আমাদের গণতন্ত্রের দুর্বলতা এবং প্রযুক্তি

কিছুদিন আগে পুরোনো ব্লগ ঘাটতে ঘাটতে ফয়েজ ভাইয়ের “গণতন্ত্র, দলীয়করন, আর ফয়েজের আউলা চিন্তা” পড়লাম। ঐখানে আমাদের দেশে প্রচলিত গণতন্ত্রের দুর্বলতা নিয়ে কিছু পয়েন্ট ছিল। পড়ার পর আমার মাথায়ও ঐ ধরণের কিছু পয়েন্ট আসল। এর মধ্যে দুইটা হল-

– আমাদের বর্তমান সংসদে সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে নিজস্ব মতামত দিতে পারেন না। বক্তব্য দেওয়ার সময় সামান্য সুযোগ থাকলেও, মূল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভোটাভুটির ক্ষেত্রে দলের মতামতই সব সদস্যদের মতামত হিসেবে গণ্য হয়।

বিস্তারিত»