আচার ০১৬: আবারো কাব্যকথা

[নতুন পোস্ট দেয়ার সময় নাই, তাই পুরোনো একটা কবিতা আবার দিচ্ছি। বাংলা ব্লগ সম্পর্কে তখনো জানি না, চরম বুদ্ধির আধার এই অধম তাই ফেসবুকে ব্লগিং করা শুরু করেছিল। কবিতা লিখে তার স্ক্রিনশট ফেসবুকে আপলোড করে দিতাম। ওটা ছিল আমার প্রথম বাংলা অনলাইন পাবলিকেশন। এর কিছুদিন পরেই বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি। আমার ওখানের কবিতা এখানে আবার দিলাম।]

ভালোবাসি ততোটাই যতোটা বাসা যায়।
লোবান জ্বেলে রাতের আধাঁর সাজিয়ে
বাতাসের ফিসফিসানিতে বহুবার বলেছি,
সিক্ত চোখের ভাষা তবু কি বোঝনি?
খুব নিবিড় করে বুকে জড়াবো বলে
ধূ তোমায় কাছে ডাকতেই
বেতস মূলের লজ্জায় কাঁপতে থাকো…এরপর,
শিহরণ! শিহরণ!! অধরে শুনেছি মিতাক্ষরা উচ্চারণ।

১,৪৪৬ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “আচার ০১৬: আবারো কাব্যকথা”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    শব্দার্থ প্লীজ :shy:

    বেতস মূল? :-/
    মিতাক্ষরা? :-/

    না, সারা ক্যাডেট জীবন পাঁচুর বাংলা ক্লাস করার কারণে ভাষাটাই ঠিকমত শিখা হইলো না... ~x(

    সত্যি কথা বলি, তোমার কবিতা পড়ার আগে আমার ধারণা ছিল যে, অ্যাক্রোস্টিক বেশ নিম্নমানের জিনিস...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    তৌফিক ... এখন সনেট লেখ, তারপর সাইকেল ডাইকেল ... ব্যাস তাইলেই তুই ...
    (আগেরটা চরম ছিল, এই অ্যাক্রোস্টিকটা তার চাইতেও ভাল হইছে)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।