে এটাই স্বাভাবিক। কেন যেন মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রথমবারের জন্য বলে হয়তো। তবুও জানি না কাল ঈদের দিন কেমন লাগবে। হয়তো বাসায় ফোন করতে পারব। বাইরে যাব। কিন্তু তা কেমন লাগবে কে জানে। যারা নিজের বাসায় অথবা আপনজনদের সাথে থাকতে পারছে তারা সত্যিই ভাগ্যবান। হয়তো কাছে থাকার এই আকুলতা শুধু থেকেই যাবে । আর কখনও ইচ্ছেমত পূর্ণতার মুখ দেখবে না। তবুও পথচলা। খবররে কাগজ আর টিভিতে ঘরমুখো মানুষের ঢল দেখা। কোটি মানুষের এই আনন্দের সাথী হতে পারলাম না। ভাবছি কী করা যায়। উদ্ভট সব কাজ করে হয়তো একটু মজা পাওয়া যাবে। ক্ষণিকের জন্য হয়তো ভুলে যাব ঈদ, পরিবার………….. সব।।।। চেষ্টা করে দেখি……………………………………………………………….

১৯ টি মন্তব্য : “আমার ঈদ এবার যেভাবে কাটবে!!!!!!!”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    মাত্র তো শুরু মিয়া..................


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. আস সালামু আলাইকুম।
    আমার ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হয় নি, বা পড়িনি।
    নিয়মানুষারে তাহলে তো আমি এই ব্লগের ব্লগার হতে পাড়ছি না।
    কিন্তু আমার একটা বিষয়ে জানার ছিলো, আপনাদের কাছে, যারা ক্যাডেটে পড়েছেন বা পড়ছেন।

    প্রশ্নটা হলোঃ
    আমার কোন এক নিকট আত্বীয় ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে বা ইচ্ছা আছে।
    সেক্ষেত্রে আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে। আমি ঢাকা বাসী।
    মানে আমি জানতে চাচ্ছি, কোথায়, কখন, কিভাবে ক্যাডেট কলেজে ভর্তি হওয়া যায়?
    বা,
    ক্যাডেট কলেজে ভর্তির নিয়মাবলি।
    যদি দয়াকরে কেউ বলেন, তাহলে উপকৃত হব।
    ধন্যবাদ।

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      আমরা মোটামুটি অধিকাংশই ভর্তির আগে কোচিং করেছি,তবে খুব মেধাবি অনেকেই আছেন যারা কোচিং ছাড়াই নিজেরা নিজেরা পড়াশোনা করে ভর্তি হয়েছেন।আমাদের সময়ে(১৯৯৭) ঢাকার "গুরুগৃহ কোচিং" বেশ ভালো ছিল-এখন কি অবস্থা জানিনা।প্রতি বছর পত্রিকায় ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন দেয়া হয়-সে অনুযায়ী দরখাস্ত করলে প্রসপেক্টাস ইত্যাদি পাওয়া যায়।যদি বিজ্ঞাপনটি চোখ এড়িয়ে যায় তবে কোচিং সেন্টারগুলোতে খোঁজ নিতে পারেন।

      জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আউয়াল রে,বিএমএ তে আমার প্রথম ঈদ ২০০৪ এর ঈদুল ফিতর,ওইদিনও কি কুকামের কারণে ফ্রন্টরোল দিতে হইছিলো।তবে ঈদটা খারাপ কাটেনাই।মন খারাপ করিসনা-তোর ফোন নাম্বার জানলে কল দিতাম...

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    সব্বাইকে ঈদের শুভেচ্ছা।
    খাওয়া দাওয়া সাবধানে করবেন, সুস্থ্য এবং আনন্দময় ঈদের প্রত্যাশা রইলো।
    যাওয়ার আগে আগে যার যার চায়ের বিলটা পরিশোধ করে যাবার জন্য বিশেষ অনুরোধ জানানো হলো> :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    আউয়াল, এতো কষ্ট পাচ্ছ কেন? বন্ধুদের সাথে ঈদ করবা, এটা তো আরো মজার ব্যাপার। বাসায় থাকলেই তো মাংস নিয়ে দোউড়াদৌড়ি... 😕
    এনজয় করার চেষ্টা কর, অনেক আনন্দে কাটুট জীবনের এই ব্যাতিক্রম ঈদটা তোমার।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  6. আউয়াল (২০০৩-২০০৯)

    কী আর বলবো! কেটেই যখন গেছে। খুব খারাপ যায়নি। হতাশা গ্রাস করেনি। তবে আজ খারাপ লাগছে। কেন জানি না। শেষ হয়ে গেছে বলেই হয়তো। বাসি ঈদ মোবারক সবাইকে।।।।।।।।।। :dreamy:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।