অতঃপর ব্লগর ব্লগর – 8

একুশ নিয়ে অনেকেই অনেক সুন্দর করে লেখা দিয়েছে।
কবিতা, স্মৃতি, ভাবনা, প্রবন্ধ কিংবা প্রামাণ্য অনুষ্ঠান নিয়ে সব গুলা লেখাই পড়লাম।
লেখা গুলো পড়ে এই দিনটির জন্য কিছু লিখতে প্রয়াসী হলাম।
তেমন করে গুছিয়ে লেখা হয়ে উঠবেনা বলেই এই একুশে ব্লগর ব্লগর। তবে এর শব্দের অলি গলিতে অব্যক্ত হয়ে থেকে যায় ভুলতে না পারা কষ্টের কথামালা।
ক্যাডেট কলেজ থেকে বেরুবার পর প্রভাতফেরীতে যাওয়া হয়নি।

বিস্তারিত»