রে পুলা তুই ** অহনকার ছেরিগুনা

রে পুলা তুই
(কুমিল্লার আঞ্চলিক ভাষায়)

এই পুলা তর বাড়ি কনো থাহস কোনহানে,
হাইঞ্জা বেলা একলা একলা যাস কোন পানে?
তর কি কুনু ডর লাগে না এই জঙ্গল পতে,
কত মানু মরছে জানস এই না নদীর তটে।
তর বাহে কি মারছে তরে মায় কি দিছে বহা?
তারা তো তর ভালা-ই চায় যায় না কি রে সয়া।
বাপ মারে তুই বুল বুইজ্যা পলাইয়া যাইস না,
রে পুলা তুই রাগ মুইচ্ছা বাড়িত ফিরা যা।

অহনকার ছেরিগুনা
(টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায়)

অহনকার ছেরিগুনা বেচরিতা বিরাট
আউগাও কইরা আংগায়ালায় এহেবারে বাজার গাট।
উজানে একটা চুল বান্দা দেয় আগলা কইরা মাতা,
গতরে কিবা পাতলা কামিচ ঠ্যাংগো উচা জুতা।
আমি তুংগোরে কই বুরকা একটা গতর দিলে বালাই অইত,
ব্যাডাইনগুনা আম্মা ডাইক্যা ইজ্জত কইরা চইলত।
য্যাবা মুনদরে হ্যাবা কইরা বুইন দুনিয়াত চলুন যায় না,
খোদারে মানলে খোদায় হ্যাগোরে বিরাট বিপদ দেয় না।

৯৬৯ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “রে পুলা তুই ** অহনকার ছেরিগুনা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।