প্রথমবারের মত ঈদ করছি বাসা থেকে দূরে কোন এক দূর্গে। আমরা নিজেরাই যার প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন। আজ বি এম এ তে বসে সত্যিই মনে হচ্ছে দেশ রক্ষার মহান ব্রতটা কী যে কঠিন। কী যে খারাপ লাগছে।।। মাঝে মাঝে মনে হচ্ছে এ কি ছেলেমানুষি; আবার মনে হচ্ছে এটাই স্বাভাবিক। কেন যেন মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রথমবারের জন্য বলে হয়তো। তবুও জানি না কাল ঈদের দিন কেমন লাগবে। হয়তো বাসায় ফোন করতে পারব। বাইরে যাব। কিন্তু তা কেমন লাগবে কে জানে। যারা নিজের বাসায় অথবা আপনজনদের সাথে থাকতে পারছে তারা সত্যিই ভাগ্যবান। হয়তো কাছে থাকার এই আকুলতা শুধু থেকেই যাবে । আর কখনও ইচ্ছেমত পূর্ণতার মুখ দেখবে না। তবুও পথচলা। খবররে কাগজ আর টিভিতে ঘরমুখো মানুষের ঢল দেখা। কোটি মানুষের এই আনন্দের সাথী হতে পারলাম না। ভাবছি কী করা যায়। উদ্ভট সব কাজ করে হয়তো একটু মজা পাওয়া যাবে। ক্ষণিকের জন্য হয়তো ভুলে যাব ঈদ, পরিবার………….. সব।।।। চেষ্টা করে দেখি……………………………………………………………….
১৯ টি মন্তব্য : “আমার ঈদ এবার যেভাবে কাটবে!!!!!!!”
মন্তব্য করুন
ঈদ মোবারক আউয়াল 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ব্যাপার না ভাইয়া...সবে শুরু......এরপর প্রতি বছর একটা ঈদ অন্তত বাসার বাইরে করতে হবে 😕
মাত্র তো শুরু মিয়া..................
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
মন খারাপ করে আর কী হবে!
ঈদ মোবারক
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মন খারাপ করো না রে ভাই,ঈদ মোবারক ......ভালো থেকো,সফলতা কামনা করি। (সম্পাদিত)
ঈদ মোবারক। ভালো থেক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
মাত্র তো শুরু ভাইয়া………………চলে যাবে।---------ঈদ মোবারক।
আস সালামু আলাইকুম।
আমার ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হয় নি, বা পড়িনি।
নিয়মানুষারে তাহলে তো আমি এই ব্লগের ব্লগার হতে পাড়ছি না।
কিন্তু আমার একটা বিষয়ে জানার ছিলো, আপনাদের কাছে, যারা ক্যাডেটে পড়েছেন বা পড়ছেন।
প্রশ্নটা হলোঃ
আমার কোন এক নিকট আত্বীয় ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে বা ইচ্ছা আছে।
সেক্ষেত্রে আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে। আমি ঢাকা বাসী।
মানে আমি জানতে চাচ্ছি, কোথায়, কখন, কিভাবে ক্যাডেট কলেজে ভর্তি হওয়া যায়?
বা,
ক্যাডেট কলেজে ভর্তির নিয়মাবলি।
যদি দয়াকরে কেউ বলেন, তাহলে উপকৃত হব।
ধন্যবাদ।
আমরা মোটামুটি অধিকাংশই ভর্তির আগে কোচিং করেছি,তবে খুব মেধাবি অনেকেই আছেন যারা কোচিং ছাড়াই নিজেরা নিজেরা পড়াশোনা করে ভর্তি হয়েছেন।আমাদের সময়ে(১৯৯৭) ঢাকার "গুরুগৃহ কোচিং" বেশ ভালো ছিল-এখন কি অবস্থা জানিনা।প্রতি বছর পত্রিকায় ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন দেয়া হয়-সে অনুযায়ী দরখাস্ত করলে প্রসপেক্টাস ইত্যাদি পাওয়া যায়।যদি বিজ্ঞাপনটি চোখ এড়িয়ে যায় তবে কোচিং সেন্টারগুলোতে খোঁজ নিতে পারেন।
আউয়াল রে,বিএমএ তে আমার প্রথম ঈদ ২০০৪ এর ঈদুল ফিতর,ওইদিনও কি কুকামের কারণে ফ্রন্টরোল দিতে হইছিলো।তবে ঈদটা খারাপ কাটেনাই।মন খারাপ করিসনা-তোর ফোন নাম্বার জানলে কল দিতাম...
ম্যাশ পোটাটোর বর্নাঢ্য ক্যারিয়ার এখানে জানান না দিলে জইতো না???
You cannot hangout with negative people and expect a positive life.
জইতো এর স্থলে পড়ুন, "চলতো"*
You cannot hangout with negative people and expect a positive life.
কি মুশকিল, এইখানে বর্নাঢ্য ক্যারিয়ার আইলো কৈথিকা? 🙁
হ্যাভ ফান, আউয়াল। আজ ঈদ, আজ ব্লগের জিহাদ ভাইয়ের বালিকা বধূ সেমাই বানায় আর জিহাদ ভাইকে না দিয়ে হাপুসহুপুস খায় ... 😛
আমার বন্ধুয়া বিহনে
সব্বাইকে ঈদের শুভেচ্ছা।
খাওয়া দাওয়া সাবধানে করবেন, সুস্থ্য এবং আনন্দময় ঈদের প্রত্যাশা রইলো।
যাওয়ার আগে আগে যার যার চায়ের বিলটা পরিশোধ করে যাবার জন্য বিশেষ অনুরোধ জানানো হলো> :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্যাপারনা ছোট ভাই, আস্তে আস্তে সয়ে যাবে।
ঈদ মোবারক।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আউয়াল, এতো কষ্ট পাচ্ছ কেন? বন্ধুদের সাথে ঈদ করবা, এটা তো আরো মজার ব্যাপার। বাসায় থাকলেই তো মাংস নিয়ে দোউড়াদৌড়ি... 😕
এনজয় করার চেষ্টা কর, অনেক আনন্দে কাটুট জীবনের এই ব্যাতিক্রম ঈদটা তোমার।
You cannot hangout with negative people and expect a positive life.
🙂 🙁
চ্যারিটি বিগিনস এট হোম
কী আর বলবো! কেটেই যখন গেছে। খুব খারাপ যায়নি। হতাশা গ্রাস করেনি। তবে আজ খারাপ লাগছে। কেন জানি না। শেষ হয়ে গেছে বলেই হয়তো। বাসি ঈদ মোবারক সবাইকে।।।।।।।।।। :dreamy: