কোক স্টুডিও উপমহাদেশ ও বাংলাদেশ – সঙ্গীত নিয়ে কিছু কথা, কিছু সম্ভাবনা (ভাবনা)

গানের নাম লেখা দেখাচ্ছে ঝুমুর। বর্ণনায় লেখা অসমীয় চা-বাগানের শ্রমিকদের স্থানীয় গান।

কে তোকে বানধি দেলাই হিলকি দিলকি খোঁপা হায়রে?
কে তোকে নজরি লাগায়?
কে তোকে নজরি লাগায় হে বৃন্দাবন?
হো হায়রে গো সখি
কে তোকে নজরি লাগায় হে বৃন্দাবন?

অসমীয়রা (আসাম রাজ্য) যে ভাষায় কথা বলে সেটাকে সম্ভবত আদি বাঙলা বলে। অন্তত অসমীয় উইকিপিডিয়া তাই বলছে।

বিস্তারিত»