সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার

দেশে থাকা ব্রাদার সিস্টাররা গেট টুগেদার করেন মাঝে মধ্যেই। বিরাট খাওয়া দাওয়া করেন, ছবি তুলেন। মজার শেষ নাই! প্রবাসীরা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেন না। সিসিবি কানাডা চ্যাপ্টার প্রবাসীদের এই দুঃখ ঘোচানোর উদ্যোগে এক গেট টুগেদারের আয়োজন করেছিল সেপ্টেম্বরের ১২ তারিখ, টরন্টো এয়ারপোর্টে। খুব শর্ট নোটিশে করা বলে বেশি লোকজন জোগাড় করা যায় নাই। তবে উপস্থিতদের মধ্যে তারকা ব্লগার তৌফিক এবং ব্লগ চাওয়ালা রকিব উপস্থিত ছিলেন। ল্যাপটপের ব্যাটারি টান পড়াতে আর লিখা যাচ্ছে না। নিচে দেখুন গেট টুগেদারের ছবি ব্লগ।

অভ্যাগত অতিথি ব্লগ চাওয়ালা রকিবঃ

ব্লগ চাওয়ালা রকিব

আয়োজক তারকা ব্লগার তৌফিকঃ

তৌফিক

লোকবল কম থাকায় কোন গ্রুপ ছবি দেওয়া সম্ভব হলো না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

৪,১২৪ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার”

  1. এহসান (৮৯-৯৫)

    চাওয়ালাদেখি বেশী পুঁচকা। আর তথাকথিত তারকা ব্লগার অবশেষে দেশে রওনা হয়েছে, স্বদেশে স্বাগতম। তৌফিক্রেও বেশ কচি লাগাতাসে। আসলে প্রোফাইল ফটু থেকে কম বয়সের লাগছে। খেনা দানা কেমুন আসিলো কইলানা তো? নাকি দুইজনেই রোজা রাখসিলা?

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    কাইয়ুমের ভাষায়

    সিসিবি গেট্টুগেদার্গুলা একটা আরেকটা কে ছাড়িয়ে যাচ্ছে ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    রকিবের পিছনে কোনাকুনি ... পোলাডা ক্যাডা ... রবিনের মত দেখা যায় না ??
    :grr: :grr: :grr:

    স্কোপ থাকা সত্বেও পারিপার্শ্বিক পরিবেশের ছবি না দেয়ায় তৌফিকের ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. আহ্সান (৮৮-৯৪)

    উউউউউউউউউউ...জট্টিলস গেট টুগেদার তো...
    রকিবের মায়া কাড়া চেহারাটা দেইখা তো কইতে ইচ্ছা করতাছে, "এই তোরা কে কই আছিস, রকিবরে দুধের সর আর বর্নভিটা দিয়া এক কাপ চা দে তো..."

    তৌফিক,
    আসো ভাইডি দেশে আসো...তোমার লগে দেহা করার লাইগা মনটা উচাটন হইয়া আছে...

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    সিরাম গেট টুগেদার হইছে দেখা যায়... সাব্বাশ 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    ব্যাপক হইছে :clap: :clap: :clap:
    আমরাও আজকে একটা করলাম :grr: :grr: :grr:
    বিসিসি পার্টি :goragori: আয়োজনে মেজর শফিউল্লাহ মাস্তান স্যার B-)
    আহসান ভাইও আছিল ;;; কঠিন মজা হইছে :awesome:
    সেইটা নিয়া অতি শীঘ্রই একখানা ব্লগ দিব আশা রাখি 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : রওশন (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।