আমি কবি নয়। তাই কবিতা লেখা আমার কম্মও নয়। সিসিবিতে এসে বুঝলাম কিছু একটা দেয়া দরকার, ভ্যালেন্টাইন দিনের ভাব গাম্ভির্যে আবেগ ফুটিয়ে তোলার জন্য। এজন্যই আমার এই ছোট্ট প্রয়াশ, একটু ছোট্ট কাব্য কথা, কারন এটাকে কবিতা বললে কবিতারা ধর্মঘট করতে পারে। নাম দেয়ার সামর্থ আমার নেয়। সিসিবির সদস্যের কাছে নাম দেয়ার দায়িত্ন দিলাম।
বিস্তারিত»