১।
সিসিবিতে আমার সিরিজ আছে দুইটা। পরবাসীর রোজনামচা আর আচার। নতুন প্রোগ্রামের ঠেলায় পড়ে এই দুই সিরিজেরই নতুন কোন পর্ব লেখার ম্যাটেরিয়াল পাচ্ছি না। স্মৃতিচারণ করা যায়, কিন্তু ক্যাডেট কলেজ বিষয়ক স্মৃতি আমার কাছে কেমন যেন ধোঁয়াশা লাগে। পোলাপাইনের সাথে আড্ডায় বসলে মনের গভীর থেকে সেইগুলা উগলে আসে, জাবর কাটি। আড্ডা শেষে আবার ধোঁয়া।
নতুন একটা সিরিজ শুরু করুম ভাবতেছি। এইটা তার প্রথম কিস্তি। সিরিজের নাম ব্লগরোল। যদিও শাব্দিক অর্থ ভিন্ন, তবে ক্রিমরোল, মিটরোল, ভেজিরোল ইত্যাদির সাথে মিল রেখে ব্লগের সাথে শব্দের খেলায় নতুন নাম ব্লগরোল।
২।
সামি ভাই বান্ধাগরু লেখাটা লিখছিলেন অনেক আগে। সেইটা তখন ভালোমতই বুঝি নাই, এখন বুঝতেছি। কারণ নিজেই বান্ধাগরুতে রুপান্তরিত হইছি ইমিগ্রেশন কানাডার অশেষ কৃপায়। সবচেয়ে আশ্চর্য লাগে যে ব্যাপারটা সেইটা হইল, বাসায় গিয়া বলা যায়, খিদা লাগছে, খাবার দাও। মাস্টার্সের সময় বাসায় যাওয়াটা একটা বিতৃষ্ণার ব্যাপার ছিল। খালি বাসায়, খালি ফ্রিজের কাছে ফিরতে ইচ্ছা করত না। ইউনিভার্সিটি থেকে বাসায় ফেরার পথে যে গ্যাস স্টেশনটা ছিল, সেইটাতে একটা ড্রাইভ থ্রু ম্যাকডোনাল্ডস ছিল। গাড়ি না থাকলেও সেই ড্রাইভ থ্রু ম্যাকে আমি ওয়াক থ্রু করে সস্তার বার্গার কিনতাম, গ্যাস স্টেশনের খালি পার্কিং লটের কোনায় বসে সেইটারে সাবাড় করতাম। কিন্তু এখন আর সেইদিন নাই, আমি এখন “ডেডলি ওয়ারিয়র” ;;; গ্রুপের গর্বিত সদস্য। মিলারে অনেক ধন্যবাদ। 🙂
৩।
নিজের গায়ে না লাগলে কোনকিছুই আমাকে স্পর্শ করে না। যেমন বিডিআর গণহত্যার সময় জিহাদ যখন প্রথম খবরটা দিল, অন্য দশটা খবরের মতোই ছিল সেটা। গ্যালারিতে দর্শকের আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম কি ঘটে সেটা দেখার জন্য। পরে যখন ড্রেন দিয়ে মানুষগুলোর লাশ বের হতে শুরু করল, যে মানুষগুলো আমাদেরই ভাই, বন্ধু, বাবা; তখন ব্যাপারটা খুব ব্যক্তিগত হয়ে গিয়েছিল। প্রত্যেকটা মৃত্যু খবর নিশ্চিত করে ব্লগ আপডেট হচ্ছিল, আমি আমার অফিস ঘরে একলা বসে ছিলাম। ক্রোধ না দুঃখে চোখে পানি জমে উঠছিল বারবার বলতে পারব না। আমার বিশ্বাস, যাদের প্রিয়জন হারিয়ে গেছেন তাদের হারানোর গভীরতা এতো দূর থেকে তো নয়ই, কাছে থেকেও বোঝা সম্ভব ছিল না।
একইভাবে আদিবাসীদের অপ্রেশন নিয়ে মাথা ঘামাইনি কখনো, কারণ আমি তো ভালো আছি। সেটাও ব্যক্তিগত হয়ে গেল সুন্দরবন ঘোরার সময়। লঞ্চের ডেকে ইতুকী আপা যখন উনার পাহাড়ের অভিজ্ঞতা বলছিলেন, কি গভীর বিষাদ ছিল তার কন্ঠে! নিজেকে উনার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে উনার একটা দিনের ভেতর দিয়ে যাওয়া কথা ভাবতেই বুঝেছিলাম সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হতো না।
৪।
এতোক্ষণ মন খারাপ করা অনেক কথা বললাম। এবার মন ভালো করার একটু চেষ্টা করি। আমি কানাডা ফেরত আসি ফেব্রুয়ারির ২৫ তারিখে, বাসা ঠিক করা ছিল মার্চের এক তারিখ থেকে। মাঝের কয়টা দিন আশ্রয় দিয়েছিলেন অগ্রজপ্রতিম সাকিব ভাই আর সায়মন ভাবী। তাদের একটা মেয়ে আছে, নাম সাদিদা। ও যখন প্রথম কানাডায় আসে বয়েস ছিল দুই বছর। প্রায়ই নাকি তখন বায়না ধরত, একটা সি এন জি ডেকে দাও, আমি কলাবাগান চলে যাব। গত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ভাবী যখন বললেন, মামনি বলতো, আই লাভ বাংলাদেশ। ও বলেছিল, আই লাভ কলাবাগান।
আসার পরপরই ওকে ভাইয়া-ভাবী ডে-কেয়ারে দিয়েছিলেন। পড়াশোনা করা আর বাচ্চা সামলানো তো মুখের কথা না। ডে-কেয়ার তার ভালো লাগত না, কারণ টিচার নাকি কিছু পারে না, কিছুই জানে না। টিচারের অবশ্য কি দোষ, সাদিদা টিচারের সাথে গিয়ে বাংলায় গপ্পো জুড়ে দিত। বেচারা টিচার তো আর মাথা নাড়া ছাড়া আর কিছুই করতে পারত না। এখন অবশ্য অবস্থা অনেক ভালো। সে এখন ইংরেজি বলে ফটফট করে। মা-বাবাও তার সাথে ইংরেজিতে কথা বলে, বাইলিংগুয়াল বানানোর জন্য। তো আমরা যখন ওদের বাসায় ছিলাম, এক ছুটির দিনে ওর ডে-কেয়ারের টিচার ফোন করল সাদিদার সাথে কথা বলবে তাই। যে মেয়েটা সারাদিন বাসায় ইংরেজিতে কথা বলে, সেই মেয়ে ফোন ধরে খাস বাংলায় বলে, ম্যান্ডি, তুমি আমাদের বাসায় আসবে, তুমি আমাদের বাসায় আসো। অন্যরুমে বসে থাকা আমাদের দুজনের জন্য হাসি চেপে রাখা সত্যি কষ্টকর হয়ে গিয়েছিল তখন।
৫।
কানাডায় পিচ্চি থাকলে বাসা খোঁজা একটু কষ্ট। কি আজব ব্যাপার, pets এলাউ করে, বাচ্চা না। এখানকার এক বাংগালি স্টুডেন্টের হাজবেন্ড আর বাচ্চা আসল কিছুদিন আগে। উনি আঁতিপাঁতি করে খুঁজেও বাসা পেলেন না একটা। আমাদের বাসায় এক্সট্রা বেডরুম ছিল, উনারা সেইখানে উঠলেন। পিচ্চির নাম অভ্র। সে সারাদিন বাসায় ঘুরাঘুরি করে, নিজের বাপরে ইচ্ছামত অমিভাই বলে ডাকে। ভুল ধরায়ে দিলে বলে, আচ্ছা অমিবাবা, আর অমিভাই ডাকব না। =))
😕
এইবার পইড়া কমেন্ট করতেছি।
বিদেশের মাটি তে দেশী বাচ্চা গুলা একেক টা পিস হয়।
আমিও এই রকম কয়টা রে চিনি, একজন তো মা কে ভাবী ডাকে =))
ইশ তোমার সুখ দেইখা ঈর্ষা হইতাছে, বাসায় গেলেই খানা রেডী, আমার এখনো ম্যাকের উপরেই চলে।
কবে যে আল্লাহ আমার দিকে তাকাবে :dreamy: :dreamy:
🙁 বাদশা ভাই,ম্যাকের বার্গারের মত অখাদ্য খায়া আপনের জীবনযাপন করতে হয় দেইখা খুব্বি দুষ্কিত হৈলাম।আমি লাস্ট খাইছি গত পরশু,একটা ডাবল বিগ ম্যাক আর একটা ম্যাকচিকেন-দুইটাই খাইতে ঘাসের মত লাগছে 🙁
এর চেয়ে মস্তাকিমের চাপ হাজার হাজার গুন ভালো B-)
চকবাজারের কাবাব আবার জিগায়,মুস্তাকিমের চাপ বারবার খায়...... B-) :boss:
বড়ই চিন্তার বিষয়!...আমি কি গরু হয়ে যাচ্ছি..?? 😕 😕
আমি মাঝেই মাঝেই এই ঘাস খাই...... 😕
শখ কইরা কি আর ম্যাক খাই 🙁 🙁
ক্ষুধার রাজ্যে পৃথিবী যখন গদ্যময় হয়, তখন পদ্যের মত ম্যাক খাই :bash:
অ ট মাঝে মধ্যে বিয়া বাড়িতে গিয়া কাচ্চি আর রোস্ট খাইতে মন চায়, মনডায় চায় সব ছাইড়া দেশে যাইগা 😡 😡 😡
ভাই breakfast mac cofee with egg mufin, lunch big mac and dinner (সূর্য উত্তরে উঠলে রান্না কইরা খাই, তাও খালি মুরগি রান্তাম পারি, লাস্ট ৯মাস খালি মুরগি খাইয়া আছি।)
লন্ডনের খেতা পুরি :(( :(( :((
ম্যাক চিকেন জিন্দাবাদ অথবা জয় ম্যাক চিকেন...।। 😀 😀 :boss: :boss: :boss:
বার্গার কিং ট্রাই কর,ওদের বার্গার ম্যাকের চেয়ে ভালো। কেএফসিও এমনকী ম্যাকের চেয়ে বেটার।
ম্যাককে খুব মিস করি রে :))
🙂
লন্ডনেরতা মনে হয় তাইলে ভাল।সিঙ্গাপুরেরটাও অনেক মিজা ছিল।কিন্তু মালয়েশিয়া থাইল্যান্ডের ম্যাক মানুষ বিনা কুত্তায়ও খাইবোনা x-(
বাচ্চা থাকলে বাসা পাওয়া যায় না এইটা নিয়া তৌফিক চিন্তিত কেন? 😀
কিংকু ভাই এক্কেরে জায়গামত হাত দিছেন 😀
:khekz: :khekz:
x-(
মুখ লাল করলেই কি আর খগেনপুরের জনতা আপনায় ছেড়ে দেবে দাদা? মাইরি বলছি,একেবারে পুজোর রাবনের কাছাঢিলা করে দিয়েচে কিংকুদা :grr:
:khekz:
:khekz:
:))
ক্রিম রোলের মতোন ব্লগরোলের ভেতর তো অন্য জিনিস থাকার কথা, সেইটা ভাবছিস?
ব্লগরোলের ভেতর তারকা ব্লগারের ব্লগ থাকবে। আর কিছু থাকার চান্স নাই :grr:
চালায়ে যান বস......জমতেছে :clap: :)) :boss:
ধন্যবাদ 🙂
ভাই....লেখা জোশ হইছে..... :boss:
আপনার সুখ দেইখা.....কষ্ট বাড়তেছে........... 🙁
তেরে নাম্বার আয়েগা বাচ্চু 😛
:)) :)) :)) :khekz:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
জটিলল
কবে যে তোমার মত সৌভাগ্য হবে(আমার বর আর আমি ২ জন ২ জায়গায় থাকি)
পিচ্চিটাকেও দেখতে মন চায়। তোমার বউকে নিয়ে কিংস্টোন বেড়ায়ে যাও একবার।
কি বুঝতে কি বুঝলা? 😕
আমাদের কোন পিচ্চি নাই। 🙂
ইচ্ছা আছে, ইনশাল্লাহ। মামুন ভাইরে নিয়া নিউফাউন্ডল্যান্ডে বেড়ানোর আমন্ত্রণ থাকল। নিউফাউন্ডল্যান্ডের সামার সিম্পলি অছাম। 🙂
পোলাপানের সমস্যা কি? ৩৪ এমসিসি এর সবাই বেশি বুঝে 😛
আমি অবশ্য কিছু মনে করে বলি নাই। তবে তোমার প্রতিক্রিয়া দেখে সন্দেহ হয়, ডাল মে কুচ কালা হে :grr:
আমি বলতে চাইলাম অনেকদিন কোন বাংলাদেশী পিচ্চি দেখি না। এইখানকার পিচ্চি গুলাকে অনেক আদর লাগে, সমস্যা এক্টাই এদের জাপটায়ে ধরে আদর করা যায় না, তুই বললে বুঝে না, পিচ্চি বললে ক্ষেপে যায় বলে "I am not baby"।
আর কতদিন অন্যের পিচ্চিকাচ্চা জড়ায় ধরবেন, ভাবী ? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভাইয়ের সাতেহ সহমত 😀 😀
অনটপিকঃ ভাবী, একটা কাজ করেন। নেক্সট টাইম, অটোয়া গেলে নাসিম ভাইয়ের পিচ্চিটারে কোলে নিয়েন। চরম কিউট্টট্টট্টট।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নতুন ধারাবাহিক জিন্দাবাদ। কাইয়ুমের জন্য সমবেদনা। B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=))
চ্যারিটি বিগিনস এট হোম
শুধু আপনেই বুঝলেন লাবলু ভাই B-) 😛
কিন্তু আপনার তিন চান গেলাস মেশানো সমবেদনায় অন্য কিছুর আভাস পাইতেছি :no: আহমদ ভাইয়ের হাসিতেও :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
ভাবতাছি, সিসিবির পোলাপাইনের জন্যই একটা পার্ট টাইম ঘটকালির কাজ শুরু করমু কিনা!! ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমারে এসিস্ট্যান্ট রাইখেন লাবলু ভাই ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
পিন্টুর ছোট্টবন্ধু আর আমার যাস্ট ফ্রেন্ড সবাইরে কাইল্কেই কৈয়া দিমু কাইয়ুম্ভাইয়ের্জন্য পাত্রীদেক্তে।
:thumbup: বিয়া খাইতে মঞ্চায় :goragori:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ লাবলু ভাই। দোয়া রাখবেন। 🙂
কাইয়ূম ভাইয়ের জন্য আমিও সমব্যথী 🙁
মন খারাপ করায় দিয়ে আবার ভালো করায় দিলেন
ভালো হইসে ভাইয়া :clap: :clap:
:hatsoff:
লেখা :boss: :thumbup: :gulli2: :clap: :clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আহমদ ভাই। 🙂
ব্লগরোল সুস্বাদু হইছে। বাচ্চাকাচ্চার কাজকর্ম ইদানিং মনযোগ দিয়া দেখতেছিস মনে হইতেছে 😛
তয় একখান মেশিন আছিলো ড়্যাপিড প্রটোটাইপিং নামে, মনে হয় একটা ইম্পোর্ট কইরা অইটার ম্যানুয়াল পইড়া হাউস মিটানি লাগবো 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আইলসা মানুষ কাইয়ূম ভাই। ওই ব্লগটা লেখার জন্য কিছু ঘাঁটাঘাঁটি করতে হবে। তাই এত অনীহা। দেখি আর বললাম না, দেখিতো একবছর ধরেই বলতেছি। :hug:
তৌফিক, লেখা ভাল হয়েছে।।।।। :clap:
:hatsoff: :hatsoff:
চলতেছে...চলুক
চলুক 🙂
তোর তো চিন্তা নাই...বাড়ি তো আগেই পাইয়া গেছস... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাড়ি টেম্পোরারি। ভাড়া বেশি, পুরান। নতুন একটা খুঁজি, দোয়া রাইখেন। 🙂
নতুন সিরিয়াল মুবারক,আশা করছি আমাদের ভাতিজা / ভাতিজি আপনাকে তৌফিক ভাই ডাকবে না 😀
ব্লগরোল অনেক ইয়ামিইইইইইই 😀
আমার পোলা/মাইয়া আমারে যা কিছু ডাকতে চায় ডাকতে পারে। গালিগালাজ না দিলেই হইল :no:
ভালই এক্সপেরিয়েন্স গ্যাদ্যার করতেছিস দেখা যায় 😉
লেখা বরাবরের মতই দূর্দান্ত হয়েছে, পরের রোল তাড়াতাড়ি ছাড়।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ডর দেখাস ক্যান? আমি নিজেই একটা বড়সড় বাচ্চা, কম্পিউটার গেম নিয়া একটানা ১৫-১৬ ঘন্টা কাটায়ে দিতে পারি। :goragori:
🙂 🙂 😀 😀
Life is Mad.
ভাতিজির জন্য অনেক দোয়া সায়েদ ভাই।
আপনি আর আন্ডারব্লগে না থাইকা মাথা-মুথা উঁচা করেন একটু। টুশকি পড়তে মঞ্চায়।
আগে কি সুন্দর দিন কাটাইতাম! 🙁
=))
@রওশন আপু- আপনি কি তারকা ব্লগারের বড় বোন ওরফে রাকসান এর জননী?? 😀 😀
তৌফিক ভাই, নতুন সিরিজ দারুণ জমবে। নিউফাউন্ডল্যান্ড যাইতে মঞ্চায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আইসা পড়।
আর আমিই কনফার্ম করি, এইটা আমার অগ্রজা রওশন, জনাব রাকসান-এর গর্বিত মাতা। 🙂
তোমার লেখা বরাবরের মতই সুস্বাদু। 🙂
ধন্যবাদ বস। 🙂
বরাবরের মতই বস লেখা :boss: :boss: :boss: এত সাধারণ বিষয় নিয়ে এত সুন্দরভাবে লেখেন কেমনে?
তারকা ব্লগার হও, তাইলেই পারবা 😛
আগাম অভিনন্দন। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বছর পাঁচেক পরে আপনার অভিনন্দন গ্রহন করা হইবেক 😛
চমৎকার 😀
পড়লাম। বরবরের মতোই ভাল লাগলো ...
আমার বন্ধুয়া বিহনে
থ্যাংকু রাব্বি ভাই 🙂
গোগ্রাসে গিললাম......ক্ষুধা মেটে নাই ;;;
ভালো লিখেছো তৌফিক, তবে হঠাৎ করে শেষ করে দিলা যে? কেস কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আসল কথা কইলে কইতে হয় মিটিং-এর টাইম হয়া গেছিল 😛
=))
চ্যারিটি বিগিনস এট হোম