যে প্রশ্নের জবাব আমার কাছে নেই…!!!

১৬.১২.২০০৮

– ‘মা, ও মা…!!’ -আহ্‌লাদে গদগদ হয়ে মা’কে ডাকলাম!
– ‘কি বলবি বল… ‘
– ‘আজ এই বিশেষ দিনে তোমাকে কিছু একটা উপহার দিতে খুব ইচ্ছা করছে…’
– ‘কি দিতে চাস?’
– ‘উম্‌…তোমাকে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই…’
– ‘যা ভাগ! লাগবে না…’
– ‘তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সহনীয় মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের জীবনে স্বস্তি…একটা কার্যকরী জনগণের বাজেট?’
– ‘না!’
– ‘শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, দক্ষ জনশক্তি?’
– ‘উহু…’
– ‘প্রচুর পরিমানে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান এবং প্রয়োজনীয় সংস্কার…’
– ‘নেক্সট!’
– ‘বেশি বেশি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনীয়ার, উকিল, ব্যারিস্টার, সাংবাদিক, এমবিএ, সিএ…’
– ‘তাও না..’
– ‘বুঝেছি! তুমি চাও খাদ্যে স্বনির্ভরতা তথা কৃষির ব্যাপক উন্নয়ন…’
– ‘নাহ্‌…!!’
– ‘ক্ষুদ্র ও কুটির সহ মাঝারি, ভারি শিল্পের বিকাশ…যার মাধ্যমে আমদানি-রপ্তানির ঘাটতি কমিয়ে দেশ পাবে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা…’
– ‘তুই আমার মেজাজ কিন্তু গরম করে দিচ্ছিস…!!!’
– ‘রাগ কর না প্লিজ…আচ্ছা, তাহলে প্রযুক্তিগত উৎকর্ষতা, পর্যটন শিল্পের প্রয়োজনীয় সংস্কার…পুঁজিবাজার (যেমন শেয়ার মার্কেট) এর অস্থিতিশীলতা রোধ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রচুর পরিমানে প্রবাসী আয়…চট্টগ্রাম ও মংলা পোর্টের যথাযত ব্যবহার (সিংগাপুরের মতন), গভীর সমুদ্র-বন্দর নির্মাণ…’
– ‘আমার কিছুই লাগবে না…এখন যা! আমার মাথা ধরে গেছে…!’
– (মরিয়া হয়ে) ‘বেশি বেশি নোবেল প্রাইজ, বুকার, অস্কার…ক্রিকেট বিশ্বকাপ শিরোপা, অলিম্পিকে অনেক অনেক গোল্ড মেডেল…বিশ্বের দরবারে দেশের উজ্জ্বল ভাবমূর্তি???’
– ‘না…না…না!! লাস্ট চান্স দিলাম…’
– ‘জ্বালানী সমস্যার সমাধান, সবার জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পরিবেশ দূষণ রোধ, যানজট নিরসন, সুশাসন প্রতিষ্ঠা…সন্ত্রাস দমন, রাজনৈতিক
স্থিতিশীলতা????’
– ‘অনেক কথাই তো বললি, এবার আমি কিছু বলি…তুই যদি সত্যিই আমাকে কিছু দিতে চাস- তাহলে আমার জন্য মাত্র দু’টো কাজ কর…
এক- সকল দূর্নীতিবাজ রাজনীতিবিদ এবং আমলা- তথা সরকারী কর্মকর্তা-কর্মচারীর শাস্তি…এবং
দুই- ‘৭১ এর যুদ্ধাপরাধী রাজাকার-আলবদর ও তাদের দোসরদের বিচার…
এই কাজদুটো যদি করতে পারিস- তাহলে এতক্ষণ ধরে যে কাজগুলোর ফিরিস্তি দিলি তা আপনা-আপনি হয়ে যাবে…’
– (আমতা আমতা করে বললাম) ‘কিন্তু…!!’
– ‘রাষ্ট্রীয় পতাকা লাগানো গাড়িতে ঐ জানোয়ারগুলো যখন চলাচল করে তখন আমার কি কষ্ট হয় তা কি তুই বুঝতে পারিস না???? দূর্নীতির হোলি খেলে আমাকে যারা যুগ যুগ ধরে রক্তাক্ত করছে- তাদের বিরুদ্ধে তোর কি কিছুই করার নেই…???’

এই পর্যায়ে আমি চুপ করে গেলাম…আমার বাংলা মায়ের প্রশ্নের জবাব আমি সেদিন দিতে পারি নি…এমনকি এটাও জানি না, কবে দিতে পারব!!!

[ লেখাটি সম্পূর্ণ কথোপকথন আকারে হওয়ায় কারও খারাপ লাগলে ক্ষমা চাচ্ছি…!!!]

২,৪৬৮ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “যে প্রশ্নের জবাব আমার কাছে নেই…!!!”

  1. রকিব (০১-০৭)

    রাষ্ট্রীয় পতাকা লাগানো গাড়িতে ঐ জানোয়ারগুলো যখন চলাচল করে তখন আমার কি কষ্ট হয় তা কি তুই বুঝতে পারিস না?

    এ কষ্ট কী কখনো লাঘব হবে না??
    চমৎকার এই পোষ্টটার জন্য জুনায়েদ ভাইকে :salute:

    বি দ্র - এইবার আমি ফার্ষ্ট... :frontroll: :frontroll: :frontroll:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আরেফীন (১৯৯৯-২০০৫)

    আমিও মাঝে মাঝে একা একা ভাবি, কবে যে এদের বিচার হবে??? ভেবেও কোন কুল কিনারা খুজে পাইনা। এবার ভাবছি আমার জীবনের প্রথম ভোটটা তাই ওদের সাথে হাত মিলায়নি এমন কোন দলকেই দিব।আমার বিশশাস আমরা ভোট এর মাধ্যমেই এর একটা সুরাহা করতে পারব। কারো যদি আমাদের বাংলা মাকে নিয়ে এত টুকু ভালবাসা থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ভোটটা নস্টো করবেন না দয়াকরে।

    জবাব দিন
  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    এমন লেখায় আমার মত নাদানের মন্তব্য মানায় না। বাচ্চা বাচ্চা ছেলেগুলোও দেশকে নিয়ে এমন করে ভাবে জেনেই আশাবাদী হই যে একদিন বাংলা মায়ের চাওয়া পূরন হবেই। আমি হয়ত এবার ভোটটা দিতে পারব না। কিন্তু তারপরেও আশাবাদী যে পরিবর্তন আসবেই। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    এই পর্যায়ে আমি চুপ করে গেলাম…আমার বাংলা মায়ের প্রশ্নের জবাব আমি সেদিন দিতে পারি নি…এমনকি এটাও জানি না, কবে দিতে পারব!!!

    সত্যিইতো কবে দিতে পারবো??? সেই দিনের অপেক্ষায় রইলাম। :boss:
    জুনায়েদ ভাই এমন চমৎকার পোষ্টের জন্য আপনারে :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. জিহাদ (৯৯-০৫)

    জুনায়েদ ভাইয়ের হালকা চালে লেখা গম্ভীর কথার পোস্ট আমার বরাবরই ভাল্লাগে। 🙂

    আমাদের বাংলা মায়ের আশা পূরণ হোক। যুদ্ধাপরাধীদের বিচার চাই। যত তাড়াতাড়ি সম্ভব।

    আজকে বাস থেকে নেমে বাসায় আসার সময় আড়চোখে শোরুমের টিভিতে দেখলাম মনে হয় নিজামী ভাষণ দিচ্ছে। এমনিতেই জার্নি করে টায়ার্ড হয়ে ছিলাম তার মধ্যে টিভিতে ঐ ুত্তার বাচ্চারে দেইখা মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেসিল।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  6. মুহাম্মদ (৯৯-০৫)

    ইশশ্‌, এবার যদি রাজাকাররা একটা সিটও না পেত!!!!!!!!!
    লেখাটা পড়ে এরকম কল্পনা করতে খুব ইচ্ছা করছে। আমার তো এখন কিছুই করার নেই, শুধু নিজের ভোটটা ঠিকমত দেয়া ছাড়া।

    জবাব দিন
  7. প্রশ্নটার জবাবের ভূমিকাটাও যদি শুরু করা যেত... তাহলেও হয়তো খুব ভালো লাগতো।

    'না' ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে কিছু ক্যাম্পেইন হওয়া উচিত। মানুষ যেন বুঝতে পারে তাদের হাতে এটাও একটা অপশন আছে।

    জবাব দিন
  8. শার্লী (১৯৯৯-২০০৫)
    আমার তো এখন কিছুই করার নেই, শুধু নিজের ভোটটা ঠিকমত দেয়া ছাড়া।

    এই কাজটাই যদি আমরা সবাই ঠিকমত করতে পারি তবেই আমরা অনেক কিছু করছি। আমার নিজস্ব বোধ এই রকম।

    জবাব দিন
  9. তৌফিক
    If the the Mutijoddo Pakistanis were won then Bangladeshi Mutijodda would be JuddoOporadhi. We should think about the welfare of the country with all existing citizen, not to conflict with ourselves.

    আমাদের সাথে পাস করা একটা ছেলে গ্রুপ মেইলে এই বক্তব্য রেখেছে। মাথাটা চিড়বিড় করে উঠেছিল রাগে।

    জুনায়েদ ভাই, সরাসরি প্রিয়তে।

    জবাব দিন
  10. এখানে এটা ভাবার কোন অবকাশ নাই যে লিগে ভোট দিলে দেশে দুর্নীতি কমবে , আওয়ামীলিগ ৯৬ জামাতের সাথে জোট করেছে , শেখ হাসিনা রাজাকার বংশে মেয়ে পুতুলকে বিয়ে দিছে , আমি যে সেকটরে আছি শুধু এখানেই আওয়ামীলিগ বরতমান আমলে ট্রিলিওন ডলার চুরি করেছে ।পাকিদের আগে ইংরেজরা ২০০ বছর লুটপাট করছে, যুদধপরাধ করছে , তাদের দোসরদের বিচারের কথা বলতে কি ভয় হয় । যাকেই ভোট দাওনা কেন নষট হবে

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।