চিরহরিৎ শান্তিরক্ষীরা !
ওরাই তো চির হরিৎ শান্তিরক্ষী;
নীল হেলমেট পড়ে শপথ নিয়েছে বিশ্ব শান্তি রক্ষায়।
তারা প্রতিজ্ঞা নিয়েছে-
শান্তি কায়েম, শান্তি রক্ষা আর শান্তি জোরদার করার।
এ যেন মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে অনবদ্য এক পদ্য লেখা;
যে পদ্যে প্রতিষ্ঠা পাবে বিশ্বশান্তি, বন্ধুত্ব আর উন্নতি।