আমার সিসিবিতে আগমন এবং আগামী দিনগুলির ভাবনা

আমি প্রথম সিসিবির সন্ধান পাই বরিশাল ক্যাডেট কলেজের ক্যাপ্টেন সিরাজের কাছে প্রায় ২/৩ মাস আগে। ও তখনো জানতো না আমি এক্স ক্যাডেট কি না। ও আমাকে এটা ওটা শেখানোর সময় হঠাত বললো,” ক্যাডেট কলেজের জন্য একটা ব্লগ সাইট আছে- সিসিবি” ওইদিন একজনের ব্লগও আমাকে দেখাল। ওটা ছিল কৌতুক টাইপের,” তোমাদের ম্যাডাম খুব ভাল ফাক ( পাক বা রান্না) করে” এরকম কিছু একটা। আমি আবার কৌতুক বা রম্য রচনার ভীষন ভক্ত।

বিস্তারিত»