পিছুটান

পিছুটান
মুহাম্মদ ওবায়েদুল্লাহ

মনটা বড় উদাস পড়ে রয়
তোমার ঘরের বারান্দায়, সাত সকালে
একটি শালিক দাঁড়িয়ে জানালায়
থমকে হঠাৎ আমার ভাবনায়।
পশলা ঝরা শীতল পরশ
টিনের চালে রিমি ঝিমি, ভর দুপুরে
একটি কাক ভিজছে জানালায়
অবাক হঠাৎ সিক্ত বরষায়।

মনটা বড় উদাস পড়ে রয়
তোমার ঘরের বারান্দায় , ভরা সাঁঝে
একটি পেঁচা বসে জানালায়
হুতুম মুখে কাতর বেদনায়।
জোছনা হাসে ঘরের পাশে
উঠোন জুড়ে নড়ে চড়ে, রাত দুপুরে
শতেক চড়ুই ঘুমিয়ে বারান্দায়
অবাক হঠাৎ মনটা পুড়ে ছাই।

২৬/০৯/২০১৫

৭ টি মন্তব্য : “পিছুটান”

  1. ওবায়েদুল্লাহ (৬৮-৭৪)

    আমারো ঠিক তাই মনে হয়। কিছুদুর আরো কিছু পথ হাঁটা যেত, কিন্তু একই ভাবের পুনরাবৃত্তি যেন না হয় তাই হয়তো থেমে গেছি।
    না হয় ছোট গল্পের মতই থাক।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

    জবাব দিন
  2. ওবায়েদুল্লাহ (৬৮-৭৪)

    স্তব্ধতার ভাষার ঢেউ জানি অন্যরকম। যারে দেখি নাই , তার সাথে কথা- একটু কি সময়ের দরকার নেই? ক্ষমা প্রাথীর্ মনে যদি কষ্ট দিয়ে থাকি- আপনার ভালবাসায়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।