আমার পছন্দের মেয়েরা…

আমাদের চারপাশে পুতুপুতু মেয়েদের দেখতে দেখতে আমি ক্লান্ত। শুধু মেয়েদেরই বা আলাদা দোষ দেই কিভাবে, আমরাও কি কম যাই? হুজুরদের কথা বাদ দিলাম, তারা তো মেয়েদের মানুষ বলেই স্বীকার করেনা (কিভাবে করবে, তার জন্য আগে নিজেকে মানুষ হতে হবে তো! যারা জেগে ঘুমায় তাদের জাগানো শক্ত।) আমার আপত্তি আমরা যারা নিজেদের এর বাইরে বলে ভাবি/দাবি করি তাদের নিয়ে। তাদেরো যখন হুজুরদের মত একই রকম আচরণ করতে দেখি তখন অনেক বিরক্তি আসে,

বিস্তারিত»