আমার একটা রেগুলার শিডিউল হল ইউনিভার্সিটি থেকে বাবার অফিসে যাই। সেখান থেকে একসাথে লাঞ্চে যাই; লাঞ্চ করে আবার ২য় শিফট-এর ক্লাস ধরি (যদি থাকে কোনটা)।
সেদিন আমি আর বাবা যথারীতি লাঞ্চ এর জন্য বেরুচ্চি। আব্বু গাড়ি ব্যাক করে বের হল, আমি ঢুকলাম। আমাদের একটা ডার্ক ব্লু কালারের TOYOTA STARLET SOLEIL L গাড়ী। যাই হোক, যেতে লাগলাম লাঞ্চে। হঠাৎ শুনি একটা আনিউজুয়াল শব্দ। প্রথমে পাত্তা দেইনি।
বিস্তারিত»