পিছুটান

পিছুটান
মুহাম্মদ ওবায়েদুল্লাহ

মনটা বড় উদাস পড়ে রয়
তোমার ঘরের বারান্দায়, সাত সকালে
একটি শালিক দাঁড়িয়ে জানালায়
থমকে হঠাৎ আমার ভাবনায়।
পশলা ঝরা শীতল পরশ
টিনের চালে রিমি ঝিমি, ভর দুপুরে
একটি কাক ভিজছে জানালায়
অবাক হঠাৎ সিক্ত বরষায়।

মনটা বড় উদাস পড়ে রয়
তোমার ঘরের বারান্দায় , ভরা সাঁঝে
একটি পেঁচা বসে জানালায়
হুতুম মুখে কাতর বেদনায়।

বিস্তারিত»