ক্যাডেট কলেজ থেকে পাস কইরা আমি মমুসিং-এর পোলা চইলা আসলাম ঢাকা, “নেকাপড়া” করতে। ঢাকায় আসার পর রাস্তায়, অলিতে-গলিতে বহুসংখ্যক এবং বহুধরনের চুম্বন দৃশ্য দেখছি (দেশ আগায়া যাইতাছে, আমাদের বাবাদের আমলে ঢাকা ভার্সিটিতে মেয়েদের সাথে কথা বলতে নাকি ডিপার্টমেন্টের পারমিশান লাগতো, সত্য মিথ্যা জানি না, শোনা কথা।) এইসব চুম্বনকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়- ছোবল চুম্বন আর খাইছি তোরে চুম্বন। ছোবল চুম্বন করে ভীতু জুটিরা, ঠোঁটে ঠোঁট ছোঁয়াইয়াই সরায়ে নেয়, সাপ যেমনে ছোবল দেয় আরকি। আর খাইছি তোরে চুম্বন হইল গিয়া আগ্র্যেসিভ জুটিদের জন্য। আশপাশ, লোকজন কাউকেই এরা আমলে নেয় না, যখন চুম্বন করে তখন মনে হয় একজন আরেকজনরে খায়া ফেলতে চাইতাছে। অবশ্য জীবনের প্রথম চুম্বন দৃশ্য দেখছিলাম কলেজে, তাও আরো ২০ টা পোলার সামনে, পোলায় পোলায় মোটামুটি ঘোষনা দিয়া। সেই চুম্বনকে আমি উপোরক্ত দুইভাগের একভাগেও ফেলতে পারি নাই, খুব ইউনিক একটা ব্যাপার ছিল সেইটা। কোথাও দেখি নাই এই রকম চুম্বন, আর যাতে দেখতে না হয় সেইজন্য আমি ব্রোকব্যাক মাঊন্টেন ছবিটাও দেখি নাই (আঁতেল মার্কা ছবির প্রতি আমার দুর্বলতা সবাই জানে, অস্কার পাওয়া কোন ছবিই বাদ দিই না।) আপাতত দেশে নাই, তবে দেশে ফিইরা গেলে যাতে খুন হয়া না যাইতে হয় এই কারণে ঘটনার পাত্র-পাত্রী, থুক্কু পাত্র-পাত্র-র নাম গোপন করা হইল। ধরা যাক, তাদের নাম রাম এবং শ্যাম।
(কাহিনীর সূত্রপাত কিভাবে হইছিল বিশদ মনে নাই। প্রত্যক্ষদর্শীরা শোধরাইয়া দিস।)
রাম আর শ্যাম দুই হাউসের হইলেও দুই ফর্মের না। রামের পছনে শ্যাম সবসময়ই লাইগা থাকত, রামরে কেমতে পচানো যায় এই ধান্দায় সে প্রেপগুলান কাটায়া দিত। এক্ষণে কয়া দেই, রাম আর শ্যাম এই রাইভালরী এখনো ঘুচে নাই, বন্ধুদের জমায়েতে তারা এখনো একজন আরেকজনের পিছে লাইগা থাকে। আমরা তাদের এই লাগালাগিতে (অন্যকিছু মনে কইরেন না আবার, ইহা কথার লাগালাগি) কলেজে যেমন বিনোদিত হইতাম, সেই বিনোদন আজো থামে নাই।
আমাদের তখন নতুন প্রিন্সিপাল আসছে, সে আইসা মেস মেনুতে বিপ্লব ঘটানোর ইরাদা কইরা টি-ব্রেকে বার্গারের সাথে চাকা চাকা কইরা কাটা শসা দেওন শুরু করল। রাম আবার টির খাওনটা হাউসে নিয়া আসত রাতে খাইব বইলা। দুর্জনেরা এইসময় গুজব রটাইল যে, রাম হাউসে বার্গার আর শসা নিয়া গিয়া শসা চোখের উপর রাইখা বইসা বইসা বার্গার খায়। এতে নাকি ত্বক বড়ই রমণীমোহন হয়, জেল্লা বাড়ে। শ্যাম এই সু্যোগ ছাড়ে কেমনে? সে দৌড়ের উপর কিছু সাঙ্গপাঙ্গ যোগাড় কইরা সকলে একসাথে শসা না খাইয়া ফর্মে নিয়া আসল ইভিনিং প্রেপে। রামের ডেস্কের পাশে সবাই রেডি, রাম কখন আসে। রাম আসা মাত্র তারা তার চারপাশের ডেস্ক দখল কইরা নিয়া আসা শসা চোখের উপর দিয়া বইসা থাকল। ৪-৫ টা জোয়ান মর্দ পোলা চোখের উপর শসা দিয়া বইসা আছে চুপচাপ- এই দৃশ্য মনে হয় ক্যাডেট কলেজেই দেখা সম্ভব। রাম প্রথম প্রথম ঠান্ডা থাকার চেষ্টা করল বটে, মাগার সেও তো মানুষ, তারও তো সহ্যসীমা আছে। এতগুলান পোলাপাইনের সাথে ঝগড়া কইরা যে লাভ হইব না, এই বুদ্ধি রামের আছে। তাই সে নাটের গুরু শ্যামকে ধইরা বসল। শ্যামকে সে গালিগালাজ দিতাছে এই সময় শ্যাম রামকে ঠান্ডা করতে দুনিয়ার তাবৎ ভালোবাসা গলায় ঢাইলা বইলা বসল,
– রাম, তোরে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি। চোখে শসা দেওনে লজ্জার কিছু নাই, এইটা প্রচারণা করতে আর তোরে সাপোর্ট দিতে আজকে আমরা এই কাজ করছি। তুই ব্যাপারটাতে খেইপা যাবি ভাবি নাই, আমারে মাফ কইরা দে।
ঘটনার এই পর্যায়ে যদুর আগমন। পাঠকদের জন্য যদুর ব্যাকগ্রাউন্ড ইনফর্মেশন এইখানে দিয়া দিলাম। যদুর চাপার জোর সেইরকম, প্রেপে আমরা যখন সবাই পড়া ফালাইয়া যদুকে পঁচানোর চেষ্টা করতাম, সে এক চাপায় বাকি ১৯ জনের মোকাবেলা করত। আমদের এই কাপুরুষোচিত একতাবদ্ধ আক্রমণের সামনে সে লিয়োনাইডাসের (মুভি ৩০০ -এ স্পার্টানদের রাজা) স্পিরিট নিয়া দাড়াইত, অধিকাংশ সময় সেই জিতত। যদুর ডেস্ক রাম আর শ্যামের পাশেই হওয়াতে রাম শ্যাম যদুরে আরো বেশি পঁচানোর চেষ্টা করত। তাদের এই চেষ্টা আবার ছিল যৌথ চেষ্টা, নিজেদের মধ্যে যতই শত্রুতা থাকুক, যদুর প্রশ্নে তাদের গলায় গলায় দোস্তি। রাম আর শ্যামের মাঝখানে এই রকম একটা প্যাঁচ লাইগা গেছে দেইখা যদু কাঁটা দিয়া কাঁটা তোলার প্ল্যান করল। শ্যামের “রাম, তোরে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি।” কথা শুইনা সে মুখ বাঁকায়া দিল।
– হুদাই, রাম! তোরে শ্যাম ব্লাফ দেয়ার চেষ্টা করতাছে। ওরে তুই ছাড়িস না।
শ্যাম আবার নিজের খোঁড়া যুক্তিটারে রক্ষা করার চেষ্টা করল।
– তুই ভালোবাসার কি বুঝবি? নিজে তো একটা… …, ভালোবাসা মাইনষের কাম।
যদুও ছাইড়া দেয়ার পাত্র না। তার বাঁকা মুখ আরো বাঁইকা গেল।
– হ, বুঝছি। আমার ভালোবাসারে…পারবি রামরে কিস করতে?
শ্যামের প্রতি চ্যালেঞ্জ ছুঁইড়া দিল যদু। শ্যামও পিছায়া যায় কেমনে এখন, যদুর কাছে হাইরা যাইব এইটা সে হইতে দিতে পারে না। তাই সে বুদ্ধি খাটানোর চেষ্টা করল।
– কি দিবি আমারে যদি কিস করি?
শ্যাম যদুরে একটু নিরুৎসাহিত করার চেষ্টা করল। যদুও কম যায় না।
– একশ টাকা দিমু।
যদুর সাধ্যে যতোটা কুলায় আরকি, অর্থ পুরস্কার দিয়া সে শ্যামরে দিয়া রামের উপর ঝাল মিটাইতে চায়। রাম যদুর মনের ইচ্ছা ঠিকই বুঝতে পারতেছিল, ওরে ছাইড়া দেয়ার ইচ্ছা রামেরও নাই। রামের মাথায় যদুরে শিক্ষা দেয়ার একটা বুদ্ধি খেইলা যায় তৎক্ষনাৎ, যদুর ১০০ টাকা খসাইতেই হইব, চোখ মুখে তার ১০০ পাওয়ার বিজলি বাত্তির আভা। শ্যামের দিকে তাকায় রাম। “চল, তুই আর আমি এখনি কিস করুম। তুই পঞ্চাশ আর আমি পঞ্চাশ-” রাম ততোক্ষণে যদুর বিরুদ্ধে নিজেদের একটা টিম হিসাবে দাঁড় করায়া ফেলছে। শ্যামের তো এখন পোয়াবারো, এমন একটা কান্ড ঘটায়া রামের ঝাড়ির বদলে পঞ্চাশ টাকা পাওন যাইব, এই সু্যোগ কে ছাড়ে? শ্যামের দৃষ্টি চলে যায় রামের চোখে। দু’তিন সেকেন্ড দেরি করে সে, তারপর হাসি এক কান থাইকা আরেক কানে ছড়ায়া বলে, “ঠিক আছে।” আমরা আশেপাশের লোকজন তখন হতবুদ্ধি, কি হইতে যাইতেছে তা তখনো ঠাওর করতে পারি নাই।
(উৎকৃষ্ট সাহিত্য রচনার জন্য পরের প্যারার ভাষা পরিবর্তন করা হইল।)
শ্যাম দুই হাতের আঁজলায় ধরে রামের মুখটাকে। কোমল চোখে চায় ওর চোখে। কি যেন খোঁজ করে, আমন্ত্রণ কি? রামের হাতও শ্যামের মাথার পেছনের চুলগুলোকে আসন্ন অবশ্যম্ভাবীকে স্বাগত জানাতে আঁকড়ে ধরে। অমোঘ নিয়তির মতোই দুজনের মুখ চলে আসে আরো কাছাকাছি। প্রচন্ড গ্রীষ্মের পর যেমন তৃষ্ণার্ত মাটি আকুলতায় গ্রহন করে আষাঢ়ের প্রথম বৃষ্টিকে, তেমনি ওদের দুজনের মুখ এক হয়ে যায়। মহাকাশে ধ্বনিত হয় ওংকার, দূরের কোন অরণ্যে একটা ফুল তার পাপড়ি থেকে একবিন্দু শিশির ফেলে নিচের পাতাটার ওপর, জানান দেয় এখনো পোড়া পৃথিবীতে হয় ভালোবাসাবাসি। শ্যামের ঠোঁট রামের ঠোঁটকে ফিসফিসিয়ে কি যেন বলে। পৃথিবীতে স্বর্গ নামানো দূ’একটা মুহূর্ত কেটে যায়। সম্বিত ফেরে ওদের। আশপাশে ড্যাব ড্যাব করে তাকানো মানুষগুলোর দিকে তাকিয়ে লজ্জা পায় ওরা।
(বহুত সাহিত্য হইছে, এইবার খ্যামা দিলাম।)
একি হেরিলাম!!! আমরা তখন বাজ পড়া মানুষের মতো তব্দা লাইগা গেছি। ফিছেল শ্যামের ফিছলামি তখনো শেষ হয় নাই। মুখে একটা ভিলেনি হাসি নিয়া আমাদের সবার দিকে তাকায় ঘাড় ঘুরায়া ঘুরায়া, সবার শেষে তাকায় রামের দিকে। মূখের হাসিটাকে আরো একটু বিস্তৃত কইরা বলে- “তোর ঠোঁট তো খুব মিষ্টি, রাম।” এরপর ১৮০ ডিগ্রি ঘুইরা তাকায় যদুর দিকে, হাত বাড়ায়া বলে- “একশ টাকা দে এখন।”
পুনশ্চঃ ইহা একটি কাল্পনিক ঘটনা। বাস্তবের সাথে পাঠক, বিশেষ করে মির্জাপুরের ৩৪তম ব্যাচের ছেলেপেলে যদি কোন মিল পায়, তাহলে তা নিছক কাকতাল মাত্র।
একটা ছবি দেয়ার ইচ্ছা ছিল, মাগার পারমিশান নাই।
মডু ভাইগণ, কাইন্ডলি যদি একটু পারমিশান দিতেন কাইন্ডলি... ;;)
(শুধু এই পোস্টের জন্য হলেও চলবে)
কাইন্ডলি এখন ম্যানেজ অপশন থেকে পোস্ট এডিট এ গিয়া ট্রাই করে দেখেন 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ জিহাদ, পুরোপুরি সদস্য করে নেয়ার জন্য।
তৌফিক,তুমি কোনটা ছিলা?......।রাম,শ্যাম না যদু.....................। =)) :)) যেইটাই হউক...............লেখাটা খুব ভাল হইছে............।।tomar kache valo lagse kina jani na.......broke back mountain.....movie ta amar kache besh valo lagse.......polar sathe polar prem kharap lage dekhte but oder jei background r lonelyness picturization oita besh valo...............psychological
সাইফ ভাই, আমি ছিলাম আমজনতা 😛 । আফটার অল, ইতিহাস তো আর সবাই বানাইতে পারে না। 😉
রাম আর শ্যামের মধ্যে তুই কোনটা সেটা তো কইলি না ... শরম পাইস না, আমরাই তো B-)
ব্যাপারটা শরমের না, জান প্রাণের। খুন হয়া যামু। আর ওই যে কইলাম, রাম শ্যামের ভিতর যতোই শত্রুতা থাকুক, অন্যদের ব্যাপারে তাদের গলায় গলায় দোস্তি।
আরে রাম-শ্যামের পরিচয় কে জানতে চায়, আমি খালি জিগাইছি তুই কোনটা ছিলি ... রাম না শ্যাম? :grr:
আমি দোস্ত ছিলাম রাম আর শ্যামের পাশে। আমার চোখের সামনেই ঘটনাটা ঘটেছিল। তুই হুদাই আমারে সন্দেহ করস ক্যান? x-( x-(
হুদাই? খাড়া, আশিকরে জিগামু 😀
হুদাই?? হুদা ভাই?? B-)
ফটু মনে হয় এইটা বেশি এপ্রোপ্রিয়েট হবে 😀
নাউযুবিল্লাহ। কানাডায় থাইকা দেখি কানাডিয়ানগো মত হয়া যাইতেসেন। ভাবীরে কইতে হইবো শিগগির আপনার জন্য একটা ছাগল ছদকা দিতে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আমি কখন এমন হইলাম? আমি কি ক্যাডেট নাকি? B-)
এইটা তো তৌফিকের জন্য 😀
সেইটা ঠিক আছে। কিন্তু যে দিল তার ব্যাপারে মতামত কি? ঘুষ দেয়া ও নেয়া দুইটাই সমান অপরাধ।ঐটারে মেইন থিওরি ধইরা অনুসিদ্ধান্ত বাইর করলে আপনেও সমান পাপী। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
সে কানাডায় গিয়া ফরাসীদেশের সৌন্দর্য উপভোগ করতাছে। আপাতত মনে হয়, অরে লইয়া চিন্তা না করলেও চলব।
ফরাসিনী ফরাসী দ্যাশে ফেরত গেছেগা ... মনে বড়ই দুঃখ ... বইসা বইসা রবীন্দ্রসঙ্গীত শুন্তাছি 🙁
তাইলে কি আপনেরে নিয়া চিন্তা করতে কন নাকি? 😛
সাতেও নাই, পাঁচেও নাই
যাওনের আগে বিবাহ কইরা গেছিলাম মনে হয় জান না। সো, নিশ্চিতে ঘুমাও, চিন্তা করার মতো কারণ ঘটাইলে বাইঁচা না থাকার কারণ তোমাদের ভাবিই ঘটায়া দিবে।
দুষ্ট লোকে বলে বিয়ের পরেই নাকি মাথায় দুষ্ট চিন্তা বেশি ফ্রন্টরোল দেয়। তাই আর কি ভাবতেসিলাম আর কি 😛
সাতেও নাই, পাঁচেও নাই
বিবাহ করছো নাকি? জানলা কেমনে? 😉
আমি করিনাই। বিয়ে করসে দুষ্ট লোকে। আমি তাদের কাছ থেকে শুনসি :hug:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ পুরাই যাকে বলে spot on ধরছিস ।
congrats toufik...
পোলাপান দেখি সব বিয়ে ক্রে ফেলতেসে ।।
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।
@জিহাদ, তোমার সঙ্গে কথায় পারা কঠিন 🙂 । আমি এইখানে ইস্তফা দিলাম, আর তোমার সাথে কথার যুদ্ধে যাব না, তবে যদুরে হায়ার কইরা নিয়া আসতে পারি।
আমিন, সুম্মা আমিন :grr: 😡 :chup:
ফাহিম ভাই,
এইটা কি দিলেন মিয়া। ওয়াক ওয়াক!!
:))
এত অল্প সময়ের মধ্যে এত কমেন্ট মনে হয় আর কোন পোস্টে হয় নাই। অয়েল ডান তৌফিক।
ধন্যবাদ বাহলুল ভাই।
আরে পাংখা, ব্লগ তো পুরা জইমা উঠছে। পইড়া শেষ করতে পারতেছিনা কমেন্ট, তার আগেই নতুন কমেন্ট।
ম্যায় হু না B-)
:party: আমি হিট :party:
অফটপিকঃ
জীবনে জোক কইরা কতোবার হিট হইছিলাম একটা ডাইরিতে লেখা আছে 😀 । আজকে একটা এন্ট্রি বাড়বে। B-) B-) B-)
একটা নতুন থ্রেড দে। 😀 নাম হবে 'আমি ও আমার হিট জোকসগুলি' 😀
আমার তো মনে হয়না সেইটা এক পর্বের বেশি হবে। :))
সাতেও নাই, পাঁচেও নাই
ইস যদি আসল রাম শ্যামরা এই লেখা পড়ত !
ইহা না কাল্পনিক 😕 :grr:
হুম।কিন্তু আমি তো মির্জাপুরের 34 তম ব্যাচের ক্যাডেট, তাই কাকতালে যে মিলটা পাইলাম তার কথাই কইলাম।
অচিরেই নিশ্চই রাম শ্যামরা জেনে যাবে। তৌফিক ভাইয়ের কপালে যে কি আছে! :grr:
আমি জানছি যখন রাম শ্যাম সহ সবাই জেনে যাবে।তবে তৌফিকরে তো পাবে না আমার কপালে ঝামেলা। লেখার জন্য ঝামেলা সামলানোর দায়িত্ব আমি নিছি কিনা।
রাম আর শ্যামের ঠিকানায় লিংক দিয়া দিছি 😀 , আমিন ভাই আমার, এখন পিঠ বাঁচাইবা তুমি। 😕
আমি বাশার হিমেল সহ আরো পোলাপানের কাছে পৌছাইয়া দিছি।
পিঠ নিয়া চিন্তা কইরো না।
আমি আছি না।
বাশার হিমেল ই কি রাম শ্যাম?আইহাই নাম তো জাইনা গেলাম এখন কি হইবো??
মাসরুফ ভায়া, নিশ্চিন্তে থাকো। তাহারা রাম শ্যাম নয়। আমিন বুদ্ধিমান পোলা, রাম শ্যামের নাম ফাঁস করার রিস্ক সেও নিবে না।
ভাইজান এইটা কি লিখলেন। ডরাইছি।
তৌফিক ভালো ছেলে...সে রাম,শ্যাম বা যদু নয় :clap: । তবে মধু হবার জন্য কিন্তু ভালো ক্যান্ডিডেট 😉 । তারও যে দুচারটে কাহিনী নেই সে কথা বলা যাবে না 😀 ।
তাড়াতাড়ি কৈয়া লান ওসতাদ। :grr:
আবার তুই আমারে ফাঁসায়া দেস 😮 ? এতোদিন একসাথে থাকার কুনু মূল্যই কি তোর কাছে নাই? x-(
এই পোস্টে একটু সমঝে কথা বল হতভাগা! পাবলিক অন্যকিছু ভাইবা বসতে পারে! 😀
আশিক ভাই আর তৌফিক ভাই, কেমুন যানি গন্ধ পাইতাছি... 😀
এর মানে কি???? ঝাতি ঝান্তে ছায়...। :-B
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
তৌফিক ভাই, কিস-এর বর্ণনাটা শকুন্তলা উপাখ্যান ক্রস করছে। দুষ্ক হইতাছে, ব্রোকব্যাক মাউন্টেন বানানোর আগে ডিরেক্টরের এইটা পড়ার সৌভাগ্য হইল না। পড়তে পারলে শিল্পমান আরও বাড়ত, সন্দেহ নাই।
আ্যং লি আমারে প্রস্তাব দিছিল B-) B-) B-)
কিন্তু তার সাথে আমার বনে নাই, তাই করা হইল না।
আমার আর ১৫ মিন পরে মডেল টেসট সেইটা সাইরা আমি এই ব্লগ পরতেসি আর হাসতেসি।হাসতে হাসতে যা শিখসিলাম ভুইলা গেসি।আইজকা যুদি পরীক্ষা খারাপ হয় সব দোষ তৌফিক ভাই এর।
=)) =)) =)) =)) =)) =))
😛 😛 😛
ভুল বললা, দোষ রাম আর শ্যামের। তাদেরকে কিস করতে কি আমি বলছিলাম?
ভালোমতো পরীক্ষা দিও। 🙂
নারে ভাই...আর কোন লেখা পড়ে এতো হাসি নাই :))
তৌফিক সামনে আমাদের ভালই আনন্দ দিবে মনে হচ্ছে :clap: চালায়ে যাও ভাই
দোয়া করবেন ভাই। ধন্যবাদ।
তৌফিক ভাই এইটা এই ব্লগে আমার পড়া সবচেয়ে হাসির ব্লগ গুলার মধ্যে অন্যতম।ভাই আপনেরে দেখলে ত বুঝা যায় না পেটে এত জিলাপির প্যাঁচ!আল্লাহই জানেন কানাডায় কি না কি করতেছেন মামা...ভাবির নাম্বারটা দিয়েন জানাইতে হইবো...(ভাবির ছুডু ভইন থাকলে তার টাও)
কেডা কইছে লম্বা মানুষের রসবোধ কম???পুলাপাইন দেইখা শিখ...... 😀
ফাযিল পোলা।
একমত 😀
(ভাবির ছুডু বইন নাই মাসরুফ, মনে বড়ই দুঃস্ক......... :(( :(( :(( )
আেসন ভাই আেসন...পার চুম্বন ১০০ টাকা...লাগেল জায়গায় বইসা আওয়াজ েদন... :grr: :grr:
আইহাই এইটা কি কস ফুয়াদ!!এমনিতেই বাইরের পুলাপাইন ক্যাডেটগোরে হিংসা কইরা "হো*" কইয়া ক্ষ্যাপাইতে চেষ্টা করে...তারপরে তোর এই বুদ্ধি...মান ইজ্জত আর রাখা গেলো না কিসু...
প্রথম আওয়াজটা তাইলে আপনেই দিলেন.. :)) :grr: :))
:khekz: :khekz: :khekz:
সিরাম মজা পাইছি রে ভাইডি...
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
ওয়াও!!!আমি ৫০ করছি...লে হালুয়া... :clap: :clap:
কি দিন ছিল!!! ৫০ পুরা হইলেই ভাব... দিহান ভাবী আসার পর তো ৫০০ ও কিছু না... :clap: :clap: :clap:
প্রচন্ড হাসির একটা পোস্ট । laughter award দেয়া হোক ।
:shy: :shy: :shy:
ধন্যবাদ ভাইয়া।
হাহ হাহ হা.... একদম বুলেট =))
Life is Mad.
ধন্যবাদ সায়েদ ভাই। 🙂
আমাগো ক্লাসেই একই কান্ড ঘটাইছিলো একজোড়া রাম-শ্যাম , বাহা কি মনে করতে পারছিস ? ক্যাডেট কলেজে ইজ্জতের চেয়েও চ্যালেন্জ বড়।
মনে আছে।
ব্লগ লেইখা ফালান বাহলুল ভাই।
রাম শ্যামেরা ক্যাডেট কলেজে ছিল, থাকবে। তারা না থাকলে কলেজ লাইফ এমন রসালো হইত না।
:grr: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
তৌফিক ভাই ... এইসব কি লিখসেন???????
=)) =)) =)) ।
তুই এইরকম গড়াগড়ি দেস ক্যান??? :grr: :grr: :grr:
আপনে ভাবীরে তুই কইয়া ডাকেন!!!! ~x( 😮 😮
:clap: :boss: :hatsoff:
উহহ্... সিরাম কয়ডা লাইন হয়ছে রে ভাইডি... মারাত্তক সিরিকাস।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
ওই মিয়া তাড়াতাড়ি বিবাহ করেন।এই লাইনগুলারে এত ভাল পাওয়াটা ভাল লক্ষণ না।
অফ টপিক-সাহিত্য আসলেই সেইরাম হইছে।
😀 😀 😀
অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু এইটা তো সেই আদিকালের পোস্ট, যখন আরবদেশের লোকেরা খেজুর খাইত। সিসিবির সদস্যসংখ্যা সাকুল্যে ২০০-৩০০ ছিল। পোস্টও ছিল শতিনেকের মতো। গেট আপ ছিল দুই কলামের...... আহা কত কথা মনে পইড়া যায়!!! :dreamy:
sorrbonash !!!!!!!!!!!! 😮 😮 😮 😮 😮 😮
হাসতে হাসতে মইরা গেলাম ভাইয়া=)) =)) =)) =)) =)) =)) =))
মাডার কেইসে পড়তাম চাই না :no: :no: :no: