জরুরী B- রক্তের প্রয়োজন

আমার বড়খালার জরুরী ভিত্তিতে একটা সার্জারী করা প্রয়োজন। উনার রক্তের গ্রুপ B-, বলা বাহুল্য, খুব বিরল গ্রুপ। কেউ যদি আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারেন অথবা জানেন কাউকে যার রক্তের গ্রুপ B-, তবে প্লিজ নিচের নাম্বারগুলোর যেকোন একটায় ফোন দিন অথবা নিজের নাম্বার দিন।

১) ০২-৭২৯২১০২
২) ০৯১-৬২৯৭১

ইমেইল করতে পারেন এই ঠিকানায়, taufiqur.rahman এট mun.ca

কমেন্টেও যোগাযোগ করতে পারেন।

আগাম ধন্যবাদ, আমার খালার জন্য দোয়া করবেন।

৭৪৪ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “জরুরী B- রক্তের প্রয়োজন”

    • তৌফিক

      না দোস্ত, এখনো পাই নাই। বুয়েট, আই ইউ টি, সলিমুল্লাহ, রাজশাহী মেডিক্যাল, ঢাকা ভার্সিটি সব জায়গায় খোঁজ নিছি। দুইজন B- পাইছিলাম, একজন রক্ত দিছে এক মাস আগে, আরেকজন কানাডাবাসী। খালার অবস্থা স্ট্যাবল। আসলে কয়েকদিন আগে খালার একটা টিউমার অপারেশন করা হইছিল, বায়োপসি ভালো আসে নাই। তাই দ্রুতই (এই মাসের মধ্যে) আরেকটা অপারেশন করাইতে হবে। ব্লাড ডোনার বাদে বাকী সবই রেডি আছে। দোয়া করিস।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।