আকাশে তার পড়ে যাবার ভয় –
প্রকাশ্যে একথা মানবে
এমন বেকুব কিছুতে সে নয়
বৃত্তের ভেতরে
বাইরে
বাইরের, ভেতরের
সমূহ বৃত্তে
হাঁপিয়ে ওঠা সে
বৃত্তবন্দী কাক
অগত্যা
আকাশে
চড়ে দেখে,
রয়েছে
আকাশেরো
বৃত্তাকারে
নাচবার
দু্র্বিপাক?
___________________________________________________________
রুম্মানের এই ছবিটি নিয়ে কিছু বলা সবথেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার।