আমি কবি নয়। তাই কবিতা লেখা আমার কম্মও নয়। সিসিবিতে এসে বুঝলাম কিছু একটা দেয়া দরকার, ভ্যালেন্টাইন দিনের ভাব গাম্ভির্যে আবেগ ফুটিয়ে তোলার জন্য। এজন্যই আমার এই ছোট্ট প্রয়াশ, একটু ছোট্ট কাব্য কথা, কারন এটাকে কবিতা বললে কবিতারা ধর্মঘট করতে পারে। নাম দেয়ার সামর্থ আমার নেয়। সিসিবির সদস্যের কাছে নাম দেয়ার দায়িত্ন দিলাম।
এই নাও শর্তহীন একভাগ স্বপ্ন তোমায় দিলাম
আমার নাটাই থেকে ইচ্ছামতো সুতো নাও
আকাশে ওড়াবে
নাকি নিজেকে পেঁচিয়ে বাধনে জড়াবে
সে তোমার খুশি
ভালবাসা বলতে শুধু তোমাকেই বুঝি
সংসার, সুখ, দুঃখ ঘৃণা ? তাও তুমি
কতটা হৃদয়হীন হতে পার তুমি !
তা পরখ করে দেখতে চাই
চোখের নিষ্পাপ দৃষ্টিতে কতটা ধৃষ্টতা লুকাও?
তোমার শরীরের ঘ্রাণ শুঁকে তাও বলে দিতে পারি।
জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আমি
তোমার পালস আর হার্টবিট দূর থেকে গুনতে পারি
আমাকে নিয়ে এক আদিম খেলায় মেতেছিলে তুমি
সেই অতীত স্মৃতিতেই এখন আমার বিচরন।
নতুন সব বন্ধুদের নিয়ে তোমার এখন চলাচল
আমাকে অপাঙ্কতেয় করে তোমার যে কিসের আনন্দ
তা বোঝার বাকী নেই আমার
বারবারর একই প্রশ্ন মাথায় ঘুরে
আকাশে উড়ে তুলোর বীজ তুমি কার?
1st হইছি নাকি?
😀 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, খাওয়ান... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রকিব,
ছোটো ভাই, তুমি আছো নাকি আশেপাশে? বড়ভাইদের দিকে একটু খেয়াল রাখবে না? দেখ তো জুনা কি যেন কইতাছে।
চা দিও, কিন্তু গোয়ালিনী বাদ দিয়ে......... 😀 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, আজকে অন্ততঃ কোন শর্ত দিয়েন না... :(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গোয়ালিনী শুধুই শওকত ভাইয়ে জন্য :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আইচ্ছা। জুনা ভাই, আপনার জন্য আজকে লাল চা :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বড়ই মজাক পাইলাম।
নিজের হাড়ি নিজেই......... :khekz: :khekz:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস, কবিতাটা জটিল লাগল... :thumbup:
তয়, আজকের দিনে বিরহের কবিতা দেবার জন্য আপনার ব্যান চাই... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ মিয়া, আপনের্মুখে এহন্তো এই কতা আইবোই। নীলা আছে না...
ধর্মঘট করা কবিতাদের ব্যান্চাই ই ই ই ই!
ভাইয়া আপনি দেখি চির-সবুজ। 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভালবাসা দিবসের শুভেচ্ছা।
এডিসন : নাম দেয়ার দায়িত্বটা আন্দালিবকে দাও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আন্দালিব ভাই বিজি। আজকে কুন্দিন ভুইলা গেছেন?
ঠিক আছে সিনিয়র ভাই যখন বললো, আন্দালিব একটা নাম দাওতো ভাই ঝটপট
ভাই আমি একটু সাহস করে নামটা দেই। আমার কবিতাটা পড়েই মনে হয়েছে নাম হওয়া উচিৎ "আমার দীনতার প্রশ্ন"।
ওহ ভাই দুঃখিত। বলা হয় নি, আপনার কবিতাটা খুবই ভাল লেগেছে। :clap: :clap:
কবিতাটুকু পড়ে আপনা থেকেই ভাবনা টুকু পেয়ে যেন ফিসফিসিয়ে উঠলো কানে কানে-
"হ্যালো । উত্তরাধিকার!"
সৈয়দ সাফী