নিউফাউন্ডল্যান্ডের বিভিন্ন জায়গায় তোলা। লেখালেখির মাঝে দেখা যাক আলোকচিত্র বৈচিত্র্য আনতে পারে কিনা। ভালো থাকবেন সবাই।
২৩ টি মন্তব্য : “আচার০০৩: ফটোব্লগ”
মন্তব্য করুন
নিউফাউন্ডল্যান্ডের বিভিন্ন জায়গায় তোলা। লেখালেখির মাঝে দেখা যাক আলোকচিত্র বৈচিত্র্য আনতে পারে কিনা। ভালো থাকবেন সবাই।
হোমপেজে প্রিভিউ সাইটের বারোটা বাজাইতেছিল, তাই বাকি ছবিগুলা কমেন্টে দিলাম।
মুহাম্মদ (৯৯-০৫) বলেছেন,
অক্টোবর ১২, ২০০৮ @ ৭:৫৪ অপরাহ্ন · সম্পাদনা
ছবিগুলা খুব সুন্দর। কারেন্টের লাইনের ছবি অনেকগুলাই দেখছি। কিন্তু এইটা একদম অন্যরকম।
ভবিষ্যতে আরও ছবি ব্লগ পাবো আশাকরি। এই সুযোগে আমাদের কানাডা (দূর)দর্শন হয়ে যাবে।
ভাই মুহাম্মদ, তোমার কমেন্টটা ডিলিট কইরা দিতে হইল, নাইলে পোস্টের কন্টিনিউশন থাকে না। আশা করি , মাইন্ড খাইবা না।
ছবিগুলা ভালো লাগছে দেইখা ভালো লাগল।
নাহ ঠিক কইরা ফেলছি এইখানেই হানিমুন করুম।
অফ টপিক-টাকা দিবে তৌফিক থুক্কু গৌরি সেন 😀
ঠান্ডা সহ্য করতে পারলে জায়গাটা খারাপ না। আইসা পইড়ো। দেওয়ার মালিক আল্লাহ, বন্দোবস্ত হইয়া যাইব।
মাসরুফরে ইদানিং বিয়া-শাদি নিয়া বেশ সিরিয়াস দেখা যাইতাছে দেখি... :shy:
সংসারে প্রবল বৈরাগ্য!
বিয়া করুম আমি আর লাল হন আপ্নে,ঘটনা কি?সুন্দরী শ্যালিকা আছে নাকি বস? 😉 আমি কিন্তু ছেলে খ্রাপ না :grr:
আমি তো কয়েক দিন ধইরাই চিল্লাইতাছি যে মাসরুফরে কিছু একটা করন লাগবো...। ওর এখনকার অবস্থার নাম হইলো গিয়া "আর রাখতারিনা..." 😉 (মাসরুফ মাইন্ড খাইলা নাকি?)
🙂
খুবই আরামপ্রদ পোস্ট।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো ভাই।
ছবি গুলা সুন্দর, পোষ্টার পোষ্টার মনে হয়।
কলেজ জীবনে পাইলে লকারে লাগায় রাখতে পারতাম।
এইসব ছবিরে আমরা কলেজে থাকতে বলতাম পোষ্টকার্ড ছবি। সেভেন ডেজ এ গিয়ে পোলাপান বহুত পোষ্টকার্ড ছবি তুলছিল।তৌফিক তোর পোষ্টকার্ড ছবি দেখে কঠিন লাগছে।
@ কামরুলতপু
তোমার প্রোফাইলের ছবিটাও পোস্টকার্ড ছবি। ১০২৪*৭৬৮ সাইজ কইরা আমারে মেইল-এ দেও।
ডেস্কটপে ওয়ালপেপার বানাইয়া ফেলি। :grr: :grr: :grr:
ধন্যবাদ কামরুল, নিতান্ত শখের বশে তোলা। ভালো আসছে তাই দিয়া দিলাম।
শেষ ছবিটা আগে খেয়াল করি নাই। চরম।
শেষটা আমি তুলি নাই 😛
:bash:
আমিও যাইতাম 🙁
ছবিগুলো দারুণ!!
আফামণি, আইসা পড়েন। তয় ঠান্ডার জামাকাপড় কইলাম বেশি কইরাই আনতে হইবো 🙂
ইয়ো...তৌফিক ইয়ো...
জটিলস...
ধন্যবাদ আহসান ভাই। তেলাপোকার পাখি হইবার শখ হইছে। ফটুগেরাফী করি আরকি, দোয়া রাখবেন। 😛
অসাধারন সুন্দর ।