ব্লগ জিনিসটা বলা যায় এখনকার সময়ের ইন্টারনেটে বেশ জনপ্রিয় একটা সময় কাটানোর স্থান। বিশেষ করে মোটামুটি রেগুলার যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের কাছে ব্লগ খুব বেশি অপরিচিত থাকার কথা নয়। একটা দল যারা নিজে না লিখলেও ব্লগে ব্লগে ঘুরে বেড়ান, লেখা পড়েন (আমি নিজেই অনেকদিন তাদের দলেই ছিলাম) 😉 আর আরেক দল, যারা ব্লগ লিখেন, নিজের মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলেন নিজের ভেতরকার সুপ্ত অনুভূতিগুলোকে।
বিস্তারিত»