সিসিবির সবার কাছে খোলা চিঠি

আমার দূর্ঘটনা ঘটে ২৮শে জানুয়ারী ২০০৯ বিকাল ৪টা ৫মিঃ এ আর আমি লেভেল-৩ হাসপাতাল থেকে হাতে পায়ে ধরে ছাড়া পাই ৩রা ফেব্রুয়ারী। জর্ডান হাসপাতালের চিকিৎসা খুবই উন্নতমানের কিন্তু ওখানকার খাবার আর কয়দিন খাইলে আমি আরো অসুস্থ হয়ে যেতাম। এমনিতে হাই এ্যন্টিবায়োটিক খাচ্ছি তারপর না খাওয়ার জন্য আরো দুর্বল হয়ে যাচ্ছিলাম।

ঠিক এই মূহুর্তে আমার ঘটনার সম্পুর্ন বিবরনী দেওয়ার একটু অসুবিধাও আছে। হয়তো ছ’মাস বা আরো পরে লিখবো ব্লগে ( ইতিমধ্যে ইংরেজীতে লিখে ফেলেছি বোর্ড অফ ইঙ্কয়ারির জন্য।) এখনো ইউ এন কতৃপক্ষ মৃত ব্যাক্তিদের প্রাপ্য টাকা পয়সা (কম্পেন্সেসন) বুঝিয়ে দেয়নি।

বিস্তারিত»