দেশে থাকা ব্রাদার সিস্টাররা গেট টুগেদার করেন মাঝে মধ্যেই। বিরাট খাওয়া দাওয়া করেন, ছবি তুলেন। মজার শেষ নাই! প্রবাসীরা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেন না। সিসিবি কানাডা চ্যাপ্টার প্রবাসীদের এই দুঃখ ঘোচানোর উদ্যোগে এক গেট টুগেদারের আয়োজন করেছিল সেপ্টেম্বরের ১২ তারিখ, টরন্টো এয়ারপোর্টে। খুব শর্ট নোটিশে করা বলে বেশি লোকজন জোগাড় করা যায় নাই। তবে উপস্থিতদের মধ্যে তারকা ব্লগার তৌফিক এবং ব্লগ চাওয়ালা রকিব উপস্থিত ছিলেন। ল্যাপটপের ব্যাটারি টান পড়াতে আর লিখা যাচ্ছে না। নিচে দেখুন গেট টুগেদারের ছবি ব্লগ।
অভ্যাগত অতিথি ব্লগ চাওয়ালা রকিবঃ
আয়োজক তারকা ব্লগার তৌফিকঃ
লোকবল কম থাকায় কোন গ্রুপ ছবি দেওয়া সম্ভব হলো না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
চাওয়ালাদেখি বেশী পুঁচকা। আর তথাকথিত তারকা ব্লগার অবশেষে দেশে রওনা হয়েছে, স্বদেশে স্বাগতম। তৌফিক্রেও বেশ কচি লাগাতাসে। আসলে প্রোফাইল ফটু থেকে কম বয়সের লাগছে। খেনা দানা কেমুন আসিলো কইলানা তো? নাকি দুইজনেই রোজা রাখসিলা?
আপনেও পুঁচকা কইলেন, আমিও যে কাইয়ুম ভাইয়ের মত চিরতরুণ এইটা কেউ বুঝলো না। :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গেট-টুগেদার সেইরকম হইছে, আমার দেখা সেরা। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইয়ুমের ভাষায়
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইয়ের বরাতে কাইয়ূম ভাইয়ের ভাষায় ...
কাইয়ূম ভাইয়ের বরাতেই কাইয়ূম ভাইয়ের ভাষায় …
সংসারে প্রবল বৈরাগ্য!
রকিবের পিছনে কোনাকুনি ... পোলাডা ক্যাডা ... রবিনের মত দেখা যায় না ??
:grr: :grr: :grr:
স্কোপ থাকা সত্বেও পারিপার্শ্বিক পরিবেশের ছবি না দেয়ায় তৌফিকের ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রকিবের পিছনে কোনাকুনি রবিনের মত দেখতে পোলাডার পাশাপাশি লম্বা চুলের মাইয়াটা ক্যাডায়? মুখ দেখা যায় না B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মুখ দেখবার মঞ্চাই... :dreamy:
ঐডারে তৌফিক ভাই সেন্ট জোন্স থেইকা ধইরা আনছিল। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হঠাৎ করে তিনজন ভাইয়ার মিলন যে একটা গেট টু গেদারে পরিণত তাহা দেখে খুব ভালো লাগলো :clap:
বলদ নাকি ?? x-(
তিনজন কই পাইলি ?? :grr:
রবিন-এর মত দেখতে ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮 😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খালি খ্রাপ্কতা 😕 😕 😕
:party: :party:
উউউউউউউউউউ...জট্টিলস গেট টুগেদার তো...
রকিবের মায়া কাড়া চেহারাটা দেইখা তো কইতে ইচ্ছা করতাছে, "এই তোরা কে কই আছিস, রকিবরে দুধের সর আর বর্নভিটা দিয়া এক কাপ চা দে তো..."
তৌফিক,
আসো ভাইডি দেশে আসো...তোমার লগে দেহা করার লাইগা মনটা উচাটন হইয়া আছে...
:shy: :shy: :shy: থ্যাঙ্কু থ্যাঙ্কু।
এই তোরা কে কই আছিস, আহসান ভাইরে দুধের সর আর বর্নভিটা দিয়া এক কাপ চা দে তো…
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহসান ভাইয়ার জন্য বর্নভিটা আর উপরে গরুর দুধের স্বর 🙂
ওই নাজমুইল্লা,
আমার এখন লিকার (মানে লিকার চা, অন্য কিছু ভাবার অবকাশ নাইক্কা) খাওয়ার বয়স...বর্নভিটা না...
চরি বাইয়া।
করা লিকার দেয়া এই চাটা খেয়ে আমাকে ধন্য করিন :teacup: :shy:
রকিব,
ঘটনা কি? আমারে আবার এককাপ কেন? মানে বর্নভিটা ইস্পিশাল তো তোমার জন্য...আহারে কি মাছুম নাদান ভোলাভালা পুলাডা...।
সিরাম গেট টুগেদার হইছে দেখা যায়... সাব্বাশ 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চাওয়ালা টা তো দেখতে ভালই - (কপিরাইট রায়হানা)
😕 😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঠিক বুঝতে পারছিনা, আমার কি খুশী হওয়া উচিত কিনা 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সুন্দর তো :shy:
😀
কুইট :grr: :grr:
ভাবী ... আপ্নে না আমারে প্লট দেবার কথা ......
ওহো!!! ভাইয়া, ভুল হইয়া গেলো ... 😕 আচ্ছা, কাইল্কের মইদ্দ্যে'ই ...
ইনশাল্লাহ 😀
আপু আমারও একখান বসুন্ধরার নাইলে ইস্টার্ন হাউজিংএর প্লট লাগবে। 😀 😀 কবে দিবেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই হালার ইনসেন্ট চেহারা দেইখা কেউ ভুইলেন না কৈতাছি-হালা বান্দরের বান্দর।ফ্ল্যাগ পার্টিতে খালি ডজ মারত।ছবিডা পাইতেছিনা খুঁইজা,নাইলে দিয়া দিতাম এইখানে।ওই বান্দর তোর কাছে আছে?
মাস্ফ্যুদা, আমি জীবনেও ফ্লাগ পার্টিতে ছিলাম না, খালি একবার অ্যাথলেটিক্সের সময় হাউস ফ্লাগ নিয়া মার্চ করছি। B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( ছবি আসে না ক্যান???
:shy: :shy: ইয়ে মানে এই ছবিটা আমার বড়ই পছন্দের :shy: :shy:
x-( কি?? সিনিয়ররে ডাউট দিলি নাকি??
ডাউট পড়লো মনে হয় 😕
আমি ককগনো আমার সিনিয়ার রে ডাউট দেইনাই 😕
জটিল হইছে তো... :khekz: :khekz:
গেট টুগেদার তাইলে দারুণ হইছে 😀 সাথে খালি চায়ের কাপ আর কেটলী থাকলেই আড্ডা পূর্ণ হইত 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছবি দেইখাই বুঝা যাচ্ছে খুব মজার একটা গেট টুগেদার হইছে। ব্যাপার না, একদিন আমরাও...... 😛 😛
প্রবাসে প্রথম সিসিবি গেট টুগেদার। আহা পরানটা জুড়ায় গেছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এতজনকে ম্যানেজ করলেন কিভাবে ভাইয়া ?? 😉
আর কইস না ভাই, প্রায় চাইরদিন ধরে আয়োজন চলছে। খরচ গেছে প্রায় লাখখানিক টাকার মতো। অবশ্য টাকা সব গৌরী সেন থুক্কু তৌফিক ভাইই দিছে। বুঝোছই তো হাইফাই ব্যবস্থা। থাক আর কইয়া তোর মনে দুস্খ বাড়াইতে চাই না। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও রবিন ভাই লুক এলাইক উনার পাশের মেয়েটার সাথে গেট টুগেদার করপো :((
ভাবিকে বলতে হয় ??? 😕 এই পেজটা প্রিন্ট করবো তারপররররররররররররররররররর..................। B-)
শুধুই গেট টুগেদার...??? আর কিছু না...
ইয়ে মানে তারপর পদক্ষেপ দুই এর স্যান্ডহার্স্ট ভার্সনের সময় আপনি সেই স্বর্ণকেশী লেডি ক্যাডেটের সাথে যা করছিলেন আমিও তা করপো :shy: :shy:
সবার তো সব কিছু মানায় না...... কি বলিস...???
গেট টুগেদারতো ভালো'ই হলো মনে হয় ;)) ;))
আমারে দিয়া করলা???? 😡 একবার কইয়া দেখতা, আমিও চইলা আইতাম। 😕
ব্যাপক হইছে :clap: :clap: :clap:
আমরাও আজকে একটা করলাম :grr: :grr: :grr:
বিসিসি পার্টি :goragori: আয়োজনে মেজর শফিউল্লাহ মাস্তান স্যার B-)
আহসান ভাইও আছিল ;;; কঠিন মজা হইছে :awesome:
সেইটা নিয়া অতি শীঘ্রই একখানা ব্লগ দিব আশা রাখি 😀
তোমার আগেই তো আহসান ব্লগ দিয়ে দিছে... :-B :-B
ঐ মেহেদি সাবধান... এইটা আমি না... মেজর আহসান স্যার (কমান্ডো)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) :khekz:
মেহেদি ভাই ভালোই ধরা খাইছে 😛
😀
্বড়ই সৃষ্টিশীল মানুষ তুমি ...
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
এইবার একটা জাপান গেদারিং করা লাগে...
দুলা ভাই (সাকেব ভাই), শরিফ সাগর ভাই, আপনে এই কয় জনই তো। জনবল এক বেশি।
তবে সাকেব ভাই সেই যে নাই হইছে, উনার দেখা পাইতে এখন বাটি চালান দিতে হবে ভাবতেছি।
রকিবরে আমি টরেন্টোর রাস্তা ঘাটে দেখলে এখন চিনতে পারব 🙂 ...
😀 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:)) :)) :))
তোর সাদা চুল দেখা যায় :grr: