সর্বকালের সেরা বাস্কেটবল টিম ০২

সর্বকালের সেরা বাস্কেটবল টিম ০১

৪) স্মল ফরোয়ার্ডঃ ল্যারি বার্ড।
৫) পয়েন্ট গার্ডঃ ম্যাজিক জনসন।
৬) সুপার সাবঃ কোবে ব্রায়ান্ট।

অনেকদিন পর লিখতে বসে আর লিখতে ইচ্ছা করতেছে না। অন্য বিষয়ে আরো পড়তে চাইলে ঘন্টাখানেক অপেক্ষা করেন, আল্লাহ চাহে তো আরেকটা নতুন ব্লগ নামিতেছে।

অফটপিকঃ আমি চরমভাবে সাম্প্রদায়িক। তাই এই পোস্ট দিয়া কলেজের পোস্ট কাউন্ট একটা বাড়ায়ে নিলাম। 😀

৩,০৩২ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “সর্বকালের সেরা বাস্কেটবল টিম ০২”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    ইয়া আল্লাহ,আমি কুন দুনিয়াই আসিলাম,শিরীন আপু আর তৌফিক ভাইয়া যে ইয়ে এইডা আমি এতদিন ক্যান জানতাম না???ক্যান??? ক্যান?????ক্যান????? :bash: :bash: :bash:

    জবাব দিন
  2. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    তৌফিক মিয়া পুরাই ফাকিঁবাজ হইয়া গেসো, আসলেই লংআপ করাইতে হইবো।

    তৌফিক মিয়া ত তাও তারকা ব্লগার।শিরীন মিয়া ত এক্টাও ব্লগ লিখেনাই খালি জামাইরে হুমকি দেয়। :gulti:
    শিরীন মিয়া লং আপ :goragori:

    জবাব দিন
  3. কোবে :boss: মাফ চায়া গেছি পোলার কাছে। এইবার ফাইনালে সেল্টিক্স রে যথেষ্ট কোপাইছে। :duel: ওয়েষ্টার্ণ কনফারেন্সের ফাইনাল দেখছেন তৌফিক ভাই ?? আমি দেখতে পারি নাই,কিন্তু গেম স্টেট বলে স্টিভ ন্যাশ কোর্টে ঘাস খাওয়া ছাড়া কোন কাম করে নাই। গো কোবে। :goragori:

    জবাব দিন
    • তৌফিক

      আমি সবকয়টা ম্যাচই দেখছি। ন্যাশ ভালোই খেলছে, ওর কইলজাটা আসলেই বড়। আসল কথা হইল গিয়া, সাইজ ইস্যুতে ফিনিক্স মাইরা খাইয়া গেছে। ওদের মত স্মল টিমের জন্য ফ্রন্টকোর্টে দুইটা সেভেন ফুটার (বাইনাম আর গসল) ওভারহোয়েলমিং ছিল।

      পোস্টে বলি নাই, কিন্তু কোবে ব্রায়ান্টরে সুপার সাব হিসাবে নেওয়ার একটাই কারণ, ওর অল-এরাউন্ড গেম। ধরা যাক, আমার এই টিমের অফেন্স স্ট্যাগনান্ট হইয়া গেছে, সবাই আইসোলেশন খেলতেছে। একজন বল ডিস্ট্রিবিউটর দরকার। উত্তর-কোবে ব্রায়ান্ট। বিপক্ষ টিমের কোন একজন প্লেয়ার মিসম্যাচ তৈরী করে ডিফেন্সের বারোটা বাজাইতেছে, ডিফেন্সিভ বুস্ট দরকার। উত্তর-কোবে ব্রায়ান্ট। অফেন্সিভ স্কোরিং দরকার, উত্তর-কোবে ব্রায়ান্ট। গেমক্লকে দশ সেকেন্ডেরও কম সময় আছে, টিম পিছায়ে দুই পয়েন্টে। এখন একটা থ্রিপয়েন্টার দরকার। ক্লাচ টাইম স্কোরার হিসাবে সর্বকালের সেরা কোবে। সুতরাং এইখানেও কোবে ব্রায়ান্ট। আমার স্টার্টার পাঁচজন তাদের কালেকটিভ ক্যারিয়ারে যয়টা বাজার বিটার মেইক করছে, কোবে একলা গত সিজনে এর থেকে বেশি মেইক করছে। তবে কথা হইল গিয়া, গ্রেটনেসে সে এখনো স্টার্টারদের ছাড়াইতে পারে নাই। তাই সে সুপার সাব। তবে যখন ও রিটায়ার করবে, তখন কে জানে, শুটিং গার্ডের জায়গাটা মাইকেল জর্ডানকে ছাইড়া দিতে হইলেও হইতে পারে। 🙂

      জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    তারকা ব্লগারের এই পরিণতি!! ছি ছি তৌফিক! এত ছোট পোস্ট তো শুধুমাত্র ফয়েজ ভাইয়ের কাছ থেকেই আশা করা যায়!! 😕
    নাহ! এই ভুয়া পোস্টের ট্যাগ (বিশেষ করে কলেজের) উঠায়ে নেয়ার জন্য এডু-মডুর কাছে বিনীত নিবেদন জানাচ্ছি!

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    পোস্টের কপিরাইট খুজতেছিলাম কারন ঐখানে ফয়েজ ভাইয়ের নাম থাকার কথা কিন্তু পাইলাম না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।