এসএসবিঃ সূচনা পর্ব

১।
নিজের অফিসে আপন মনে চেয়ারে দোল খাচ্ছিল কায়সার। পুরো নাম মেজর কায়সার চৌধুরি। এসএসবির এক নম্বর এজেন্ট। গত কয়েক বছরের অমানবিক খাটা-খাটুনির পর আপাতত সে রিলাক্স টাইম পার করছে। এসএসবি মাঠে নামার পর বেইমানদের রীতিমত মূর্তিমান আতংকে পরিনত হয়েছিল সে। দেশের আন্ডারওয়ার্ল্ডে ওর নাম দেয়া হয়েছে ‘বাজ পাখি’। কারন, বাজের মতনই ও শত্রুদের উপর ছোঁ মেরে ঝাঁপিয়ে পড়ত। প্রয়োজনে কতটা নিষ্ঠুর হতে পারে তা ওরা হাড়ে হাড়ে টের পেয়েছে।

বিস্তারিত»