চট্টগ্রাম আর্টস্ কমপ্লেক্স: শুধু স্বপ্ন নয়

[স্বপ্ন সবাই কমবেশি দেখেন। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখে থেমে যান না, তারা এ নিয়ে কথা বলেন, এগিয়ে যান এবং স্বপ্নকে বাস্তবে নিয়ে আসেন। আলম খোরশেদ ভাই তেমন একজন মানুষ। ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমাদের সিনিয়র ভাই। প্রকৌশলে উচ্চশিক্ষা নিলেও তার মনপ্রাণ জুড়ে আছে শিল্প-সাহিত্য চর্চা। দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে তিনি চট্টগ্রামে গড়ে তুলেছেন সংস্কৃতি চর্চার কেন্দ্র “বিশদ বাঙলা”। কিন্তু তার স্বপ্ন আরো বড়, এবার চট্টগ্রামেই গড়ে তুলতে যাচ্ছেন “আর্টস্ কমপ্লেক্স”।

বিস্তারিত»