সিসিবি ইফতার পার্টিঃ
তারিখ ০৪ সেপ্টেম্বর
রোজ শুক্রবার
স্থান – বেঙ্গল ক্যাফেটেরিয়া, বাড়ি নং: ২৭৫/এফ
রোডঃ ২৭ (পুরাতন), মীনাবাজারের পাশে,
ধানমন্ডি, ঢাকা।
—————————————————————————–
ইফতার পার্টির উপস্থিতি সম্পর্কে ধারণা পাবার জন্যে সিসিবি সদস্যদের সহযোগিতা কামনা করছি।
অনুগ্রহ করে মন্তব্যের ঘরে নিজের উপস্থিতি জানিয়ে দিলে আমাদের সুবিধা হয়।
——————————————————————————-
এখন পর্যন্ত যারা উপস্থিতি নিশ্চিত করেছেনঃ (নামের পাশে ব্যাচ নাম্বার)
১. কামরুল ভাই ‘৯৪
২. জিহাদ ‘৯৯
৩. সানাউল্লাহ ভাই ‘৭৪
৪. এহসান ভাই ‘৮৯
৫. টিটো ভাই ‘৯৪
৬. রাশেদ ‘৯৯
৭. কাইয়ুম ভাই ‘৯২
৮. মঞ্জুর ‘৯৯
৯. তুহিন ‘৯৯
১০. আমিন ভাই ‘৯৬ (পা মচকাইছে, এখনো কনফার্ম করেন নাই)
১১. জুনায়েদ ভাই ‘৯৫
১২. রেজওয়ান ‘৯৯
১৩. সামীউর ভাই ‘৯৭
১৪. রবিন ভাই ‘৯৪
১৫. নাজমুল ‘০২
১৬. তানভীর ভাই ‘৯৪
১৭. মাসুম ভাই ‘৭৯
১৮. জামাই মাস্ফ্যু ভাই ৯৭ (সঙ্গে :just: কেউ থাকলে ১০০০ টাকা চাঁদা দিতে হইবেক)
১৯. ইশতিয়াক ‘৯৯
২০. ফরহাদ ‘০২
২১. মুহাম্মদ ‘৯৯
২২. মেহেদী ভাই ‘৯৬
২৩. শাওন ভাই ‘৯৫
২৪. ফরিদ ভাই ‘৯৫
২৫. তারিক ‘০১
২৬. আহসান ‘৯৯
২৭. মাহমুদ ভাই ‘৯০ (দশ কেজি মিষ্টি)
২৮. ফাহাদ ‘০২
২৯. জাকারিয়া ‘৯৯
৩০. রায়হান আবীর ‘৯৯
৩১. সামিয়া ‘৯৯
৩২. আব্দুল্লাহ ভাই ৯৩
৩৩. ফারহান ‘০২
৩৪. হাসান ভাই ‘৯৬
৩৫. নাম না জানা এমজিসিসি (হাসান ভাই বুকিং দিছে)
৩৪. মান্না ভাই ‘৯৪
৩৫. আহমেদ ভাই ‘৯৪
৩৬. বন্য ‘৯৯
৩৭. সাদিক (কোন ব্যাচ বলে নাই)
৩৮. তাইফুর ভাই ‘৯২ (কেক আনার ভয়ে এই লুক লাপাত্তা হইয়া গেছে মনে হয়)
ক্রমাগত………………
_________________________________
ভাইসব!!!
আগামী ৪ঠা সেপ্টেম্বর, ধানমন্ডি বেঙ্গল ক্যাফেটেরিয়ায় এক বিশাল “সিসিবি” ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের স্পন্সর করবেন এহসান ভাই। তাকে ছিল্লা কাইট্যা এমন লবণ লাগানো হবে যে, নেক্সট টাইম ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পথে উনি যেন এই স্মৃতি রোমন্থন করে ভুটানে লাফ দিয়ে পড়েন।
বিশেষ ভাবে উল্লেখ্য মাসরুফ ভাইকে নিজের ইফতারী সাথে করে নিয়ে আসার দরকার নেই। আরও বিশেষ বিশেষ ভাবে উল্লেখ্য যে, মিস্টার তাইফুর (কালো র্যাব) দেশে আসার পর আমাদের আম জনতাকে মিষ্টি মুখ করান নি, তিনি যেন অবশ্যই মিস্টার বেকারের সবচেয়ে বড় কেকটা নিজ দায়িত্বে বগলদাবা করে নিয়ে আসেন।
এছাড়াও কামরুল ভাই বরাতে আমাদের নিজস্ব সংবাদদাতা বলেছেন, মাহমুদ ভাইও নাকি দেশে ফেরার পর কামরুল ভাইকে জনপ্রিয় জ্ঞান বিষয়ক লেকচার ছাড়া কিছু খাওয়ান নি। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। মাহমুদ ভাই আশা করি বুঝে ফেলেছেন জাতি আপনার কাছে কী চায়।
পরিশেষে যারা দেশের বাইরে আছেন, কিংবা দেশে আসি আসি করছেন তাদের জন্য আমাদের একগুচ্ছ সমবেদনা রইলো। তবে সিসিবি প্রিন্সিপালের বিশেষ বদানত্যায় তারা ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারবেন। 😛
এক ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দুই
সাতেও নাই, পাঁচেও নাই
হাউজ দেট???? :goragori: :goragori: :goragori:
তিন
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই......ডাওট আছে......আমি আপীল করছি কিন্তু :goragori: :goragori:
আমারে তিন ধরা হইনাই... :(( :(( :bash:
৩য় আম্পায়ারের কাছে রিভিও চাইতেছি।। ~x(
তিনে যখন জায়গা পাও নাই, নিচে নামো...... :grr: :grr: :grr:
এখনও দশ অতিক্রম করে নাই!! এখনও তুমি গোনায় নাই ;)) ;)) ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
১০ পার হয়া গেছে...... :(( :(( :(( :((
শেষমেষ অতি কষ্টে ২৮ এ জায়গা লইলাম :(( ~x(
চার 🙂
পাঁচ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ছয় 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
:(( :(( :((
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বেঙ্গল গ্যালারি আমার বাসা থিকা ২ মিনিটের হাঁটা রাস্তা। :just: ফ্রেন্ড্রেও সঙ্গে আনতে মঞ্চায় কিন্তু তার জইন্যে ১০০০ টাকা চাঁদা।বড়লোক এক্স ক্যাডেটদের কাছ থেকে আমাদের দুইজনের জন্য স্পন্সর কামনা করছি :shy: :shy: :shy:
x-( x-( x-( তোর বয়েস হয়নাই,যা ফিডার খা x-( x-( x-(
১৯ বছর হইয়া গেল আর আপনি কন বয়স হয় নাই ? 😮 😮 🙁 🙁 তাইলে কবে হইব ? 🙁 =((
তোর মাত্র ১৯ ??... ছি ছি ছি...
বেঙ্গল গ্যালারি আমার বাসা থিকা ২ মিনিটের হাঁটা রাস্তা। :just: ফ্রেন্ড্রেও সঙ্গে আনতে মঞ্চায় কিন্তু তার জইন্যে ১০০০ টাকা চাঁদা।বড়লোক এক্স ক্যাডেটদের কাছ থেকে আমাদের দুইজনের জন্য স্পন্সর কামনা করছি
ফ্রেন্ড কি পোলা না মাইয়া?? 😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
x-( আমি তোর মত পিসিসি না x-(
সাত
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনে আসলে আট।আমি সাত :grr:
হারামি জামাই, হিসাবে প্যাঁচ লাগাইস না, পাঙ্গাইয়া কালা কইরা ফালামু !
ঠিক মতো সিরিয়াল দে। নিচে নাইমা রাইট নাম্বার বল।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:(( :(( কামরুল ভাই চান্স পাইলেই আমারে পিডায় :(( :(( :(( কইলাম তো আমি সাত নাম্বার 😕 😕 কাইয়ুম্ভাই আট :grr:
বেলাডি জামাই, আবার কি লুঙ্গি দিয়া পাগড়ি বানানির খায়েশ হইছে 😡
ভালামতন সিরিয়াল ধর গিয়া
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারা মারামারি করেন।। চামে আমি প্লেস নিয়া নিলাম B-) B-)
আট 😀
নয়। 😀 😀
লাব্বায়েক। 😀
10
ভেন্যুতে টোটাল কতজনের এরেঞ্জ করা হবে এটা আগেই জানাতে হবে। তাই এখানে সত্যি সত্যি যারা আসবেন তাদের উপস্থিতির কনফার্মেশনটা শুধুমাত্র জানালে আয়োজকদের জন্য সুবিধা হবে।
এছাড়া অন্যান্য কমেন্ট উপস্থিতির নিশ্চয়তা হিসেবে হয়তো ধরা হবেনা।
সংসারে প্রবল বৈরাগ্য!
তার মানে আপনেও আয়োজকদের একজন? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
সবাইকে দয়া করে শুধু নাম্বার বলার অনুরোধ করছি, অন্য কথা বলার জন্যে ইফতার বিষয়ক আরেকটা পোস্ট তো আছেই।
এখন পর্যন্তঃ
১. কামরুল হাসান
২. জিহাদ
৩. সানাউল্লাহ ভাই
৪. এহসান ভাই
৫. টিটো
৬. রাশেদ
৭. কাইয়ুম ভাই
৮. মাহমুদ ফয়সাল
৯. মঞ্জুর
১০. তুহিন
এর পর থেকে বলেন সবাই।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাইয়া,
৮. মাহমুদ ফয়সাল
আমি মাইনাস...
আসতে পারবো না 🙁 🙁
x-( এক্কেরে কাঁচা খায়া ফালামু। আস্তেপার্বিনামানে? x-(
১৩
আমরা বেশ কয়েকজন আসবো ইনশাল্লাহ। মির্জাপুর, কিন্তু এখনো ঠিক হয়নাই কতজন। কয়জন আসবো এটা জানানোর লাস্ট টাইম কবে?? রবিন কে জানায়ে দিলে কি হবে?
ORCA-র ইফতারিতে যাবো। আসতে পারছি না বলে বড়ই দুঃখিত।
আমি আছি...
সিরিয়াল নম্বর জানি না...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আবারো আরেকটা গ্যাপ মেরে দেবার নিয়ত কইরা
আনলাকি ১৩
ব্যাটা উপরে দেখ ।
আমিও আসছি কামরুল ভাই। নম্বর ১৪।
আমি আছি
আমি ১৫
আমি নাই... :(( :(( :(( :((
আমি আছি।
১৬
আমি আছি 😀
আমি আছি আবার কি?
বার বার কৈরা বলা হইসে রাইট নাম্বার কইতে। আর খাবারের গন্ধ পাইয়া সব ভুইলা গিয়া কেমনে দাঁত কেলাইতেসেন।
এই জন্যেই বলে সব বাড়ির জামাই ই চালাক, খালি নিজের বাড়ির জামাইই ভুদাই হয় :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
x-( x-( x-( x-( বর্ষার ইংলিশ এসাইন্মেন্টের ২০ নাম্বার কিন্তু আমার হাতে-খুব খিয়াল কৈরা কৈতাছি x-(
শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়ার কাহিনী মনে পড়তাছে :dreamy:
এই পর্যন্ত,
১১. আমিন
১২. জুনায়েদ
১৩. রেজওয়ান
১৪. সামীউর
১৫. রবিন
১৬. নাজমুল
১৭. তানভীর
১৮. মাসুম ভাই
১৯. জামাই
টুম্পাদের আপডেট রবিন কিংবা টুম্পা কেউ শিওর করলে পরে যোগ করে দেয়া হবে।
সংসারে প্রবল বৈরাগ্য!
১৯ নম্বরে জামাই নামটি দেখতে পেলাম।জনাব কাইয়ুম সাহেব ব্যাপারটি নির্দিষ্ট করে জানালে সুধীসকলের জন্যে ভাল হয় বলে মনে করি কেননা ব্লগে আদি জামাই(সামি ভাই),নয়া জামাই(রায়হান) সহ প্রতিদিন নিত্যনতুন জামাইয়ের অবতারণা ঘটছে... :grr: :grr:
এইটা হইলো কোমরের লুঙ্গি দিয়া মাথায় পাগড়ি বান্ধা জামাই, এই বার দেখি সুধী সকলে চিনে কি না :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
চিনা চিনা লাগে মনে হয় ;)) ;))
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
আমার মনে হয়
১৯ এর পর বাকিদের নাম নিবন্ধিত লিস্টির আসায় বইসা আছি......
:teacup: 😐 😐
20
আমি ২০
না ভাই আমি ২১
আমি ২২
ইনশাল্লাহ ২৩...... (যদি ঢাকায় থাকতে পারি... সম্ভাবনা ৯০% ... না পারলে আগের দিন বাতিল করবো)
:(( :(( :(( :(( পারলুম না মনে হয় :(( :(( :(( :((
Life is Mad.
যাউক আইসকিরিম এইবার এক্সট্রা থাকবো।লাস্ট টাইম তো আমাগো গুডলুকিং রেড টি শার্ট ফানি আর্মি ফেলো সায়েদ ভাই একাই... :)) :)) :))
🙁 🙁 🙁 আমিও পারলুম না :(( :(( :((
ঐ
আমি ২৪ নম্বর সিরিয়াল দিচ্ছি ইনশাল্লাহ.........
আর আমার সাথে ফরিদ ও আসবে...মানে ২৫ নম্বর সিরিয়াল ও বুকড.........।।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
আমি ২৭ ... Yessssssssss Sir ........rrrrrrrrr..............
হায় হায় ২৬ দেখি খালি ... ...
২৮
:khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার দুঃখে হাসতাছেন??দাঁড়ান লাবলু ভাই,৪ তারিখ খাদ্য ভোগের মাধ্যমে আমি তাঁর জবাব দিমু 🙁 🙁
আমিও আছি। আগেই কামরুলরে কয়া দিছি আমার প্লেস বুকিং দিতে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আপনার নামের পাশে ১০ কেজি মিষ্টি লেইখা রাখছি। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও মিস্টি খাব ... ...
সানা ভাইয়ের ফ্রিজে মিষ্টি আছে। যার যার ইচ্ছে খেয়ে এসো 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
জাতি মাহমুদ ভাইয়ের ফ্রিজের মিষ্টি খাইতে চাইছে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
মাহমুদ ভাই কি একা নাকি নয়া ভাবীও থাকবে সাথে? 😉
২৯ :awesome: :tuski: :goragori: :teacup:
নাচিছ ক্যান???
:((
30 😀
31 😀
ভেটকাইতাছো ক্যান? স্যামের সিরিয়ালটা কে নিবো?? কও ৩১ আর ৩৩!!
:gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার কোনো সিরিয়াল নাই.....চান্স পাইলে চইলা আসবো...ট্রাইং হার্ট' এন্ড সোল...কোনোমতে ঢাকা পৌছাইতে পারলে জয়েন হয়া যাব...
বস্...প্লিজ সিরিয়াল দিতে বইলেন না...সিওর হইতে পারতেছিনা তাই মনটা এম্নিতেই খারাপ...
স্যামের জন্য ৩২ আর ৩৩? 😀
৩২ আব্দুল্লাহ'র দখলে................ B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, আপনাকে একটা মেইল করসি 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
উপরের সুধীজনের গননা ঠিক আছে কিনা জানিনা।সেই হিসেবে আমি মনে হয় ৩২ =)) :goragori:
আচ্ছা আমার আসাটা আনসিউর হয়া গেলো। ঠ্যাং মচকাইয়া ফেলছি। আপাতত এক্সরে করছি। ডাক্তার কি কয় শুইনা কালকে কনফার্ম করি।
আমার ঠ্যাং(এঙ্কেল) মচকাইলেও আসা সিউর আশা করি।গত মাসে হইছিল এখন অলমোষ্ট রিকভার্ড। 😀
তোমারটাও মনে হয় একই কেস।কিভাবে হইল? :-/
ভাই কিভাবে হইছে সেটা সঘুনে আর কাজ নাই।
তার চেয়ে বড় খবর হচ্ছে আমি আসতেসি কনফার্মড। 🙂 🙂
আমিন্দা,দাদা আপনার মুখে জাফরুল্লা শরাফতের ডেমো এবার না দ্বেকে ছাড়ছিনা বল্লুম :))
34...... 🙂 😀
সবার আগ্রহের কথা চিন্তা করে ৩৫ নম্বর সিরিয়াল মিলা আপুর জন্য বুকিং দিলাম... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( x-( x-( x-(
আমি আসতেছি, সাথে এমজিসিসির একজন আসতে পারে।
আপনারে কি ১০০০ টাকা চান্দা চার্জ করবে নাকি গেস্ট নিয়ে আসায়? :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সব জায়গায় :just: ফ্রেন্ড খুঁজ কেন? :chup:
:shy: আরসিসির এক্স ক্যাডেটের মাইয়া যুদি গেস্ট হিসাবে আসে তাইলেও কি চান্দা লাগবো?ডিস্কাউন্ট দেওঞ্জায়না? :shy:
ডিস-কাউন্ট দিলেতো আপনারে আর কাউন্ট করা যাইব না... :duel:
তার্মানে আপ্নে বাদ.. :goragori: :goragori:
=)) =)) =))
মানুষ তার স্বপ্নের সমান বড়
৩৬ লাব্বায়েক
৩৭
√1444 😀
এইডা কি শ্যাষ পর্যন্ত '৯৪ আর '৯৯-এর গেট-টুগেদার হইতাছে নিকি?? ক্যাডা জানি আবার কইছে দলবল লইয়া আইবো?? আমি এখন সংশয়ে আছি, বড়ই সংশয়ে............... ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😕
৯৪/৯৯ এর পোলাপাইন কি ক্যাডেট না? তারা কি গাঙের জলে ভাইসা ক্যাডেট কলেজে ঢুকসিলো? 🙁
:khekz: :khekz: :khekz:
:pira: :pira: :pira:
খোঁচা জায়গামতো লাগছে................ :goragori: :goragori: :goragori:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😛 😛
মনে হয় ৩৮ ইস আমার ইনটেক নাম্বারটা মিস করলাম
কাইয়ুম ভাই দেখি লাকি সেভেন :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যাডা কাইয়ূম ভাইডি নাকি? 😛 😛
৩৯. হাসনাইন ৯৯-০৫
(বেচারা আজকাল দৌড়ের উপরে আছে, তাই আমারে ওরটা বুকিং দিতে কইল)
এই সবই বিদেশী ষড়যন্ত্র। আমার মনটা খুবই খারাপ। 🙁
কেনু কেনু কেনু? ঝাতি ঝানতে ছায়
স্যাম, তুমি আসবে না?
ফ্লাইট কবে?
মন খারাপ? তাইলে যাইস না ইন্ডিয়া। :grr: :grr: :grr:
হ!! ইন্ডিয়া যাইস না। 🙁
আহারে... ( যেও না সাথী...ওওওও... )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz: :khekz:
মুখ সিলাই কইরা হাত কাইটা দিমু 🙁
আহারে :dreamy: :dreamy:
৪০. আমিও আছি।
আহারে.......কতদিন দুইডা ভাল-মন্দ খাই না!!!
😛 ( জিভে জল আসার একটা ইমো থাকলে ভালো হতো। যেহেতু নাই, অগত্যা এইটাই....... )
খায়া খায়া তো দুইন্নাডা উচ্ছন্নে দিলি রে কপিলা x-(
কপিলা
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
সময়টা কখন
ইফতারের আগে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =)) =))
:gulti: :khekz: :khekz:
৪১. লিজা ৯৯-০৫, এমজিসিসি
আমি আসব, ইনশাল্লাহ।
হ্যা, লিজা: তুমি যে আসছো সে খবরটা দরবারে তোমার প্রবেশের আগেই দৌবারিক জানিয়ে দিয়েছে............ 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
B-) দৌবারিক=দারোয়ান
ওরে আমি তো ফাটাফাটি বাংলা জানি রে! :awesome: :awesome:
:just: দৌবারিক
:)) :)) :))
x-( এইখানে :just: আইলো কৈথিকা? 😡
এইটা :just: মাস্ফু থিওরি :chup:
:)) :))
:chup: :chup: :duel: :duel: :gulli: :gulli: ~x( ~x( :bash: :bash: :(( :((
যা, যা, সব ইফতার তোরাই খা :(( :(( ।
আর তরা ORCA এর ইফতার পার্টিতে গিয়া রুম ঝাড়ু দিস। :chup: :chup: :chup: :chup: :chup: :chup:
আমি কি ৪২?
তাইতো মনে হইতাসে, 😛
আমাদের দলবল -
৪৩,৪৪- মাজহার,শার্লী
৪৫,৪৬- তোহা, ঊর্মি
৪৭,৪৮- জহুরুল, টুম্পা
৪৯- মোস্তফা
৫০-আরমান
৫১-জাহিদুল
ইফতারে তো শর্ট ফালায়ে দিবো মনে হইতাছে!! :grr: :grr:
৯৪- এর মোট দলবল -
১। কামরুল
২। টিটো
৩। রবিন
৪। তানভির
৫। মান্না
৬। আহমেদ
৭। মাজহার
৮। শার্লী - স্ত্রী, মাজহার
৯। তোহা
১০। ঊর্মি - স্ত্রী, তোহা
১১। জহুরুল
১২। টুম্পা - স্ত্রী, জহুরুল
১৩। মোস্তফা
১৪। আরমান
১৫। জাহিদুল
খাইছে আমারে........
মুরুব্বীরা বলেন- '৯৪ ব্যাচ পাথরায়। 😀
B-) :thumbup:
B-) :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওরে নারে এতো বিশাল গ্যাং দেখি।
ওহহ স্যরি, ব্যাচ লিখতে ভুলে গেছিলাম। সবাই মির্জাপুর, ৯৪~০০.
৮। শার্লী - স্ত্রী, মাজহার 😕
শার্লী - স্ত্রী, মাজহার-আইচ্ছা এইডা কোন শার্লী? তাইলে আমাগো ব্যারিস্টার শার্লীর কি হৈল? :-/ ~x(
এইটা শার্লী ভাবি, আর ওইটা ব্যারিষ্টার শার্লী। সে আসবে না, আমারে কইয়া দিছে।
কোনো ব্যাচের ১০ জনের বেশি হইলে মাথা পিছু জরিমানা =৫০০/- টাকা!! শুনলাম অ্যাডজুটেন্ট নাকি এই নিয়ম চালু করছে!! :goragori: :goragori: :goragori:
আর আমার প্রস্তাব হলো কোনো ব্যাচের একজন থাকলে আদায় করা জরিমানা থেকে তাকে =৫০০/- টাকা পুরস্কার দেওয়া হোক। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:chup:
:gulli2: :gulli2: :gulli2:
উপরের অসাধারণ মন্তব্যের জন্য আমি নিজের নাম বদলাইয়া "সানা ভাইয়ের FAN" হয়া গেলাম ...
সর্বান্তকরণে সহমত ...
পোলাপাইন যে হারে বউয়ের নামেও ইটা রাখতেছে ...
ভাবতেছি আমিও একটা ইটা রাখুম নাকি আমার বউয়ের জন্য ??
আমার প্রিয় পাঙ্খা ভাইয়া,
প্যারেডের পক্ষ হইতে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করিবেন। সিসিবিতে এই প্রথম একজন পাঙ্খা পাইয়া আমি যারপর নাই প্রীত বোধ করিতেছি। শুক্রবার দিন আমি একখান ইকোনো বলপেন লইয়া ইফতার পার্টিতে হাজির হইবো। ইহজনমে আমি কাহাকেও অটোগ্রাফ দেই নাই। আশা করি আপনি আমার একটি অটোগ্রাফ লইয়া আমার মানব জনম সার্থক করিতে সহায়তা করিবেন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:)) 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: ইয়ে সানা ভাই, ডরে কুনোদিন সামনা সামনি কৈনাইক্কা-আমিও কিন্তু আপ্নের ফ্যান :shy: :shy:
ভাইজান আমিও আপনার পাঙ্খা। 😛 প্লেন থেকে নেমেই আপনার স্বাক্ষর নিয়া নিমুনে। :grr:
যাউকগা এই গরমে প্রিন্সিপাল স্যারের আর এসি লাগবো না। খালি পাঙ্খাই পাঙ্খা।
অফটপিকঃ আমিও আপনার পাঙ্খা। :khekz: :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গরম আর কই দেখলি রে ছোট ভাইয়া? শীততো চলেই এলো :grr: :grr:
কানাডায় থাকুম না, এক মাসে সামার শ্যাষ। :bash: :bash:
আপু চলেন বাংলাদেশ যাই :awesome: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চল চল চল, বাংলাদেশে চল :guitar: :awesome:
ক্যান ভাই, মিলা ভাবী আপনার অটো নেয়নাই?
আমি ভাবতেছি আমার কিছু :just: ফ্রেন্ডের নামে ইটা ফেলব নাকি :grr: কয়টা :just: ফ্রেন্ড আনা যাবে? :no:
সানা ভাইয়ের FAN টা আবার কে ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি তাইফুর ভাইয়ের FAN
ইয়ে ভাইয়া মনে হয় সানা ভাইয়ের পাংখা 😕
প্রিন্সিপাল স্যারের সাথে সহমত।
আমাদের ব্যাচের প্রথম ১০জন বাদ দিয়া ১১ নাম্বার থেকে ৫০০ টাকা করে জরিমানা করা হোক।
পরবর্তীতে জরিমানার টাকা সিসিবির সর্বোচ্চ মন্তব্যকারীকে দেয়া হোক ইদের কেনাকাটা করার জন্যে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঈদের কেনাকাটা কিভাবে করবো ?? 😕 আমার প্রাইজটা প্রিন্সিপাল স্যারের জিম্মায় রাখলেই হবে। 😛
তুষার বিসিসি/০২ (৫১ )
ঐ ব্যাটা উপরে দেখ ৫১ নাম্বার কেউ আছে কিনা!!! x-(
৫৩
এই রকম সদস্যও দেখি বউ পোলাপাইন সহ বুকিং দিচ্ছে ...
অবশ্য একদিক দিয়ে ভালই ...
খেয়েদেয়ে ফিরে গিয়ে লেখার প্রতি উৎসাহিত হলে সিসিবি'রই লাভ
:)) :)) :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ব্লগ না লিখলে কি ইফতার পার্টিতে আসা যাবেনা!!! এরকম তো কোন নিয়ম দেখলাম না মি. যাত্রা ।
সর্ট করে ডাকলে আমাকে "বিবেক" বলে ডাক্তে পারেন। :grr:
"ব্লগ না লিখলে ইফতার পার্টিতে আসা যাবেনা"
আমি মোটেও তা বলি নি,
আমি বলেছি,
"খেয়েদেয়ে ফিরে গিয়ে লেখার প্রতি উৎসাহিত হলে সিসিবি’রই লাভ" ...
জনাব "বিবেক",
সিসিবির ইফতার পার্টির অংশগ্রহণকারীদের নিয়ে আপনার উদ্বেগ যথেষ্ঠ প্রশংসার দাবি রাখে। এরকম একটা লেখায় আপনার মত একজন "বিবেকবান" মানুষের মন্তব্য পাওয়া গিয়েছে তাতেই সিসিবির মর্যাদা অনেক বেড়ে গেছে। আপনিও এবারের ইফতার পার্টিতে আমন্ত্রিত, পরিবারসহ। এতে আমরা আশা করি, পরের বছরের ইফতারের আমন্ত্রণ জানানো ব্লগে আপনার আরও কিছু মূল্যবান মন্তব্য পাওয়া যাবে। আর, আপনার "বিবেক"নামের খোলস ছেড়ে বেরিয়ে এসে ব্লগে যদি কিছু লেখা দেন তাহলে তো আমরা এই পৃথিবীতেই স্বর্গসুখ লাভ করব।
ভালো থাকবেন, সুখে থাকবেন। 🙂
:thumbup: :thumbup: :thumbup:
প্রিন্সিপাল স্যারের সদয় অবগতির জন্যে একটা প্রস্তাব পেশ করতে চাই।
'সিসিবিতে মিনিমাম ১০০ কমেন্ট না থাকলে ইফতার মাহফিলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হোক।'
ইফতারের আর ২ দিন বাকি আছে।
যারা এর মধ্যে ১০০ কমেন্ট করতে পারবেন তাদের জরিমানা থেকে রেহাই দেয়া হবে, তবে শর্ত হচ্ছে প্রতিটা কমেন্ট কমপক্ষে ৫ লাইনের হইতে হবে আর এক কমেন্ট দুইবার করা যাবে না। এক পোস্টে ২টার বেশি কমেন্ট করা যাবে না।
স্যার কী বলেন?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
স্যারের কাছে পেশ করার আগে প্রবল সহমত এটাচড করে দিলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
তীব্র সহমত :boss:
নথি পেয়েছি। বৃহস্পতিবার ক্যাডেটদের স্পেশাল ডিনার এবং ফিল্ম শো আছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি। সিনিয়র স্টাফ কাইয়ুমের সহমতসহ জুনিয়র স্টাফ কামরুল, নথিটি আগামী রবিবার শিক্ষকমন্ডলীর নিয়মিত বৈঠকে উপস্থাপন করুন। -স্বা. অধ্যক্ষ
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:salute: :salute: আই আই স্যার :salute:
আর অনেক অনেক থ্যাংক্স লাবলু ভাই 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
স্যার ব্যাডা স্যার.......... সোজা হও! গুটনা ব্যাকা ক্যান? সিনা একহাত সামনে আসবে! এইতো ঠিক আছে। আরামে দাড়া............. B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়েস স্যার :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
"সিনা একহাত সামনে আসবে!"
😕 :-/
পেট ডাবানো , বুক ফুলানো
গর্দান কলারের সাথে টাচ :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লক্ষ দৃষ্টি সামনে :grr:
হাতের বৃদ্ধা আঙ্গুল প্যান্টের সেলাইয়ের সাথে :grr:
সামনের জনের মাথার উপর দিয়ে তাকান
;)) ;))
আমিও 😀
আইহায় কি কয়??! 😕 এইমাত্র চেক করলাম আমার মন্তব্য ৫৪ টা। আমার বাংলা টাইপের যা অসাধারণ(!!) স্পিড, তাতে এখন থেকে কাল সন্ধ্যা ক্যান, আরো ৩দিন টানা লিখলেও ১০০ হইবো না!! 🙁
আব মেরা ক্যয়া হোগা.. :((
কোন সমসয়া নাই আপনার পাসওয়ার্ড দিয়া দেন। সবাই একটা কইরা আপনার একাউন্ট থেকে কমেন্ট মারলেই হইলো!! সাবধান প্রিন্সিপাল স্যার আর এডু মডুরা যাতে না জানে !!!!
😮
টাইপো
সমসয়া = সমস্যা
:)) ভালো বলছো আমিন।
ভালো ছেলেরা সবসময় ভালো ই বলে !!!!
:goragori: :goragori: :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, তুমি তো গন্ডারকেও হার মানাইয়াছো। তিনদিন লাগিলো ইহা আবিস্কার করিতে??
:-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জ্বীনা প্রিন্সিপাল স্যার। তিনদিন আগেই আবিষ্কার করসিলাম। হেসে টেসে তারপর ভুলে গেসিলাম।
আজকে ঘুর্তে এসে আবার দেখলুম। তাই আবার হাসলুম ;)) ;))
সাতেও নাই, পাঁচেও নাই
হেসে টেসে
হেসে আবার টেসে হয় কেমনে জিহাদ মিয়া?
হেসে আবার টেসে হয় কেমনে জিহাদ মিয়া
:)) :))
হেসে আবার টেসে হয় কেমনে জিহাদ মিয়া
:goragori: :khekz:
নকল করা বেড়ে যাচ্ছে ইদানিং, সব কয়টারে লঙ্গাপের উপর রাখবো কিনা বুঝতেসিনা। x-(
প্লিজ ভইন, লঙ্গাপের উপরে না রাইখা লঙ্গাপের নীচে রাখলে ব্যাপক উপকার হয় :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
তা ভাইডি আপনে আইসা দেখাইয়া দেন কেমনে রাখতে হয়? :grr:
আইচ্ছা তালিকাডা ৩৮ এ আটকাই আছে ক্যান? কেউ একজন আপডেট কৈরা দ্যান পিলিজ।
নয়া জামাইরে কও। হে তো মনে হয় বিরহে কাতর!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 😮 😮 প্রিন্সু স্যার আপনেও ওরে নইয়া জামাই ডাকেন?
নয়া জামাইরে নয়া না কইয়া কি পুরান কইবো? 😛
অনেক গোপন খবর আছে আমার কাছে!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😕 😕 😕 ভাইয়া দুই চাইরটা বলে ফেলেন। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাহফিলে আসুক আগে নয়া জামাই.............. :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিতো ভাইজান আসতে পারছিনা, তাই যদি একটু কানে কানে বলে দিতেন আমারে :grr:
ঐ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ, আমিও আইতে পারতাছি না দোকান বন্ধ কইরা, বুঝেনই তো ভাইয়া রানিং বিজনেস, আপনি আপুর কানে বইলা দেন, আমি শুইনা নেই :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গোপন কথা এইভাবে প্রকাশ্যে বলা কি ঠিক?? 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইতো কইসি, ভাইজান কানে কানে বলেন :-B
:khekz: :khekz:
আমারেও কইয়েন ভাবীছাব!!!!!
ধীরে বৎস্য ধীরে :grr: :grr:
আমিও লাইনে খাড়াইলাম। 😀
কি ব্যাপার আমার নামে এখনো পা মচকাইছে লেখা ক্যান?
আমার পা ভালো হয়া গেছে কনফার্মও তো করছি।
৫৪। নাঈম (৯৪-০০)
রবিন্সমাইল ... 😉
কমেন্ট সংখ্যা ১০০'র কম হইলে কিন্তু যার নামে বুকিং এবং যে বুকিং ... :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
যে বুকিং এর কনো কথা ছিলো না x-(
কথা ছিল না ...
কথা হইতে কতক্ষণ ??
কি বলেন কাইয়ুম ভাই ?? :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি বলেন কাইয়ুম ভাই ?? :grr: :grr: :grr:
কি বলেন কাইয়ুম ভাই ?? :grr: :grr:
অফটপিকঃ তাইফুর ভাইয়া কই থিকা আসেন এতদিন পর পর? :-B
যা ভাচছিলাম...।
কেন জানি মনে হইতাছিল, কিছু একটা মিস করতাছি... এখন তো দেখি ঘটনা আসলেই তাই...।
কিন্তু এখন তো আমি মহা সমস্যায় পিড়া গেলাম... ৪ তারিখ ক্যাডেট কলেজ ক্লাবে বিসিসি'র ইফতার পার্টি (যতদূর জানি পিসিসি'র ইফতার পার্টিও ঐ একই দিনে একই ভেন্যুতে)... এই রকম একটা দিনে সিসিবি'র ইফতার পার্টি ঘটনা টা কেমন জানি হয়ে যায়না?
ভাইয়েরা, পিলিজ, কিছু একটা করেন। একদিনে এত কিছু রাইখেননা...। সিসিবিতে যাইতে মন চায়...কিন্তু ঐদিকে আবার বিসিসি'র ইফতার পার্টি কবুল কইরা ফালাইছি...। আমি এখন কি করি????? চিক্কুইর দিয়া কান্না আইতাছে... :((
ভাই, যারা এইটা অর্গানাইজ করতাছেন, পিলিজ, ভাইব্বা দেখিন শুক্কুর বারের বদলে শনিবার করন যায় কিনা...। আমি বড়-ই পিরিত হইব তাহইলে...। আর যদি একান্তই তা না হয়, তাইলে আড্ডাখানা কতক্ষন রাখা যাইবে তাহা একটু জানাইয়েন..., খাওয়া না হউক, অন্ততঃ আপনাদের সবাইকে দেখিয়া পরানটারে একটু শান্ত করিয়া আবার সিলেট ফেরত চলিয়া আসিব...।
ধ্যাত্তুরি...দুইন্নইডা এমুন ক্যান????????? :(( :(( :((
আররে আহসান ভাইয়া যে? :goragori:
আসসালামুয়ালাইকুম ভাইয়া? 😀
আহসান ভাই বিসিসির ইফতার পার্টি তো ১১ তারিখ,জিয়া ভাই তো মাইল এ তাই জানাইল 😕
আরেকটু খোঁজ খবর নেন আমার মনে হয় আপনে কোন্টাই মিস্ করবেন না 🙁
আইসা পড়েন আহসান ভাই। আপ্নেরে দেখতে মঞ্চায় 😀
অনেক দিন পর আহসান ভাইরে এক্কেরে সঠিক সময়ে পাইলাম!!!
আহেন ভাই আহেন...আপ্নারে দেখতে মন্ডা বড়ই আঞ্চান করে। :salute:
একবার দেখা দিয়া যান।
শনিবার(৫ সেঃ) রাওয়া ক্লাবে ওফা ইফতার পার্টি।তাই আহসান ভাইয়ের ব্যাঞ্চাই। :thumbdown:
প্রিন্সিপাল স্যার সহ যেসকল ফৌজি ভাই(থুক্কু ফৌজিয়ান) আছেন ৫.৩০ এ চলে আসবেন।বাদ আসর কিছু প্যাচাল তারপর ইফতার।
সাব্বির(৯৯-০৫,সিলেট) (৫৩)
ও আমারে বুকিং দিতে কইছে।
কুনু ব্যাপার না আহসান। কেউ কেউ ওইখান থেকেই আসবে। সাড়ে আটটা নাগাদ চইলা আসো। আরো আধা ঘন্টা আড্ডা দিতে পারবা।
অপেক্ষায় আছি- প্রিন্সিপাল
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
অ।ট। :frontroll: :frontroll: :frontroll:
=))
আমি আসতেসি না :(( :(( :(( :(( :(( :(( :((
আমি মিস করব সবাইকে 🙁 🙁 🙁 🙁
:(( :(( :(( :(( :(( :(( :(( :((
Life is Mad.
ভাইয়া, কাইঁন্দেন না, আরো অনেকে আছে, আপনের মত :(( :(( :(( :(( :(( :((
সায়েদ ভাই, টুশকি পড়তে মঞ্চায় 🙁
আর দশদিন পরে টুশকির এক বছর পূর্তি, এই উপলক্ষে একটা ছাইড়া ফালান্তো
অরকা'র ইফতার হবে নিকুঞ্জস্থ অফিসে...
সিসিবি'র ইফতার হবে ধানমন্ডিতে,
আমার বাসা মালিবাগে...
আমি কীভাবে দুইটা ইফতারেই এ্যাটেন্ড করুম? :(( :(( :(( হ্যারি পটারের হামায়োনি যদি আমারে ওর ঘড়িটা দিত, তাইলে পারতাম,
কিন্তু এইরকম একটা জিলিপির প্যাঁচ, না থুক্কু সুতার প্যাঁচ লাগার জইন্য আমি নিজেরে শুদ্দা সিসিবি আর অরকা রে ব্যাঞ্চাই :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown:
আিম আিছ ৫৬
সবার কয়টা নাগাদ আসার প্ল্যান। গতকাল কয়েকজনের সাথে কথা বলার মনে হলো ৬ নাগাদ আমরা আসার চেষ্টা করবো। এরপর ইফতারের পর আড্ডা চলবে। আশা করি কেউ শুধু ইফতার খেতেই আসবে না।
আচ্ছা আন্দালিবের কোনো খবর কি আছে? আমার খুব ইচ্ছা ছিলো আরো অনেকের মতই এই Abstract (এন্টেনা) লেখকের সাথে পরিচিত হবার।
আমার সাথে কথা হইসে। আন্দালিব ভাই জিআরই প্রিপারেশন নিয়ে বিজি। অক্টোবরে দিচ্ছে।
আর আজকে উনার ভার্সিটিতে ওরিয়েন্টেশন + ইফতার পার্টি। পুরা নাকি দৌড়ের ওপর।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি আসতেসি। আমার সাথে আমার বুয়েটের রুমমেট রাজী (৯৯-০৫) আসবো।
আমি ত সিরিয়াল হারাইয়া ফেল্লাম ।আমি মনে হয় ৫৭ ।