রে পুলা তুই ** অহনকার ছেরিগুনা

রে পুলা তুই
(কুমিল্লার আঞ্চলিক ভাষায়)

এই পুলা তর বাড়ি কনো থাহস কোনহানে,
হাইঞ্জা বেলা একলা একলা যাস কোন পানে?
তর কি কুনু ডর লাগে না এই জঙ্গল পতে,
কত মানু মরছে জানস এই না নদীর তটে।
তর বাহে কি মারছে তরে মায় কি দিছে বহা?
তারা তো তর ভালা-ই চায় যায় না কি রে সয়া।

বিস্তারিত»

তুমি চাইলেই

তুমি চাইলেই,

হাসিনা-খালেদা এসে বসে যাবে-
পলাশীতে ওই,
মনিরের দোকানে।

“শাকিব খান মন্ত্রী হবে”
এমন গুজব শোনা যাবে-
কানে-কানে।

 

তুমি চাইলেই,

সজীব ওয়াজেদ-তারেক জিয়া
এরশাদের জন্য, মাঠে নেমে-
চাইবে ভোট।

১৮-১৪, মিলে যাবে সব;
গঠিত হবে-
৩৩ দলীয় জোট।

 

তুমি চাইলেই,

বিস্তারিত»

ষড়ঋতুর ছড়া !!!!!

এক বন্ধুর আভিযোগ প্রেম ছাড়া কবিতা লিখতে পারিস না! 😉 টপিক খোঁজলাম :dreamy: -ষড়ঋতু!কবিতা লিখতে চেয়েছিলাম, শেষে বাচ্চাদের ছড়া হয়ে গেছে! ব্লগে দেবার যোগ্য কিনা সন্দিহান! তবে মনে হয় পাঠ্যপুস্তকে স্থান পেতে পারে!

বিস্তারিত»