ষড়ঋতুর ছড়া !!!!!

এক বন্ধুর আভিযোগ প্রেম ছাড়া কবিতা লিখতে পারিস না! 😉 টপিক খোঁজলাম :dreamy: -ষড়ঋতু!কবিতা লিখতে চেয়েছিলাম, শেষে বাচ্চাদের ছড়া হয়ে গেছে! ব্লগে দেবার যোগ্য কিনা সন্দিহান! তবে মনে হয় পাঠ্যপুস্তকে স্থান পেতে পারে!

বৈশাখে দিন বহ্নিজ্বালা
প্রকৃতিটা রুক্ষ,
জৈষ্ঠ্য মাসে ফলের রসে
প্রান ফিরে পায় সুক্ষ্ম!

আষাঢ় আসে বৃষ্টি নিয়ে
আকাশ ঝরা কান্না,
শ্রাবণ আকাশ মেঘে ঢাকা,
মুখ দেখাতে চান না!

ভাদ্র মাসের বাতাস ভারী
পাকা তালের গন্ধে,
আশ্বিণ আসে নীল আকাশে
সাদা মেঘের ছন্দে!

কার্তিকে মাঠ ফসল ভরা
সোনার মতন ধান,
নতুন ধানের মজার পিঠায়
নবান্নের অঘ্রাণ!

পাতা ঝরার হিড়িক পড়ে
কুয়াশায় মোড়া পৌষে,
মাঘের বাতাস ম ম করে
মিষ্টি খেজুর রসে!

ফাল্গুনের সাজ নতুন পাতায়
নানা ফুলের বৈচিত্র্যে
রোদের দিনে আমের মুকুল
কোকিল ডাকা চৈত্রে!

১৯ টি মন্তব্য : “ষড়ঋতুর ছড়া !!!!!”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভালোই হইছে :clap: :clap: :clap:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    শুধু ভাল ছিল না, খুব সুন্দর ছিল। প্রেমের কবিতার চেয়ে বাচ্চাদের উপযোগী ছড়া লেখা আমার কাছে বেশি কঠিন মনে হয়। আর বুঝি এই জন্যই দেশে ভালো শিশু-সাহিত্যিক হাতে গোনা, আর রোমান্টিক কবির ছড়াছড়ি কাকের মতোই। সুকুমার রায়কে আমার অনেক বিদগ্ধ কবির চেয়েও বড় মনে হয়, কারন বড় হয়ে শিশুদের মানসিকতায় কবিতা লেখা প্রেমের কবিতার চেয়েও কঠিন।

    তোমার ছড়াটা খুব সুন্দর।

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    ফাটায় লিখছ কিন্তু।

    অনায়াসে বড় ছড়াকারের নামে ক্লাস টু বা থ্রীর পাঠ্য বইয়ে ডুকিয়ে দেয়া যাবে, কেউ বুঝতেই পারবেনা পিচ্চি পোলায় লিখছে।

    অসাধারন।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।