ইফতার পার্টি- ( আরো আপডেট)

সিসিবি ইফতার পার্টিঃ
তারিখ ০৪ সেপ্টেম্বর
রোজ শুক্রবার
স্থান – বেঙ্গল ক্যাফেটেরিয়া, বাড়ি নং: ২৭৫/এফ
রোডঃ ২৭ (পুরাতন), মীনাবাজারের পাশে,
ধানমন্ডি, ঢাকা।
—————————————————————————–
ইফতার পার্টির উপস্থিতি সম্পর্কে ধারণা পাবার জন্যে সিসিবি সদস্যদের সহযোগিতা কামনা করছি।
অনুগ্রহ করে মন্তব্যের ঘরে নিজের উপস্থিতি জানিয়ে দিলে আমাদের সুবিধা হয়।
——————————————————————————-
এখন পর্যন্ত যারা উপস্থিতি নিশ্চিত করেছেনঃ (নামের পাশে ব্যাচ নাম্বার)

১. কামরুল ভাই ‘৯৪
২. জিহাদ ‘৯৯
৩. সানাউল্লাহ ভাই ‘৭৪
৪. এহসান ভাই ‘৮৯
৫. টিটো ভাই ‘৯৪
৬. রাশেদ ‘৯৯
৭. কাইয়ুম ভাই ‘৯২
৮. মঞ্জুর ‘৯৯
৯. তুহিন ‘৯৯
১০. আমিন ভাই ‘৯৬ (পা মচকাইছে, এখনো কনফার্ম করেন নাই)
১১. জুনায়েদ ভাই ‘৯৫
১২. রেজওয়ান ‘৯৯
১৩. সামীউর ভাই ‘৯৭
১৪. রবিন ভাই ‘৯৪
১৫. নাজমুল ‘০২
১৬. তানভীর ভাই ‘৯৪
১৭. মাসুম ভাই ‘৭৯
১৮. জামাই মাস্ফ্যু ভাই ৯৭ (সঙ্গে :just: কেউ থাকলে ১০০০ টাকা চাঁদা দিতে হইবেক)
১৯. ইশতিয়াক ‘৯৯
২০. ফরহাদ ‘০২
২১. মুহাম্মদ ‘৯৯
২২. মেহেদী ভাই ‘৯৬
২৩. শাওন ভাই ‘৯৫
২৪. ফরিদ ভাই ‘৯৫
২৫. তারিক ‘০১
২৬. আহসান ‘৯৯
২৭. মাহমুদ ভাই ‘৯০ (দশ কেজি মিষ্টি)
২৮. ফাহাদ ‘০২
২৯. জাকারিয়া ‘৯৯
৩০. রায়হান আবীর ‘৯৯
৩১. সামিয়া ‘৯৯
৩২. আব্দুল্লাহ ভাই ৯৩
৩৩. ফারহান ‘০২
৩৪. হাসান ভাই ‘৯৬
৩৫. নাম না জানা এমজিসিসি (হাসান ভাই বুকিং দিছে)
৩৪. মান্না ভাই ‘৯৪
৩৫. আহমেদ ভাই ‘৯৪
৩৬. বন্য ‘৯৯
৩৭. সাদিক (কোন ব্যাচ বলে নাই)
৩৮. তাইফুর ভাই ‘৯২ (কেক আনার ভয়ে এই লুক লাপাত্তা হইয়া গেছে মনে হয়)

ক্রমাগত………………

_________________________________
ভাইসব!!!

আগামী ৪ঠা সেপ্টেম্বর, ধানমন্ডি বেঙ্গল ক্যাফেটেরিয়ায় এক বিশাল “সিসিবি” ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের স্পন্সর করবেন এহসান ভাই। তাকে ছিল্লা কাইট্যা এমন লবণ লাগানো হবে যে, নেক্সট টাইম ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পথে উনি যেন এই স্মৃতি রোমন্থন করে ভুটানে লাফ দিয়ে পড়েন।
বিশেষ ভাবে উল্লেখ্য মাসরুফ ভাইকে নিজের ইফতারী সাথে করে নিয়ে আসার দরকার নেই। আরও বিশেষ বিশেষ ভাবে উল্লেখ্য যে, মিস্টার তাইফুর (কালো র‌্যাব) দেশে আসার পর আমাদের আম জনতাকে মিষ্টি মুখ করান নি, তিনি যেন অবশ্যই মিস্টার বেকারের সবচেয়ে বড় কেকটা নিজ দায়িত্বে বগলদাবা করে নিয়ে আসেন।

এছাড়াও কামরুল ভাই বরাতে আমাদের নিজস্ব সংবাদদাতা বলেছেন, মাহমুদ ভাইও নাকি দেশে ফেরার পর কামরুল ভাইকে জনপ্রিয় জ্ঞান বিষয়ক লেকচার ছাড়া কিছু খাওয়ান নি। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। মাহমুদ ভাই আশা করি বুঝে ফেলেছেন জাতি আপনার কাছে কী চায়।

পরিশেষে যারা দেশের বাইরে আছেন, কিংবা দেশে আসি আসি করছেন তাদের জন্য আমাদের একগুচ্ছ সমবেদনা রইলো। তবে সিসিবি প্রিন্সিপালের বিশেষ বদানত্যায় তারা ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারবেন। 😛

৯,৮৯০ বার দেখা হয়েছে

২৫২ টি মন্তব্য : “ইফতার পার্টি- ( আরো আপডেট)”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বেঙ্গল গ্যালারি আমার বাসা থিকা ২ মিনিটের হাঁটা রাস্তা। :just: ফ্রেন্ড্রেও সঙ্গে আনতে মঞ্চায় কিন্তু তার জইন্যে ১০০০ টাকা চাঁদা।বড়লোক এক্স ক্যাডেটদের কাছ থেকে আমাদের দুইজনের জন্য স্পন্সর কামনা করছি :shy: :shy: :shy:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ভেন্যুতে টোটাল কতজনের এরেঞ্জ করা হবে এটা আগেই জানাতে হবে। তাই এখানে সত্যি সত্যি যারা আসবেন তাদের উপস্থিতির কনফার্মেশনটা শুধুমাত্র জানালে আয়োজকদের জন্য সুবিধা হবে।
    এছাড়া অন্যান্য কমেন্ট উপস্থিতির নিশ্চয়তা হিসেবে হয়তো ধরা হবেনা।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    সবাইকে দয়া করে শুধু নাম্বার বলার অনুরোধ করছি, অন্য কথা বলার জন্যে ইফতার বিষয়ক আরেকটা পোস্ট তো আছেই।
    এখন পর্যন্তঃ

    ১. কামরুল হাসান
    ২. জিহাদ
    ৩. সানাউল্লাহ ভাই
    ৪. এহসান ভাই
    ৫. টিটো
    ৬. রাশেদ
    ৭. কাইয়ুম ভাই
    ৮. মাহমুদ ফয়সাল
    ৯. মঞ্জুর
    ১০. তুহিন

    এর পর থেকে বলেন সবাই।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এই পর্যন্ত,

    ১১. আমিন
    ১২. জুনায়েদ
    ১৩. রেজওয়ান
    ১৪. সামীউর
    ১৫. রবিন
    ১৬. নাজমুল
    ১৭. তানভীর
    ১৮. মাসুম ভাই
    ১৯. জামাই

    টুম্পাদের আপডেট রবিন কিংবা টুম্পা কেউ শিওর করলে পরে যোগ করে দেয়া হবে।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. শাওন (৯৫-০১)

    আমি ২৪ নম্বর সিরিয়াল দিচ্ছি ইনশাল্লাহ.........
    আর আমার সাথে ফরিদ ও আসবে...মানে ২৫ নম্বর সিরিয়াল ও বুকড.........।।


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এইডা কি শ্যাষ পর্যন্ত '৯৪ আর '৯৯-এর গেট-টুগেদার হইতাছে নিকি?? ক্যাডা জানি আবার কইছে দলবল লইয়া আইবো?? আমি এখন সংশয়ে আছি, বড়ই সংশয়ে............... ~x( ~x( ~x(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. টুম্পা (অতিথি)

    আমাদের দলবল -
    ৪৩,৪৪- মাজহার,শার্লী
    ৪৫,৪৬- তোহা, ঊর্মি
    ৪৭,৪৮- জহুরুল, টুম্পা
    ৪৯- মোস্তফা
    ৫০-আরমান
    ৫১-জাহিদুল
    ইফতারে তো শর্ট ফালায়ে দিবো মনে হইতাছে!! :grr: :grr:

    জবাব দিন
  8. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কোনো ব্যাচের ১০ জনের বেশি হইলে মাথা পিছু জরিমানা =৫০০/- টাকা!! শুনলাম অ্যাডজুটেন্ট নাকি এই নিয়ম চালু করছে!! :goragori: :goragori: :goragori:

    আর আমার প্রস্তাব হলো কোনো ব্যাচের একজন থাকলে আদায় করা জরিমানা থেকে তাকে =৫০০/- টাকা পুরস্কার দেওয়া হোক। :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  9. যাত্রার বিবেক ওবেরয়

    ব্লগ লিখেছেন ০ টি
    কমেন্ট করেছেন ৩ টি

    এই রকম সদস্যও দেখি বউ পোলাপাইন সহ বুকিং দিচ্ছে ...

    অবশ্য একদিক দিয়ে ভালই ...
    খেয়েদেয়ে ফিরে গিয়ে লেখার প্রতি উৎসাহিত হলে সিসিবি'রই লাভ

    জবাব দিন
      • যাত্রার বিবেক ওবেরয়

        সর্ট করে ডাকলে আমাকে "বিবেক" বলে ডাক্তে পারেন। :grr:

        "ব্লগ না লিখলে ইফতার পার্টিতে আসা যাবেনা"
        আমি মোটেও তা বলি নি,
        আমি বলেছি,
        "খেয়েদেয়ে ফিরে গিয়ে লেখার প্রতি উৎসাহিত হলে সিসিবি’রই লাভ" ...

        জবাব দিন
        • তানভীর (৯৪-০০)

          জনাব "বিবেক",
          সিসিবির ইফতার পার্টির অংশগ্রহণকারীদের নিয়ে আপনার উদ্বেগ যথেষ্ঠ প্রশংসার দাবি রাখে। এরকম একটা লেখায় আপনার মত একজন "বিবেকবান" মানুষের মন্তব্য পাওয়া গিয়েছে তাতেই সিসিবির মর্যাদা অনেক বেড়ে গেছে। আপনিও এবারের ইফতার পার্টিতে আমন্ত্রিত, পরিবারসহ। এতে আমরা আশা করি, পরের বছরের ইফতারের আমন্ত্রণ জানানো ব্লগে আপনার আরও কিছু মূল্যবান মন্তব্য পাওয়া যাবে। আর, আপনার "বিবেক"নামের খোলস ছেড়ে বেরিয়ে এসে ব্লগে যদি কিছু লেখা দেন তাহলে তো আমরা এই পৃথিবীতেই স্বর্গসুখ লাভ করব।

          ভালো থাকবেন, সুখে থাকবেন। 🙂

          জবাব দিন
  10. কামরুল হাসান (৯৪-০০)

    প্রিন্সিপাল স্যারের সদয় অবগতির জন্যে একটা প্রস্তাব পেশ করতে চাই।

    'সিসিবিতে মিনিমাম ১০০ কমেন্ট না থাকলে ইফতার মাহফিলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হোক।'

    ইফতারের আর ২ দিন বাকি আছে।
    যারা এর মধ্যে ১০০ কমেন্ট করতে পারবেন তাদের জরিমানা থেকে রেহাই দেয়া হবে, তবে শর্ত হচ্ছে প্রতিটা কমেন্ট কমপক্ষে ৫ লাইনের হইতে হবে আর এক কমেন্ট দুইবার করা যাবে না। এক পোস্টে ২টার বেশি কমেন্ট করা যাবে না।

    স্যার কী বলেন?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  11. আহ্সান (৮৮-৯৪)

    যা ভাচছিলাম...।
    কেন জানি মনে হইতাছিল, কিছু একটা মিস করতাছি... এখন তো দেখি ঘটনা আসলেই তাই...।
    কিন্তু এখন তো আমি মহা সমস্যায় পিড়া গেলাম... ৪ তারিখ ক্যাডেট কলেজ ক্লাবে বিসিসি'র ইফতার পার্টি (যতদূর জানি পিসিসি'র ইফতার পার্টিও ঐ একই দিনে একই ভেন্যুতে)... এই রকম একটা দিনে সিসিবি'র ইফতার পার্টি ঘটনা টা কেমন জানি হয়ে যায়না?
    ভাইয়েরা, পিলিজ, কিছু একটা করেন। একদিনে এত কিছু রাইখেননা...। সিসিবিতে যাইতে মন চায়...কিন্তু ঐদিকে আবার বিসিসি'র ইফতার পার্টি কবুল কইরা ফালাইছি...। আমি এখন কি করি????? চিক্কুইর দিয়া কান্না আইতাছে... :((

    ভাই, যারা এইটা অর্গানাইজ করতাছেন, পিলিজ, ভাইব্বা দেখিন শুক্কুর বারের বদলে শনিবার করন যায় কিনা...। আমি বড়-ই পিরিত হইব তাহইলে...। আর যদি একান্তই তা না হয়, তাইলে আড্ডাখানা কতক্ষন রাখা যাইবে তাহা একটু জানাইয়েন..., খাওয়া না হউক, অন্ততঃ আপনাদের সবাইকে দেখিয়া পরানটারে একটু শান্ত করিয়া আবার সিলেট ফেরত চলিয়া আসিব...।
    ধ্যাত্তুরি...দুইন্নইডা এমুন ক্যান????????? :(( :(( :((

    জবাব দিন
  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কুনু ব্যাপার না আহসান। কেউ কেউ ওইখান থেকেই আসবে। সাড়ে আটটা নাগাদ চইলা আসো। আরো আধা ঘন্টা আড্ডা দিতে পারবা।

    অপেক্ষায় আছি- প্রিন্সিপাল


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  13. অরকা'র ইফতার হবে নিকুঞ্জস্থ অফিসে...
    সিসিবি'র ইফতার হবে ধানমন্ডিতে,
    আমার বাসা মালিবাগে...

    আমি কীভাবে দুইটা ইফতারেই এ্যাটেন্ড করুম? :(( :(( :(( হ্যারি পটারের হামায়োনি যদি আমারে ওর ঘড়িটা দিত, তাইলে পারতাম,

    কিন্তু এইরকম একটা জিলিপির প্যাঁচ, না থুক্কু সুতার প্যাঁচ লাগার জইন্য আমি নিজেরে শুদ্দা সিসিবি আর অরকা রে ব্যাঞ্চাই :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown:

    জবাব দিন
  14. এহসান (৮৯-৯৫)

    সবার কয়টা নাগাদ আসার প্ল্যান। গতকাল কয়েকজনের সাথে কথা বলার মনে হলো ৬ নাগাদ আমরা আসার চেষ্টা করবো। এরপর ইফতারের পর আড্ডা চলবে। আশা করি কেউ শুধু ইফতার খেতেই আসবে না।

    আচ্ছা আন্দালিবের কোনো খবর কি আছে? আমার খুব ইচ্ছা ছিলো আরো অনেকের মতই এই Abstract (এন্টেনা) লেখকের সাথে পরিচিত হবার।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।