সবকিছুরই একটা গন্ধ আছে_
মানুষের সৃষ্টি গন্ধ;
নাকে আমার লাগছে বড়,
পোড়া লাশের গন্ধ।
সবাই একে-অপরকে দোষ দিয়েছে_
করেছে কেউ চোখ বন্ধ;
সবচেয়ে আমার লাগে বাজে,
নোংরা রাজনীতিরই পঁচা গন্ধ।
মরছে মানুষ, জ্বলছে মানুষ_
শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ;
দিন-দুপুরের অপরাধী মানুষ,
ভাবছে সবাই অন্ধ।
বিস্তারিত»