তুমি চাইলেই,
হাসিনা-খালেদা এসে বসে যাবে-
পলাশীতে ওই,
মনিরের দোকানে।
“শাকিব খান মন্ত্রী হবে”
এমন গুজব শোনা যাবে-
কানে-কানে।
তুমি চাইলেই,
সজীব ওয়াজেদ-তারেক জিয়া
এরশাদের জন্য, মাঠে নেমে-
চাইবে ভোট।
১৮-১৪, মিলে যাবে সব;
গঠিত হবে-
৩৩ দলীয় জোট।
তুমি চাইলেই,
ভোটের জন্য পুড়বে না আর
স্কুল,কলেজ-
বিদ্যালয়।
দিন গুলো সব হবে না আর
পেট্রোল বোমা-
ককটেলময়।
তুমি চাইলেই,
ফকির হব না আমরা;
টাকা খাওয়া আর
দুর্নীতি হেতু।
নিজেদের টাকায় হবে এবার-
এক, দুই, তিন… একশো-
পদ্মা সেতু।
তুমি চাইলেই,
রাজাকারের ফাঁসি হয়ে যাবে
জাগরণ মঞ্চে, উল্লাস-
খুশির জোয়ার।
নিভে যাবে আগুন;
হরিদাসীদের সিঁদুর মুছবে-
না আর।
তুমি চাইলেই,
বিচার বসবে;
মিথ্যা হারবে, সত্যের হবে-
একদিন জিত।
কান্না মুছবে, হাসবে আবার
সাগর-রুনি
বিশ্বজিৎ।
:))
আমাকে আমার মত থাকতে দাও...
😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
অনেক দিন পরে দেখলাম তোরে। কই ডুব দিছিলি? (সম্পাদিত)
বাড়িত গেছিলাম রে, ওখানে কোন নেট নাই তো তাই ডুব মারছিলাম।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সৌন্দর্য হইছে ভাই!
খেয়া (২০০৬-২০১১)
😀
:teacup: খাও
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সেই "তুমি" এর অপেক্ষাতেই তো আছি।
আসলেই রে ভাই।
আমিও সেই "তুমি" এর অপেক্ষাতেই আছি।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ভাল হইসে :clap:
সাতেও নাই, পাঁচেও নাই
ধইন্নবাদ ভাই
:teacup: খান।
আরও কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন না ভাই, পিলিজ। সবাইরে চা দিলে খুশি হয় না।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
তুমি চাইলে
তুমি চাইলে
সাহারার বুকে ফুটবে ফুল
উষর মরু হবে সজীব
বইবে ফল্গু ধারা
ফারহা।
তুমি চাইলে
হাজির হবে
হীরা রুবি নীলা
সব ক্রিস্টাল ।
ক্রাশ খেয়ে প্রকৌশলী
আজ কি(চ্ঞি)তটাল !
পুরাদস্তুর বাঙ্গাল
মাফ চাই ভাই। আপনে দেখি পাবলিক প্লেসে আমার মান সম্মান সব ধূলায় মিশায়া দিবেন। 😛
এরপর একটু রেখে ঢেকে কথা বইলেন।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
😛 :shy:
পুরাদস্তুর বাঙ্গাল
পড়ে বেশ ভাল লাগল। আমিও একটু চেষ্টা চালাই,
তুমি চাইলে
অংক হয়ে যাবে পদ্য
আর পদ্যরা ঘুমাবে ল্যাবের টেস্টটিউবে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😀
আপা তো মারাত্মক চিন্তা করে ফেলছেন!!
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ভাল হয়েছে। - খালেক
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:teacup: খান
:party:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
@মোকাব্বির
পুরাদস্তুর বাঙ্গাল
দূর্দান্ত :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 ধন্যবাদ ভাই।
:teacup: খান।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
লেখাটা মিস করে গেছিলাম।
দুর্দান্ত লাগলো।
কথা হচ্ছে সেই 'তুমি' কি সাহস পাবে সহস করে এসব চাইতে?
ধন্যবাদ ভাই।
সাহস পাবে কিনা জানি না; তবে এরকম একজনকেই এখন দরকার আমাদের।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!