বাস্কেটবল আমি খুব ভালা পাই। সেইরকম লাগে, বল হাতে ঝানু একজন খেলোয়াড় যখন পাম্প ফেক বা স্পিন মুভ দিয়ে নাই হয়ে যায় সেটাতে আমি সুকুমার নৃত্যের কারুকাজ খুঁজে পাই। মেয়েদের নাচ হলে সেটা হয় লাস্য আর ছেলেদের তান্ডব। আজকে লাস্য নিয়েই কথা বলব। প্রমীলা বাস্কেটবল আমার খুব একটা দেখা হয় না। মাঝে মধ্যে শুধু হাইলাইটস। প্রমীলা বাস্কেটবল মানে ডব্লু এন বি এ, ইউ এস এ-র প্রফেশনাল লীগ। ডব্লু এন বি এ-র যতোজন চোখে পড়ার মতো খেলোয়াড় আছে তাদের মধ্যে ক্যান্ডেস পার্কার অন্যতম। আরো ভালো লাগে সু বার্ড আর লওরেন জ্যাকসনকে। এদের পরিচয় আর ইতিহাস দিয়ে আপনাদের বিরক্ত করবো না। কিছু ভিডিও-র লিংক দেব শুধু। ডব্লু এন বি এ-তে দর্শক হয় না। আগেই বলেছি প্রো লীগ, সুতরাং টিকেট বিক্রির টাকা দিয়েই এদের চলতে হয়। তাই মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে কিছু কমার্শিয়াল বানিয়েছিল। ওইগুলার লিংকই দেবো। দেখে আমার খুব ভালো লেগেছিল, আজকে ভাবলাম দিয়েই দেই।
ক্যান্ডেস পার্কারঃ
সু বার্ডঃ
লওরেন জ্যাকসনঃ
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
না পইড়াই??? 😡 😡 😡
=)) =))
কথাটা জটিল লাগলো...
:boss: :boss:
তৌফিক,
যেই মেয়েগুলা বাস্কেটবল খেলে, ওদের নাচও কি লাস্য? :grr:
তোমার বুকের পাটা আছে রে ভাই......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস, পর পর দুই পোস্ট !!
আপনি ত গুলি শুরু করছেন পোস্ট-এর...
:gulli2: :gulli2:
এত্ত ইশট্যামিনার পান কই থন ??
আরেকটা লেখমু ভাবতেছিলাম। এডু স্যারের লিস্টিতে উঠতে চাই না, তাই চিন্তা বাদ। ঘুম আইতাছে না। আমার রুমমেট সারারাইত পার্টি করছে বাড়িতে। আমার পারমিশান নিছিল অবশ্য। তাই রুমে বইসা বইসা ব্লগাইতেছি।
দিনের সবচেয়ে বেশি মন্তব্যকারী হিসাবে নাম তোলার জন্য নিজেই নিজের ব্লগে মন্তব্য করিলাম। :grr:
কাইয়ূম ভাই ইজ ব্যাক 🙁
:grr: :grr: :grr:
ঢাকায় এখন সেরকম একটা কালবৈশাখি চলতাছে। এর তালে তালে আমিও চালাইতাছি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
লাভ নাইক্কা...
:grr: :grr: :grr:
আমিও মন্তব্যকারী হপো। 🙂 (কপিরাইট: মাস্ফ্যু)
আমি তাইলে দেখাই কেমনে মন্তব্যকারী হইতে হয়......
ও দেখাই ফেলছি ইতিমধ্যে। :grr:
(আমার ঝুলিতে আরো একটি :grr: :grr: :grr: )
ভাই, কাইল্কা আমি বিশাল ব্যবধানে চ্যম্পিয়ন ছিলাম, তয় "পিরিন্ট ইশকিরিন" মাইরা রাখার কথা কইলাম মনে আছিল না, প্রমিজ
:bash: :bash:
প্রিন্ট ইস্কিরিন ব্যাপার না। বুশরে জুতা মারার খেলায় সর্বোচ্চ স্কোর একবার আমার ছিল, সবাই প্রমাণ হিসাবে স্কোর দাখিল করতেছিল প্রিন্ট স্ক্রীন দিয়া। আমি চোরের উপর বাটপারি কইরা হালকা একটুখানি গিম্প মাইরা সর্বোচ্চ স্কোরার হইছিলাম। 😀
হ, আমার এইখানেও সব আন্ধার হইয়া আসলো। কেমনে কী? :awesome:
আমি পোস্ট নিয়ে বলি (পরে পোস্টের বাইরে আরেকটা মন্তব্য 😉 )
আমার অফিসে স্পীকার নাই। তাই অডিও ছাড়া ভিডিও দেখলাম। তিনজনের খেলাই ভাল লাগলো। ক্যান্ডিস, সু, লওরেন, তিনজনেই দেখতে সুন্দর। মেয়ে অ্যাথলিট বা প্লেয়ার শুনলেই কেমন জানি শক্তপোক্ত মারদাঙ্গা মনে হয়। সেদিক দিয়ে এদেরকে অনেক সুন্দরী, কমনীয় লাগলো! আহা! :dreamy: :dreamy:
বাসায় গিয়ে গলার্স্বর শুনে দেখব আসলেই দশে দশ দেয়া যায় কী না। (এমনিতে খেলায় তো এগারো দিয়ে রাখছি :clap: )
ক্যান্ডেসঃ পাওয়ার + ফিনেস
সুঃ ফিনেস
লওরেনঃ পাওয়ার
:-B
ফিনেস মানে কি?? 😉 😉
স্যরি ভুল ইমো দিছি 😕 😕
finesse/ finess
আর কিছু জিগাবি? উত্তর দিতে মন চায়। 😀
মঞ্চে উইঠা মঞ্চাইলে তো সমস্যা! আমি আর কী কী জানি না সেই লিস্ট করি তাইলে! 😉
ওহ! ফিনেসের মানে বুঝলাম। হ্যাঁ, আমারও দেইখা সু'কে পুরাই ফিনেসে ফিনেসময় মনে হইছে! আহা! :dreamy: :dreamy: :hug:
নাহ, খ্যামা দিলাম। ঘুম পাইতাছে। 😛
সু'র হাসিটাও সেইরকম না? মহিলা খুব ভালো পয়েন্ট গার্ড।
আমি ক্ষমা দিমু না! পয়েন্টে দাঁড়ায়ে ফিল্ডিং করবো। মহিলা কি বিবাহিত? :shy:
:shy: ইয়ে মানে আন্দা ভাই হাইটে মুনে হয় আমার সাথে ভাল মানাবে(এইটা আবার "ইয়ে" যানি না জানে)
হাইটে কী যায় আসে? সু এক্সপেক্টস গ্রেট! অ্যান্ড শি ওয়ান্টস টু উইন! এটুকুই যথেষ্ট, নয় কি?? 😉
লওরেনের হাইট ৬ফুট ৫ ইঞ্চি। চলবে?
ঐ খেলুম না। এমনে কইরা ফ্লাডিং এর বিরুদ্ধে তেবরো পোরতিবাদ।
তুমি কি খেলবা? তুমি কি তালিকায় আছো নাকি? 😡
তালিকায় থাকারা কম্পিটিশান দিতে পারে। 😀
বাহ্ তৌফিক! তুমি তো দেখি আজকে তুমুল ফর্মে আছ!
চালায়ে যাও তোমার গুলাগুলি। :gulli2:
তিনটা ট্রেইলর-ই ভালো লাগল। :clap: :clap:
আহা রে! একটা সময় ছিল যখন আমিও বাস্কেটবল খেলতাম। সেই ইন দ্যা ইয়ার নাইনটিন সিক্সটি নাইন...... :dreamy: :dreamy:
শুধু সিক্সটি নাইন এই খেলেছো? এতো সাল থাকতে শুধু সিক্সটি নাইন এই। এরপর কি স্বাধীনতা আন্দোলনে ব্যস্ত হয়ে গেসিলা?
=))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :pira: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
কিন্তু সিক্সটি নাইনের গণ আন্দোলন বাদ্দিয়া বাস্কেটবল খেলনের লাইগা তানভীরের ব্যাঞ্চাই :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইবার পুরাই :pira: :pira: এইটা কি কইলেন কাইয়ূম ভাই
:gulli2: :gulti: :pira:
ভিডিও ৩ টায় খুব ভালো লেগেছে।
🙂
আগে ভিডিও গুলা দেইখা লই, পরে কমেন্ট কর্মু B-)
এখনো দেখ নাই? :-/
প্রমীলা বিচ ভলিবল নিয়ে একটা :just: ভিডিওবহুল পোস্ট দেওন যায় না :dreamy:
ঐ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷