ক্লাস সেভেনের সেকেন্ড টার্মে। তখন আমরা সকাল-বিকাল ড্রিল করি। অথরিটির দয়া যেদিন উপচে পড়ার পর্যায়ে চলে যায় সেদিন বিকেলে গেমস করি। এমন এক উপচে পড়া দয়ার বিকেলে গেমসের সময়ে অ্যাথলেটিক্স গ্রাউন্ডের কোনার আম গাছ থেকে তিনজন ক্লাস সেভেন আম পাড়ছিল। এ পাড় থেকে গ্রাউন্ড সুপার তাদের নাম জানতে চাইলে ক্লাস সেভেনের আমরাও নাম বলে দিলাম জসীম, কাশেম এবং রুবেল। বিজয়ীর হাসি মুখে নিয়ে নাম লিখে নিয়েছিলেন গ্রাউন্ড সুপার,
বিস্তারিত»