আজাইরা পোস্টঃ প্রমীলা বাস্কেটবল

বাস্কেটবল আমি খুব ভালা পাই। সেইরকম লাগে, বল হাতে ঝানু একজন খেলোয়াড় যখন পাম্প ফেক বা স্পিন মুভ দিয়ে নাই হয়ে যায় সেটাতে আমি সুকুমার নৃত্যের কারুকাজ খুঁজে পাই। মেয়েদের নাচ হলে সেটা হয় লাস্য আর ছেলেদের তান্ডব। আজকে লাস্য নিয়েই কথা বলব। প্রমীলা বাস্কেটবল আমার খুব একটা দেখা হয় না। মাঝে মধ্যে শুধু হাইলাইটস। প্রমীলা বাস্কেটবল মানে ডব্লু এন বি এ, ইউ এস এ-র প্রফেশনাল লীগ। ডব্লু এন বি এ-র যতোজন চোখে পড়ার মতো খেলোয়াড় আছে তাদের মধ্যে ক্যান্ডেস পার্কার অন্যতম। আরো ভালো লাগে সু বার্ড আর লওরেন জ্যাকসনকে। এদের পরিচয় আর ইতিহাস দিয়ে আপনাদের বিরক্ত করবো না। কিছু ভিডিও-র লিংক দেব শুধু। ডব্লু এন বি এ-তে দর্শক হয় না। আগেই বলেছি প্রো লীগ, সুতরাং টিকেট বিক্রির টাকা দিয়েই এদের চলতে হয়। তাই মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে কিছু কমার্শিয়াল বানিয়েছিল। ওইগুলার লিংকই দেবো। দেখে আমার খুব ভালো লেগেছিল, আজকে ভাবলাম দিয়েই দেই।

ক্যান্ডেস পার্কারঃ

সু বার্ডঃ

লওরেন জ্যাকসনঃ

৩,৩৯৪ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “আজাইরা পোস্টঃ প্রমীলা বাস্কেটবল”

    • তৌফিক

      আরেকটা লেখমু ভাবতেছিলাম। এডু স্যারের লিস্টিতে উঠতে চাই না, তাই চিন্তা বাদ। ঘুম আইতাছে না। আমার রুমমেট সারারাইত পার্টি করছে বাড়িতে। আমার পারমিশান নিছিল অবশ্য। তাই রুমে বইসা বইসা ব্লগাইতেছি।

      জবাব দিন
  1. আন্দালিব (৯৬-০২)

    আমি পোস্ট নিয়ে বলি (পরে পোস্টের বাইরে আরেকটা মন্তব্য 😉 )
    আমার অফিসে স্পীকার নাই। তাই অডিও ছাড়া ভিডিও দেখলাম। তিনজনের খেলাই ভাল লাগলো। ক্যান্ডিস, সু, লওরেন, তিনজনেই দেখতে সুন্দর। মেয়ে অ্যাথলিট বা প্লেয়ার শুনলেই কেমন জানি শক্তপোক্ত মারদাঙ্গা মনে হয়। সেদিক দিয়ে এদেরকে অনেক সুন্দরী, কমনীয় লাগলো! আহা! :dreamy: :dreamy:

    বাসায় গিয়ে গলার্স্বর শুনে দেখব আসলেই দশে দশ দেয়া যায় কী না। (এমনিতে খেলায় তো এগারো দিয়ে রাখছি :clap: )

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    বাহ্‌ তৌফিক! তুমি তো দেখি আজকে তুমুল ফর্মে আছ!
    চালায়ে যাও তোমার গুলাগুলি। :gulli2:
    তিনটা ট্রেইলর-ই ভালো লাগল। :clap: :clap:
    আহা রে! একটা সময় ছিল যখন আমিও বাস্কেটবল খেলতাম। সেই ইন দ্যা ইয়ার নাইনটিন সিক্সটি নাইন...... :dreamy: :dreamy:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।