পৃথিবীতে দুই রকমের মানুষ আছে, মাইর খানেওয়ালা আর মাইর দেনেওয়ালা। সময়ে সময়ে মাইর খানেওয়ালারা মাইর দেনেওয়ালাতে পরিণত হন, মাইর দেনেওয়ালারা মাইর খানেওয়ালাতে। যেমন, আওয়ামী লীগ যখন ক্ষমতা রোটেট করে বিরোধী দলে যায়, তারা হয়ে যায় মাইর খানেওয়ালা। আবার ক্ষমতায় আসলে তারাই মাইর দেনেওয়ালা। সবই আল্লাহ পাকের ইচ্ছা…
তবে পুলিশদের কোন রোটেশান নাই। তাদের কপালে সীল মেরে লিখে দেওয়া হয়েছে, তারা সবসময়ই মাইর দেনেওয়ালা। আওয়ামী লীগ, বিএনপির ধার তারা ধারে না। ইচ্ছা হইলে তারা যারে ইচ্ছা তারে দুইটা চড়-চাপড় লাগায়ে দেয়। অপরাধ বেশি হইলে হাত পা ভাইঙা দেওয়া হয়, সবই তাদের মর্জি।
আজকে একটা খবর দেখলাম, শুয়ার কা আওলাদেরা আমাদের সামীউরকে পিটাইছে।
গত পিকনিকে ছেলেটা ফেরার সময় আমার পিছনে বসছিল বাসে। ওর প্রফেশনাল গোলের কথা শুনে খুব উৎসাহ দিছিলাম। আজকে বিদেশ বিভুইয়ে এই খবর জানতে পেরে… আমি কিছুই করিতে পারিলাম না।
সামীউরের খবর জানলে কেউ আপডেট দিয়েন।
মন মেজাজ দুটাই খারাপ হয়ে গেলো।
ভাই আমাদের দেশ এর এই অবস্থা যে আর কতদিন চলবে!! 🙁
উনি কি আমাদের কলেজ এর ex cadet?
এখানে দেখ
হাতে ক্ষমতা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত না করলে ক্ষমতার অপব্যাবহার হবেই...
খবরটা দেখে খুবই খারাপ লাগলো। শারীরিক অবস্থার আপডেট আশা করছি।
কেউ আপডেট পেলে জানায়েন প্লিজ।
খবরটা দেখে লজ্জিত,বিমর্ষ এবং শিহরিত হলাম।আমার যখন দায়িত্ব পালনের সময় আসবে-এরকম যাতে না ঘটে তার সর্বোচ্চ চেষ্টা করব এটুকুই শুধু বলতে পারি,এর বেশি কিছু বলার অধিকারও সম্ভবত এখন আমি আর রাখিনা।
কামরুল ভাইয়ের কাছ থেকে জানা গেলো, রাতে হাসপাতাল থেকে উনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পেপারে নিউজ দেখে কামরুলের সংগে কথা বলেছি ঘন্টা খানেক আগে। কালকে রাতে থানা থেকে সামীউর কে ছাড়িয়ে নিয়ে এসেছে ওরা। কোমড়ের নীচ থেকে পা পর্যন্ত বেশ মেরেছে। এখন বাসায় আছে। আবার হাসপাতালে যেতে হবে কিনা কামরুল নিশ্চিত করে বলতে পারেনি।
কামরুল এসে নিশ্চয় ভালো আপডেট দিতে পারবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নিউজটা পড়ে সাংঘাতিক রাগ উঠলো! এসব অন্যায়ের কোন প্রতিকার প্রায় কখনোই হতে দেখি না। এটারও ন্যয়বিচার হবে বলে বিশ্বাস করতে কষ্ট হয়। সুস্থ হয়ে ওঠো সামিউর।
আমার বন্ধুয়া বিহনে
এসব কি হচ্ছে দেশে? দুঃখিত বা লজ্জিত এ না শুধু, পুরপুরি বিরক্ত।। x-( x-(
সামীউর ভাই এখনো হাসপাতালে।
পান্থপথ হেলথ এন্ড হোপ ক্লিনিক, ৮০৫ নম্বর কেবিন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এখনো হাসপাতালে। হেলথ এন্ড হোপ , কেবিন নম্বর ৮০৫, পান্থপথ। এতোক্ষণ সেখানেই ছিলাম। ঠিক মতো হাঁটতে পারে না, কোমরের নিচ থেকে পা পর্যন্ত অমানুষের মত মেরেছে।
আসলে মনটা খুব খারাপ। কিছু বলতে ইচ্ছে করছে না।
ইচ্ছে করছে খানকির পোলাদের রাম দা দিয়ে কুপিয়ে মেরে ফেলি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এক সার্জেন্ট বলেন,
আর কি বলার আছে ....??
এই দেশে সব সম্ভব ......
প্রিয় সিসিবিয়নরা, আপনাদের প্রার্থনা, ভালোবাসায় ফিরে এসেছি। হাসপাতাল থেকে কাজিনের বাসায় এসেছি একটু আগে। হাড়গোর না ভাংলেও সোজা হয়ে দাঁড়াতে একটু সময়ই লাগবে।
টেইক ইট ইজি ম্যান। নিশ্চিন্ত হইলাম যে মারাত্নক কিছু হয় নাই।
তাড়াতাড়ি সেরে উঠো এই কামনা থাকলো...
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনাই করতে পারি ভাই 🙁
সাহস রাখো। সুস্থ হয়ে ওঠো। আর কিছু বলার নাই।
আমার বন্ধুয়া বিহনে
সামীউর দোস্ত আমারে মাপ কইরা দিস...
সামীউর,
দ্রুত সুস্থ হয়ে ওঠো।
ঈদ মোবারক।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার খবর দিয়েছিলাম অনেক আগেই, কিন্তু ভোগান্তি সেখানেই শেষ নয়। এরপর পুলিশের দায়ের করা মামলার ঘানি টানতে হয়েছে প্রায় দেড় বছর। অবশেষে গতকাল সেই মামলায় আমাকে অভিযোগ পত্র থেকে অব্যহতি দেওয়া হয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ
শুনে খুব ভালো লাগল। আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি তাইলে আর ওয়ান্টেড না... 🙂
ভালো লাগলো আপডেট পেয়ে