মন খারাপ হওনটা আজকাইল ফ্যাশনে পরিণত হইছে। পোলাপাইন একটা আরেকটারে ক্ষুদে বার্তা পাঠাইয়া জানান দেয়, হের আজকে মন খারাপ। ক্যান মন খারাপ, কি হইছে, সমস্যাটা কি জিগাইলে কোনো জবাবও পাওয়া যায় না! হুদাহুদিই বলে মন খারাপ!
এফএম রেডিও অহন পুলাপাইনের ক্রেজ। সারাদিন-রাইত হেরা ক্ষুদে বার্তা পাঠাইয়া মুঠাফোন কোম্পানি আর রেডিওওয়ালাদের পকেট ভরায়! তো ওইসব বার্তার মূল কথা কি? কথাবন্ধু আর আরজেগুলারে কয়, “ভাইয়া, আপু আমার না আজকে ভীষঅঅঅঅণণণণণ মন খারাপ। আমার জন্য একটা গান প্লে করোনা প্লিইইইইইজ……..।” কেন বাবা তোর মন খারাপ হইবো ক্যান? তোরে কেউ মারছে, বকছে? “না, জানো আমার ও না আজ আমাকে এসএমএস পাঠায়নি। ফেসবুকেও উইশ করেনি। ভ্যাএএএএ……..।”
অহন দ্যাখতাছি সিসিবিরেও মন খারাপ রোগে পাইছে! কেম্নে কি? রম্য রচনা দিলে পুলাপাইন হাসে না, গানের পোস্ট দিলে পুলাপাইন গায় না, হালকা-পাতলা স্মৃতিচারণের পোস্টেও মন্তব্যের খরা! আর সিরিয়াস পোস্টের তো বেইলই নাই!! গান, কবিতা, গল্প, রম্য রচনা, চলচ্চিত্র, সমাজতত্ত্ব সবই আছে। কিন্তু খোঁচাখুচি নাই, ঠেলাঠেলি নাই, লাগালাগি-কাইজ্জা-ঝগড়া তো নাইই! যেন ‘অল কোয়াইট ইন সিসিবি ফ্রন্টে’র ব্রত নিছে সবাই।
দিহান আইস্যা কয়েকদিন সিসিবি গরম কইরা রাখছিল। হেরও আজকাল দেখি মন খারাপ। নিয়মিত আসে না। প্রথম হওয়ার ইদুর দৌঁড়ে নাই। মনে হয়, বাচ্চা আর ওদের বাপেরে নিয়া বড়ই পেরেশানিতে আছে! জুনা পোলাডা মজার মজার কমেন্ট করতো, হেরেও কতোদিন দেখি না! সিরিয়াস ব্লগার মাহমুদ, অর্ণবও মনে হয় ক্লান্ত। বন্য, শার্লী কয়েকদিন পর পর উঁকি দেয়, আবার হারাইয়া যায়। একা মাস্ফ্যু আর কয়দিন জমাইয়া রাখবো? বোমাবাজ সামিয়ারে কতোদিন দেখিনা। নতুন জামাইও কেমন মনমরা থাকে! ফেসবুকে লেটকা মার্কা হাসি তো ঠিকই ঝুলাইয়া রাখছে! কামরুল প্রোফাইলে রং বদলাইয়া নিজেরে বদলানোর চেষ্টা চালাইতাছে। কিন্তু বদলাইতাছে না সিসিবি।
ছবি ব্লগ এর আগে দিছি। সিসিবি মন খারাপ রোগ চিকিৎসার জন্য এইবার একটা কার্টুন ব্লগ দিলাম। দেখি পুলাপাইনের প্রতিক্রিয়া। ~x( রোগ না সারলে আরো কঠিন দাওয়াই আছে আমার কাছে। :-B সবগুলারে ধইরা প্রথমে ক্যাডেট কলেজ ক্লাবের সুইমিংপুলে (বারে না!) চুবামু, তারপর মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়া :frontroll: চলবো। এইটাতেও কাম না হইলে কি করমু? হেইডা না হয় সময়মতো কমুনে। :grr: :grr: :grr:
বনে আউটিংয়ে গিয়া বন্য নিজেরে খুব বুদ্ধিমান মনে করছে!! :khekz:
সিসিবির অনেকেই এই দিবা স্বপ্নে বিভোর! কিন্তু :just: ফ্রেন্ডরাও তো কেউ বোকা না! 😉
সপরিবারে ছুটিতে যাও, কুনু সমস্যা নাই। কিন্তু বাচ্চাদের কিন্তু কেউ কষ্ট দিও না! ;))
এরপর সিসিবির পুলাপাইরে একটা একটা কইরা আফগানিস্তানে প্রশিক্ষণে পাঠামু :bash:
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
১ম
ভিনি, পিডি, ভিসি (আইলাম, পড়লাম, ফাষ্টো হইলাম) B-)
আরিফ ভাই, আমরা আমরাই তো। :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব : দোকান ফালাইয়া এইখানে? ভায়রা ভাই মাস্ফ্যুরে রাইখ্যা আইছো?? তাইলে তো দোকানে আর কিচ্ছু নাই!! :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😕 😕 ভাইয়া টেনশন নাই, আসার আগে মাস্ফ্যু ভাবীরে সাথে রাইখা আসছি, কিছু খাইতে গেলেই ফ্রন্টরোল দেয়াবে বলছেন :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাস্ফ্যুর জন্য :frontroll: কার্যকর ওষুধ না রকিব। ওরে লুঙ্গি পিড়া লং-আপ কইরা রাখতে হইবো!! ;)) ;)) ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
x-( সানা ভাই,এই ব্লগে আমার একটা ইজ্জত আছে-প্রিন্সিপাল হৈছেন বৈলা আমার ইজ্জতের এম্নে ফালুদা কর্তে আপনি পারেন না।খাড়ান আমি এডজুটেন্ট জেনারেল আলীমুজ্জামান ভাইয়ের কাছে বিচার দিতেছি x-( x-( x-(
আরিফ : ১০০ মিটারে রকিব তোমার থাইক্যা মাত্র চাইর মিনিট আগে ফিনিশিং লাইন টাচ করছে!! :clap: :clap: :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
একা মাস্ফ্যু আর কয়দিন জমাইয়া রাখবো?
:shy: :shy: :shy: :shy: আমার জীবন থাকতে জইমা থাকা সিসিবি পানি হৈতে দিমুনা :shy: :shy: :shy: :shy:
মাগার আমারো তো জান বইলা একটা জিনিস আছে(এই জান যাস্ট ফ্রেন্ড্রে ডাকা জান না x-( )-সানা ভাই আমার পরিশ্রমটা ধরতে পারছেন।উনারে কোটি কোটি সেলাম :boss: :boss:
সেকেন্ড কার্টুন দেইখা পিরা গিয়া মিরা গেলাম-আমারে ধিরা তুলেন শিজ্ঞিরি =)) =)) =))
ডরাইছো? মাস্ফ্যু? ডরের কিছু নাই!! নারী জাতির মন বড়ই কোমল। মাঝে-মইধ্যে ডায়মন্ড রিং, প্লাটিনামের নেকলেস....... আর মাসে ৫ বার ফাইভ স্টারে ডিনার দিলেই হবে। কনসালটেন্সি ফি'টা টিনের বাক্সে দিয়া দিও। :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
~x( ~x( ~x( ~x( আরে আজিব আমি কইতাছি সিসিবিরে জমায় রাখনের কথা এইখানে নারী জাতি কই আইলো?
আর কোনোটা না, এইটা দেইখ্যা তোমার পিরা-মিরার অবস্থা হইলো ক্যান?? 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভায়রা ভাইয়ের জন্য একখান ফটুক পাইছি।

ঐ ব্যাটাও :just: ফ্রেন্ড খুজতেছে। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব : তুমি শ্যাষে দোকানের সামনে সাইনবোর্ড লইয়া বইয়া পরছো?? :khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
@সানা ভাই-এইটা দেইখা পিরা ক্যান গেলাম সেইটা কইতে পারুম না,শরম লাগে :shy: :shy: :shy:
@রকিব-আমার অলরেডী আছে-এই ছবিডা ষাটোর্ধ যুবক কাইয়ুম ভাই অথবা সিসিবি চিরকুমার সভার সভাপতি আহসান ভাইএর জন্য প্রযোজ্য :))
x-( x-( x-(
🙁 🙁 🙁 :no: :no: :no: :frontroll: :frontroll: :frontroll:
কি বলেন কাইয়ূম ভাই? ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি আর কমু, দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতা, প্রথম হোয়াইট ওয়াশ দেখার লাইগা এই ফক্স কলিং নাইটেও টিভি খুইল্যা চায়া আছি 😀
সেভেন মার্ডারতো সেভেন মার্ডার চৈদ্দ মার্ডারও মাফ কইরা দিমু ;;) ;;)
রাকিবুল গাধাটা শেষ মুহুর্তে আউট হইলো। আর কুনু দূর্ঘটনা না ঘটলেই হয়
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া জাইগা জাইগা খেলা দেখেন?
ইনশাল্লাহ, এইবার একটা আশা আছে? কি বলেন? 🙂
হু 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
শাকিব খেলছে সেরকম :hatsoff:
রকিবুল ব্যাটাও দারুন একটা ইনিংস খেলল 🙂
আশরাফুল সম্ভবত শেষ একটা লাইফ লাইন পাবে ওডিআই সিরিজে।
দেখা যাক 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাঙ্কু ভাইয়া। আসলে ব্যাপারটা হইলো গিয়া......... B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্যাপারটা কি? সানগ্লাস পইড়া মাঠে নামা?
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া এখনো নারী জাতি কে চিনতে পারলেন না। 🙁
তাহলে এইসব ছোট ছোট মাছুম পোলাপাইনের কি হইব? 😉
নারী জাতিকে চিনতে চাই । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দাড়াও চিনাবার ব্যবস্থা করছি। 😛
:shy: আমি নারী জাতিকে একটু একটু চিনি :shy:
আমি আবার কি করলাম?? 🙁 🙁
স্যার জগদীশ চন্দ্র বসু না থাকলে মাস্ফ্যু এইডাও জানতে পারতো না!
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) :)) :)) :)) :))
চ্রম চ্রম চ্রম মজা পাইলাম দোস্ত সামীউর...
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
ধুর পরতে গিয়া দেখি লেট কইরা ফালাইলাম।
হ, দেরি করতে গিয়া লেট!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরিফ ভাই কি না পইরাই চলে আসছিলেন নাকি যে পরতে গিয়া লেট
( :frontroll: )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
x-(
আরিফ ভাই কি না পইরাই চলে আসছিলেন নাকি যে পরতে গিয়া লেট
=)) =)) =)) =)) =))
হারামি জামাই
আমার দোস্ত'র কথা শুইনা হাসোস!
যা গিয়া সিসিবির কমলা রংয়ের ব্যানারের পিছে একহাতে লং-আপ হইয়া বাংলাদেশ জিতছে এই খুশিতে তালি দিতে থাক! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 এইখানে জামাই আইলো কইথিকা???ওইটা মাহমুদ,আমি না 😮 😮
ওইডা ধইরো না জামাই। কামরুল কালকা কয়েক ঘণ্টা অজ্ঞান :no: আছিল 🙂
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
~x(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮 😮 কি কন?উনি কি মাল খায়া টাল হয়া পিড়া ছিলেন? 😮 😮 😮
মাস্ফু ভাই, লাবলু ভাইতো তা বলেনি। :grr:
তুমি খালি খাওয়ার কথা চিন্তা করো কেন? :-B
প্রথম কে হইল?
মনসুর : উত্তর তো পাইছো? 🙁 তোমার মিশন অভিজ্ঞতা পড়তে মঞ্চায়।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জি ভাইয়া আমারও লিখতে মঞ্ছায় 🙂
১। বন্য ভাই !!! 😮 😮 😮
২। থাক কিছু কমু না, বড় ভাইরা ধইরা আমারে আন্দামানে নির্বাসন দিতে পারে।
৩। এইটা মনে হয় দিহান আপু আর মঈন ভাই।
৪।ভাইয়া, আমি গেলে :teacup: দিবো কে?? বাকীরা যাক, আমি আপনার অফিসে পেত্যেকদিন চা দিয়া আসমু, উইথ টোষ্ট বিস্কুট 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব : কোনডা কেডা, এই নিয়া আমি মন্তব্য করমু না। খালি নির্দোষটা বন্য মিয়া.... 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছোট ভাইয়া, কিছু বললে? x-(
বড় বোন আর দুলাভাইরে নিয়া মস্করা করতে পারলে? 🙁
😕 😕 😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেলাডি রকিব, কেয়ামত পর্যন্ত ফ্রন্টরোল ক্যারি অন... x-(
ভাবী, চিন্তা কইরেন না। বাচ্চা পুলাপাইন, রগড়ায়ে ঠিক করতে হবে...
তৌফিক ভাই পারলেন!!! আপনি এমন করতে পারলেন!!!! :(( :(( :frontroll: :frontroll: == কেয়ামত;
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাই, তুমি পারলে? এমন করতে পারলে? বড় বোন রে নিয়া? :(( :((
আমি তো আসলে দুলাভাইয়ের সাথে মশকরা করছি। তো কান টানলে আসে মাথা সাথে আপনিও আইসা পড়ছিলেন 😕 । ছুড ভাইটারে ঐ নিষ্ঠুর তৌফিক ভাইয়ের হাতে তুলে দিলেন কতল করবার জন্য।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিতো তুলে দিইনাই, তৌফিক ভাই, নিজ দায়িক্তে দিয়েছেন। উনিতো বুঝেনি তুমি দুলাভাইয়ের সাথে মশকরা করছিলে? উনার ভাবী'র সাথে মশকরা করেছো মনে করে, শাস্তি দিলেন। 😉
ঠিক আছে, ১০টা দিয়ে নাও, বড় ভাই দিয়েছেন যখন।
আমি উনারে কইতেসি, কেয়ামত পর্যন্ত যাতে মাফ করে দেন। 😀
দিহান ভাবী কইল দেইখা, যা উইঠা পড়। 🙂
তৌফিক ভাই, তুমি থাকতে চিন্তা কিসের? 🙂
যাই, নাকে তেল দিয়া ঘুমাতে যাই। 😉
খালি আওয়াজ দিবেন ভাবী, হাজির হইয়া যাব। B-)
রকিব রে, তোর দোকানে আয়েস কইরা ঠ্যাঙ্গের উপ্রে ঠ্যাং দিয়া চা খাইতে মঞ্চায় 🙁 🙁
ঠিকাছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
কি ঠিকাছে? ধইরা এমুন পাঙ্গা দিমু! 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁
🙂
:-B কেডা? খুইলনা?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ ভাই। আমারে কেউ মনে রাখে না......
🙁 🙁
ক্যাডা মাহমুদ ভাই নি???? আছেন কেমন??? লন :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যাডা... লাবলু ভাই নাকি... ;)) ;;) 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম নি, আইছো?? তোমার জইন্যই আইজকা এই অবস্থা!! এক নম্বর. নিজে কিছু লেখ না। দুই নম্বর. ব্লগডারে হোয়াইট ওয়াশ কইরা পুলাপাইনরে ঠান্ডা কইরা দিছ!! :gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আগামীবার যদি জনগণের ম্যান্ডেট নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে পারি তবে এনশাল্লাহ সিসিবি নামক ব্লগডারে এক্কেবারে লালে হলুদে মাখা মাখি করায়া দিমু B-) B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap: :clap: :clap:
আম্জন্তার্কাম্খালি তালি বাজানো। 🙁
হ 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
লাবলু ভাই, ওগো মন খারাপ থাকা মানেই তো আমাদের মন ভালো ( পকেটের স্বাস্থ ভালো তো মনও ভালো!) থাকা, তাই জয়তু " মন খারাপ"। কর কর আরো বেসী কইরা মন খারাপ কইরা এসএমএস কর 😀 😀 😀
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
সানাউল্লাহ ভাই,
অতিশয় আনন্দিত হইছি কার্টুন গুলা দেইখা...লেখার স্টাইলটাও জটিল লাগছে......
আরো কিছু থাকলে দেন না...
আহসান : আনন্দ দিতে পারায় আগে একটু :tuski: নিই? তোমরা চেইন মেইল না পাঠাইলে আমি ওইগুলা পামু কৈ?? আসো :hug: করি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই,১ নাম্বার কার্টুনে মাস্ফ্যুভাই আর জুনা ভাইরে এমনে বাঁশটা মারলেন... :khekz: :khekz: :khekz: :grr: :grr:
:))
ওয়ে ওয়ে বন্য ফিরা আইছেরে ... :tuski: :awesome:
:guitar:
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: =))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি কন ভাইয়া? মন খারাপ হইবনা? আমি আইসা বইসা থাকি, কারো দেখা নাই।
ভাইজান আপনারও তো দেখা নাই। আর আমি ২দিন ছিলাম না, এখন খালি আমার দোষ? 😛
আমি আর মাস্ফু ভাইয়া আর কত এক জমিয়ে রাখব? যে গরম পরেছে, বরফতো গলবেই। ;;;
লেখায় আমার নাম দেখলাম মনে হয়? :awesome: :awesome:
দিহান : কানাডায় কি ভোর হয়, বাংলাদেশের রাত ২টার পর? অত রাতে লগ-ইন করলে জমবো কেম্নে?
আর হ, নামের বিষয়টা। ওইটা তো ফাঁকিবাজদের তালিকা!! ওই তালিকায় নাম তুইল্যা নাচলে পুলাপাইন কি কইবো?? ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া ফাঁকিবাজদের তালিকা হলেও আমার নাম আসছেতো? 😀
পোলাপাইন জানে দিহান ভাবী ফাঁকিবাজ না। 😛
আপনি মনে হয় খেয়াল করেননি, আজকে সর্বোচ্চকারী মন্তব্যে কে পরথম আছে? :grr:
সাদা কাল সিসিবি :((
রঙিন করে দেওয়া হোক এক্কেরে নীল রঙ দিয়া।
আরো একটা জিনিস দেখা যায় কেউ লগইন করে না । অতিথি থাকলে কি চা বিস্কুট পাওয়া যায় নাকি?
সানা ভাই,
এডজুট্যান্ট রে অনেকদিন দেখি না এই জন্য মনে হয় সবাই ফলইনে ডজ মারতাছে।
তোমারেও তো আজকেল দেখা যায়না। তোমারে দিয়া শুরু করি কি বল? 😛
কি শুরু করবেন ? 🙁
ভুই পাই
গত তিনদিনে ১১ ঘন্টা ঘুমাইছি
আমি কি জাগিয়ে রেখেছি নাকি? এত করে বলি যাও ঘুমাতে যাও।
কে শোনে কার কথা :bash:
বাংলাদেশের খেলা দেখলাম ২ দিন দুই বড় ভাইর বাসায় দাওয়াত খেয়ে আড্ডা দিলাম ঘুমাবার সময়ই তো পাইলাম না। আজ তো আবার উইক শুরু হয়ে গেল। নাহ এই উইকএন্ডটা ঘুম হল না।
এখনতো আবার প্রেসেন্টেশন আছে, ভালই ব্যস্ত। 🙁
২ নাম্বার কার্টুনটা দিয়া বিয়ের আগেই কাইয়ূম ভাইরে ডর দেখানোর জন্যে লাবলু ভাইয়ের ব্যাঞ্চাই। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ
কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr: :grr:
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দেখছনি কান্ডডা, '৯৪ ব্যাচের কপিরাইট করা ডায়লগ '৯৬ ব্যাচের পোলাপাইন সমানে মারতেছে। ধইরা রগড়াইতে হবে , কি বলেন কাইয়ূম ভাই? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ, কি বলেন কাইয়ূম ভাই?
কি বলেন কাইয়ূম ভাই ? (ক.র. '৯৪) 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুম............কি বলেন কাইয়ূম ভাই ?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কাইয়ূম ভাইয়া এরা কি কয়? 😛
কি বলেন কাইয়ুম ভাই =))
হাহাহাহা =)) =))
ব্যাপক মজা পাইলাম লাবলু ভাই। =)) =))
ক্লাস নাইনে ডর্মলিডা ছিলাম (মাঝখান দিয়ে সবাইকে একটু জানিয়ে দিলাম 😀 )
আমার ডর্মের এক জুনিয়র প্রথম চবির মত জানালা দিয়ে 😀 😀 😀
আর নিচের তলার এরশাদ ভাই বৃস্টিস্নাত হত
:)) :)) :)) :)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
x-( x-( এরশাদ মানে আমাদের ব্যাচের এরশাদ?বুয়েটের??? x-( x-( x-(
এতো ক্ষেপলি ক্যান মাস্ফ্যু... পোলাডা তো ভাল কাজই করছে... গাছে পানি দিছে... :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অফটপিকঃ :)) :))
x-( x-( x-( x-( x-( x-(
ক্যাডা… লাবলু ভাই নাকি ? সালাম ভাইয়া। আছি, জানান দিতে আইলাম আর কি
রবিন কি পথ ভুলে নাকি? আজকাল কি ভাইজান গুলশান এলাকার বাইরে যাও না?? ভালো ভালো! 🙁 🙁 🙁
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু বাই কি দিলেন বাই :)) পিরা =)) গিয়া :goragori: পিরাই :khekz: মিরা গিলাম
:pira: :khekz: :goragori: =)) :))
রেজওয়ান : তুমি এতোদিন পর কোত্থেকে উদয় হলে ভাইয়া? যাক, তবুও তো দেখা হলো। মিরা গেলে আমার নামে কোনো মামলা দিও না। দিনকাল যা পড়ছে!! 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া, কোর্সে আছি, তাই একটু ব্যাস্ত সময় কাটে....নেটও তাই ইউজ করা হয় না.....শুধু মাঝে মাঝে সিসিবি'তে আসার জন্য কানেক্টেড হই, আর মোবাইল দিয়া মাঝে মাঝে ঘুরে যাই....সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত মনে হয় এভাবেই চলবে :((
দোয়া করবেন ভাইয়া, আপনাদের সব্বাইকে প্রচন্ড রকমের মিস করি :(( :(( :(( :((
দেরিতে পড়লাম। ভাল্লাগছে সানা ভাই। 😀 😀 😀
আপ্নের্পিসিঠিখইছে?
আমার্পকিক্ষার্জন্যকমেণ্টাইতেপার্তাছিনাভাই
তোর্পরিক্ষাকবেশ্যাষহৈব?
এখন অফিস থেকে কমেন্টাইতাসি।
আজকে রাতে গি্যা পিসি কানেক্ট করবো। হার্ডডিস্ক গেছিলো।
😀 😀 😀 @ আমিন
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সেই রকম হইছে সানা ভাই
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
থ্যাংকুওওও..........
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রাত ৯টা ৫৫ মিনিট :
:-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রাত ৯টা ৫৭ মিনিট :
;;) ;;) ;;)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
* মাসরুফ (১৯৯৭-২০০৩)
* সানাউল্লাহ (৭৪ - ৮০)
* কামরুল হাসান (৯৪-০০)
* দিহান (অতিথি)
😀
কানাডার সূর্য উঠছে? আজকে তো আবার সূর্যগ্রহণ!! 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আসসালামুয়ালাইকুম ভাইজান । 😀
সূর্য উঠেনাই এখনো। 😛
নাও এখন রকিবের দোকানের :teacup: খাও। আমি অনেকক্ষণ পাহারা দিছি। এইবার বাড়ি যাই? :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চা'এর জন্য ধন্যবাদ। 🙂
ভাইয়া, দেখলেন কি ফর্মে আছি? দুইটা পোষ্টে একসাথে ১০০ ক্রস করে ফেলেছে। B-)
ভাইজান এত তাড়াতাড়ি বারী যাচ্ছেন? ইস্পিশাল কিসু আসে? :grr:
বারী হবে বাড়ি 😛
লাবলু ভাই তো সাকিব হইছেন দেখতাছি। ব্যাট-বল সমানে চালাইতাছেন।
কি করমু! কলেজ ছুটি দিয়া পাহারা দিতাছিলাম.......... ;)) ;)) ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মাঝখানের দুইটা চরম হইসে :clap:
ইয়া খ্যাক খ্যাক খ্যাক খ্যাক :khekz: :khekz:
হাসিটা কি আরবীতে হৈল নাকি :-/
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে নতুন জামাই নাকি? এতোদিন পর এই বিকালে ! দিমু নাকি একখান..... :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দাও দিকি একখান................. সব জায়গায় সময় পায়, সিসিবিতে সময় পায় না!! x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই আদেশ দিছে।
বেলাডি রায়হান
যা গিয়া বাউনিয়ায় লং-আপ হৈয়া প্লেন যাওয়া আসা দেখ। :grr:
অ: ট:
লাবলু ভাই, রুখজানারেও কি পাংগা দিমু? নাকি উল্টা আইসক্রীম খাওয়াইবেন! 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
না, আমার বোইনডারে কিছু কইও না। বেচারার কম্পিউটার ক্র্যাশ করছে! এমনিতেই সিসিবিতে আসতে না পাইরা মন খারাপ! ওরে বরং বাউনিয়ায় আইসক্রিম খাইতে খাইতে আবীরের পাঙ্গা তদারকির দায়িত্ব দাও। ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওয়া ওয়া (আরবীতে কান্না :(( )