E-কার্টুনঃ টিং টং (পর্ব-১)

কাম কাজ খুইজা পাইতেসিলাম না। কাম না থাকলে খই ভাজার নিয়ম। খই ভাজা শিখি নাই, বইসা বইসা কমিক্স বানাইলাম। হুদাই ঘন্টা ধইরা কৃত আজাইরা কামের নিদর্শন নিম্নে দেওয়া হইলো… ;;;

বিস্তারিত»

সিসিবির মন খারাপ? এইবার কার্টুন ব্লগ

মন খারাপ হওনটা আজকাইল ফ্যাশনে পরিণত হইছে। পোলাপাইন একটা আরেকটারে ক্ষুদে বার্তা পাঠাইয়া জানান দেয়, হের আজকে মন খারাপ। ক্যান মন খারাপ, কি হইছে, সমস্যাটা কি জিগাইলে কোনো জবাবও পাওয়া যায় না! হুদাহুদিই বলে মন খারাপ!

এফএম রেডিও অহন পুলাপাইনের ক্রেজ। সারাদিন-রাইত হেরা ক্ষুদে বার্তা পাঠাইয়া মুঠাফোন কোম্পানি আর রেডিওওয়ালাদের পকেট ভরায়! তো ওইসব বার্তার মূল কথা কি? কথাবন্ধু আর আরজেগুলারে কয়, “ভাইয়া,

বিস্তারিত»