(ব্লগ চালু হইছে। লেখা দেয়া দরকার, কিন্তু রোজা রাখছি দেইখা বিতলামি মার্কা লেখা দিমু না ঠিক করলাম।)
১…
মামা হইলাম এই প্রথম। কিন্তু, মামা হইবার খবর এইখানে কেন, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। যদি এসে থাকে, তার উত্তরে বলছি, আমার ভাগ্নে, রাকসান আল ইসলাম-এর মা, মামি এবং মামা এক্স ক্যাডেট। সুতরাং এই ব্লগে এতো এতো খালা, মামাদের কাছ থেকে সে একটু আর্শীবাদ চাইতেই পারে। মামা, খালারা তাকে নিশ্চয় নিরাশ করবে না।
২…
ভাগ্নের নাম ঠিক করে দিলাম আমি। সুদূর প্রবাস থেকে, আমার না দেখা ভাগ্নের নাম আমি দিলাম- প্রথম প্রথম খুব ভালো লাগছিল। এখন, বিশেষ করে এই কয়দিন আমার চরম আতংকে দিন কেটেছে। ভাগ্নের নাম তো দিলাম, ভাগ্নেরে তো জিজ্ঞাস করা হয়নি নাম পছন্দ হয়েছে কিনা। বড় হয়ে যদি এখন আমার উপর ক্ষেপে থাকে, আমার আর কিছু করার থাকবে না। বড় রিস্কি কাজ করে ফেলছি। আমার জন্য দোয়া করবেন ভাগ্নে যেন বড় হয়ে নিজের নামকে পছন্দ করে।
তৌফিক,
অভিনন্দন তোমাকে এবং আপাকে। তুমি খুবই খাটি কথা বলেছো। রাকসান শুধু চাইবে কেন - এটা ওর অধিকার। ব্লগের এত্তগুলি মামা খালারা অবশ্যই দোয়া করবে ওর নিষ্কন্টক, কুসুমাস্তীর্ন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য।
নাম নিয়ে তোমার এত ভয়ে থাকার কিছুই নেই। আমার দৃঢ় বিশ্বাস ভাগ্নে ভবিষ্যতে অবশ্যই এই নাম পছন্দ করবে ইনশাল্লাহ।
রাকসানের সকল খালা এবং মামা রা,
সবাই প্রান খুলে দোয়া করবেন আমাদের ছোট্টমণির জন্য।
হা হা হা......এইটুক পিচ্চি একটা লেখার মধ্যেও হাসির ম্যাটেরিয়াল থাকবে এক্সপেক্ট করি নাই। দোয়া করি যেন তুই দেশে যাওয়ার পরে ওকে কোলে নেবার সাথে সাথে যেন তোর ভাগ্নে তোর কোলে পিসু করে দেয় =))
নাহ, সিরিয়াসলি, অনেক অনেক খুশি হইলাম খবর শুনে। দোয়া থাকলো। 🙂
আশিক ভাইয়ের দোয়া জানি কবুল হয়......সবাই এক্সাথে বলেন ছুম্মা আমিন!
আমিন
ধন্যবাদ সবাইকে।
ভাগ্নারে কোন কলেজে দিবা কিছু ঠিক করছ???
ক্যাডেট নাম আল তো হবে না...রাকসান অথবা ইসলাম দিতে হবে...
I prefer Raksan...
ধন্যবাদ ভাইয়া, মির্জপুরে দেয়া যায়...মামও মির্জাপুরের কিনা। দোয়া রাখবেন।
মামা তো হইলাম। চাচ্চু হবো কবে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, ওইটা আমাদের সোহেলরে জিগাও, বসে বহুদিন হইল বিয়া করছে।
রাকসান নামট পছন্দ হৈলো না। ক্যামন জানি পাকিস্তান পাকিস্তান গন্ধ। B-)
🙁
রাকসান নিজে পছন্দ করলেই হইল।
নাম ভাল হইছে। রাকসানও পছন্দ করবে, চিন্তা কইরেন না।
:hug:
কনগ্র্যাটজ মামা ... দোয়া করি তোর ভাইগ্না তোর মত লম্বা হোক, তবে বুদ্ধিশুদ্ধি তোর চে একটু বেশি হইলে ভালো 😀 ... তবে সত্যি কথা কই, নামটা আমারো পছন্দ হয় নাই 🙁 [অবশ্য আমার বেশির্ভাগ নামই পছন্দ হয় না, আরবি নাম রাখার কি দর্কার এই নিয়া পাব্লিকের সাথে বহুত তর্কাতর্কি করছি :p ]
নাম পছন্দ হইল না, আমার তো তাইলে ভয় আরো বাইড়া গেল। 😕
আরবি নাম......হুমম কথাটা ভুল কস নাই, কিন্তু রাকসান - এর বাংলা করতে গেলে হয়া যায় "প্রজ্বলিত", কি করুম ক।
তৌফিকভাই, নতুন একটা ছবি আপলোড করে দেন। এই সার্ভারে আসার পর ছবি নিয়া গ্যান্জাম করতেসে। আল্লাহ মাবুদ ক্যান। 😕 ছবির এক্সটেনশন যেন ছোট হাতের হয়। .JPG এর বদলে .jpg তে চেন্জ করে নিয়েন।
অন্যান্য যাদের কমেন্টে ছবির জায়গায় আরেকবার নাম আসছে তাদেরও একই সমস্যা হচ্ছে। তাদের সবাইকেও আপলোডকৃত ছবি চেন্জ করার জন্য অনুরোধ করা হল।
সাতেও নাই, পাঁচেও নাই
করছি, ধন্যবাদ ভাই।
কংগ্রাট :party:
ধন্যবাদ আপু। 🙂
ভাইগ্না গুলা বড়ই পেইন দেয়। পকেট ফাঁকা কর্তে ওস্তাদ। তার্পরেও ভাল লাগে।