অর্থনীতি বিষয়ক কিছু ভাবনা – ২

আগের পোষ্টের ইফতেখার ভাইয়ের মন্তব্য থেকে এবং সেখানে থাকা উইকিপিডিয়ার লিংক থেকে অর্থনীতিতে ব্যাপারটাকে কীভাবে দেখা হয় তার উপর একটা ছোটখাটো ধারণা পেলাম। অর্থনীতির পরিভাষায় এই ব্যাপারটাকে বলা হয় “অর্থ প্রবাহ” বা “Money Supply”। আমার চিন্তার সাথে অবশ্য অর্থনীতির ব্যাখ্যা পুরোপুরি মেলে না। কারণ বেশ কিছু ব্যাপার আমার মাথায় আসেনি।

যেমন আমি রাষ্ট্রীয় ব্যাংকের কথা একদমই চিন্তা করিনি। পুরো ব্যাপারটা নিজের মত করে চলছে এমনই ছিল আমার ধারণা।

বিস্তারিত»

অর্থনীতি বিষয়ক কিছু ভাবনা – ১

আমি মনে হয় ভাবতে ভালবাসি। কোন ব্যাপার আমার কাছে একটু আগ্রহ জাগানিয়া মনে হলেই হল। সেটা নিয়ে মাথায় নানা চিন্তা-ভাবনা ঘোরাঘুরি করে। সেটা যাই হোক না কেন। এতদিন সেসব ভাবনা প্রকাশ করা হত না। সিসিবিকে অনেক অনেক ধন্যবাদ এইজন্য যে, এগুলো এখন কিছু আলোর মুখ দেখে(নাকি অনেক আলোকিত মুখ এদের দেখে?)। শুধু এই মনের কোণেই গুমরে মরে না। আর লিখতে গেলে ভাবনাগুলোও গোছানো একটা কাঠামোতে দাঁড়িয়ে যায়।

বিস্তারিত»