তুমি চাইলেই

তুমি চাইলেই,

হাসিনা-খালেদা এসে বসে যাবে-
পলাশীতে ওই,
মনিরের দোকানে।

“শাকিব খান মন্ত্রী হবে”
এমন গুজব শোনা যাবে-
কানে-কানে।

 

তুমি চাইলেই,

সজীব ওয়াজেদ-তারেক জিয়া
এরশাদের জন্য, মাঠে নেমে-
চাইবে ভোট।

১৮-১৪, মিলে যাবে সব;
গঠিত হবে-
৩৩ দলীয় জোট।

 

তুমি চাইলেই,

ভোটের জন্য পুড়বে না আর
স্কুল,কলেজ-
বিদ্যালয়।

দিন গুলো সব হবে না আর
পেট্রোল বোমা-
ককটেলময়।

 

তুমি চাইলেই,

ফকির হব না আমরা;
টাকা খাওয়া আর
দুর্নীতি হেতু।

নিজেদের টাকায় হবে এবার-
এক, দুই, তিন… একশো-
পদ্মা সেতু।

 

তুমি চাইলেই,

রাজাকারের ফাঁসি হয়ে যাবে
জাগরণ মঞ্চে, উল্লাস-
খুশির জোয়ার।

নিভে যাবে আগুন;
হরিদাসীদের সিঁদুর মুছবে-
না আর।

 

তুমি চাইলেই,

বিচার বসবে;
মিথ্যা হারবে, সত্যের হবে-
একদিন জিত।

কান্না মুছবে, হাসবে আবার
সাগর-রুনি
বিশ্বজিৎ।

 

২,১৭৮ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “তুমি চাইলেই”

  1. টিটো মোস্তাফিজ

    তুমি চাইলে

    তুমি চাইলে
    সাহারার বুকে ফুটবে ফুল
    উষর মরু হবে সজীব
    বইবে ফল্গু ধারা
    ফারহা।

    তুমি চাইলে
    হাজির হবে
    হীরা রুবি নীলা
    সব ক্রিস্টাল ।
    ক্রাশ খেয়ে প্রকৌশলী
    আজ কি(চ্ঞি)তটাল !


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    পড়ে বেশ ভাল লাগল। আমিও একটু চেষ্টা চালাই,

    তুমি চাইলে
    অংক হয়ে যাবে পদ্য
    আর পদ্যরা ঘুমাবে ল্যাবের টেস্টটিউবে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।