এইটা কোন তথ্য ভিত্তিক লিখা না স্রেফ একগুচ্ছ অনুমান। অবশ্য গুনিজনেরা বলেন তথ্যের অনুপস্থিতিতে অনুমানই একমাত্র অবলম্বন।
পশ্চিমে এমন অনেক মুভিই হয়েছে যেখানে দেখা গেছে যে একজন ল’এনফোর্সার বা ডিটেকটিভ বা প্রাক্তন এফবিআই এজেন্ট হঠাৎ আবিষ্কার করলেন যে তার খুব ঘনিষ্ট কেউ একজন কোন একটি সংগবদ্ধ অপরাধচক্রের সাথে জড়িয়ে পরেছেন।
কি করবেন তিনি?
প্রথমে অবশ্যই সেই ঘনিষ্ট জনকে ফেরানোর চেষ্টা করবেন। তবে সাথে সাথে চক্রটি ভাঙ্গার,