জিহাদের পোস্টে অনেক কমেন্ট পড়ে যাওয়ায় এই ব্লগটা পোস্ট করা হল। আপনারা সবাই এটাতে নির্ভরযোগ্য সংবাদ, সংবাদ বিশ্লেষণ ও মতামত দিন।
২১৩ টি মন্তব্য : “বিডিআর বিদ্রোহঃ লাইভ ব্লগিং”
মন্তব্য করুন
জিহাদের পোস্টে অনেক কমেন্ট পড়ে যাওয়ায় এই ব্লগটা পোস্ট করা হল। আপনারা সবাই এটাতে নির্ভরযোগ্য সংবাদ, সংবাদ বিশ্লেষণ ও মতামত দিন।
মাজহার ভাইয়ের সর্বশেষ খবর জানেন কেউ?
মাজহারের লাশ পাওয়া গিয়েছে। এটাই সবশেষ খবর।
কেউ একটা ভাল নিউজ দেন। প্লীজ 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
এবিসি রেডিওতে খবরঃ কমপক্ষে ৫০ জন নিহত।
এখন ক্ষেপা আর্মিকে ঠেকাবে কে? আশা করি আর্মি অফিসাররা মাথা ঠান্ডা রাখবেন এবং সৈনিকেরা অনুগত থাকবেন তাদের কমান্ডের প্রতি। আর্বান এরিয়ায় যুদ্ধ শুরু হলে collateral damage কোন পর্যায়ে পৌছাবে আল্লাহই ভালো জানেন।
সামিয়ার বাবার কোন খবর পেয়েছ ?
লাবলু ভাই গেছিলেন পিলখানায় সামিয়ারে নিয়া। কোন খবর নাই। দোয়া করেন শুধু।
নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনঃ
http://www.nytimes.com/2009/02/26/world/asia/26bangla.html?_r=1&ref=world
সিসিবি সদস্যদের পরিবার যাদের খোজ পাওয়া যাচ্ছিল না তাদের আপডেট কদ্দুর! আশা করি সবাই নিরাপদে ঘরে ফিরবেন।
অফটপিকঃ আগের পোস্টে প্রায় ২৭০০ হিট! সিসিবির সব সদস্য গড়ে ৫+!! নিশ্চিতভাবেই প্রচুর নন-ক্যাডেটরাও ভিজিট করেছেন খবরের সন্ধানে। সানা ভাই আর এবিসির একটা বড় ভুমিকা ছিল বলেই মনে হয়।
আমি আজকে সারাদিনই ওই পোস্টে পড়েছিলাম। ২০০ হিট আমার পিসি থেকেই গেছে মনে হয়। খুব চিন্তা হচ্ছে। আমার বউ ঢাবির ছাত্রী হলে ছিল, সকালবেলায় রওনা দিছে ময়মনসিং চলে যেতে। আমার দুলাভাই, ঢাকা মেডিক্যালের ডাক্তার। কাল সারারাত গুলিবিদ্ধদের চিকিৎসা করেছেন।
মতিয়া চৌধুরী এইমাত্র পিলখানায় ঢুকলেন। তাকে ফোনে অনুরোধ করলাম সামিয়ার মা-ভাইকে উদ্ধারের জন্য। উনি জানালেন সে চেষ্টাই করতে যাচ্ছেন। দেখা যাক।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কোথাও আর খবর আপডেট করছে না। কমপক্ষে ৫০ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, কারা মারা গেছেন কেউ কিছু বলছে না। বিডিআর পক্ষেও কিছু হতাহতের খবর এখানে সেখানে পড়েছি।
খালি দোয়া করছি যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি কিছু যেন না হয়।
লাবলু ভাই বরং একটু বিশ্রাম নেন, সারাদিন তো আর আপনার উপর কম ধকল যায় নাই।
ঘুম আসে নারে ভাই। বোনটার মুখটা ভাসে। চোখটা ঝাপসা হয়ে আসে। আমার বোন এই বিপদে পড়লে কি করতাম? সামিয়া বিডিআর রাইফেলস স্কয়ারে যাচ্ছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খুব টেনশন হচ্ছে।
লাবলু ভাই, মাত্র অসুস্থতা থেকে উঠলেন, প্লিজ একটু রেস্ট নিন আপনি।
সামিয়ার জন্য খুব অস্থির লাগছে, ইনশাল্লাহ আঙ্কেল সুস্থ আছেন। আল্লাহর কাছে সেই দোয়া করে যাচ্ছি।
দেশের জন্য ক্রান্তিকাল যাচ্ছে।
সংসারে প্রবল বৈরাগ্য!
বুঝতে পারতেছি লাবলু ভাই। আমাদের সবারই একই অবস্থা। আমি কাজ ফেলে নেটে খুঁজাখুঁজি করতেছি শুধু। আল্লাহ সামিয়াকে হেফাজত করুন।
শুধু একটা সুখবরের আশায় ভোর ৪টায়ও জেগে আছি।
আশা করছি দ্রুত কোন ভালো খবর পাবো।
৫০ জন নিহতের খবর পেয়ে সত্যিকার অর্থেই প্রচন্ড হতাশ হয়ে গেসিলাম। আমি ধারণা করছিলাম এদের অধিকাংশই হয়তো অফিসার হবে। কিন্তু এ বি সি র লাস্ট আপডেট এ শুনলাম কোন এক মেজর এর সাথে নাকি তাদের আত্নীয়দের সর্বশেষ কাল রাত আটটার দিকেও কথা হয়েছে। তখন তিনি বলেছিলেন তাদেরকে একটি রুমে নাকি বন্দী করে রেখেছে বিডিআর সোলজাররা।
আশা করি আমরা শিগগিরি একটা ভাল খবর শুনতে পাবো।
সাতেও নাই, পাঁচেও নাই
একটু আশা পেলাম। আমিও একইরকম ভেবেছিলাম। আমাদের সবার দোয়া যেন কবুল হয়।
আরো ৫টি লাশ উদ্ধার : বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় অন্তত দুই সেনা কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছেন। বিডিনিউজ২৪ডটকমের মিটফোর্ড প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচরে আরো ৪টি লাশ পাওয়া গেছে। চারটি লাশের পরনে বিডিআরের ইউনিফর্ম রয়েছে।
বিস্তারিতঃ
বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় অন্তত দুই সেনা কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছেন।
বিডিনিউজ২৪ডটকমের মিটফোর্ড প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচরে আরো ৪টি লাশ পাওয়া গেছে। চারটি লাশের পরনে বিডিআরের ইউনিফর্ম রয়েছে।
এছাড়া লালবাগ এলাকায় পশ্চিম পাশের খালের পাড়ে বিডিআরের ইউনিফম পরিহিত আরো ১টি লাশ পাওয়া যায়।
তবে তাৎক্ষণিকভাবে এ ৫টি লাশের পরিচয় জানা যায়নি।
এর আগে বুধবার পিলখানার অদূরে কামরাঙ্গীরচরে দুই সেনা কর্মকর্তার লাশ পাওয়া যায়।
নিহত দুই সেনা কর্মকর্তার একজন হলেন এবার বিডিআর সপ্তাহের প্যারেড কমান্ডার ও অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার। অন্যজন হলেন ৩৬ ব্যাটালিয়নের কমাণ্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েত ।
কামরাঙ্গীরচর থানার সহ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন, বুধবার দুপুরে নবাবগঞ্জ কাঁচাবাজারের ড্রেন থেকে কর্নেল মুজিবুল হক ও লেঃ কর্নেল এনায়েতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলি করে হত্যার পরে এদের লাশ পিলখানার ড্রেনে ফেলে দিলে তা ভেসে এখানে চলে আসে।
সহ-পরিদর্শক আতাউর রহমান জানান, লাশ উদ্ধারের পরে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠিয়ে দেন।
বুধবার সকালে পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের প্রথমভাগে এই দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
সামিয়ার কোন খবর কেউ পেলে জানায়েন সাথে সাথে। আমরা আছি এখানে।
Maj mokarram (8th batch/409) was inside that time. though he was not suppose to b at dhaka, but he was there. at around 1000 hrs one of his course met from DGFI called him and cautioned him about da sit and told him to escape. after half an hour again he called mokarram till that time he could not escape, he was telling they are surrounded by jawans. that was the last conversation with mokarram.
মোকাররম ভাই কি বরিশালের?
আর ভালো লাগতেছে না। কি যে শুরু হইল।
In there any update? Uncle-er kono khobor pawa gelo?
সামুতে এই কাহীনি পাইলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
there were 128 officers inside we think all are dead including many of their family members.
- From Bexca Group Mail
সুমন,
এই খবরগুলা আরও কনফার্ম না হইলে এইখানে দয়া করে দিও না। ওখানে অনেকের পরিবারের সদস্যরা আটকা আছে, তাদের মানসিক অবস্থা এখন স্পর্শকাতর।
www.tareqnurulhasan.com
সিলেট আখালিয়া বি ডি আর ক্যাম্পে গোলাগুলি হচ্ছে এবং ঐ এলাকার রাস্তা
জনশূন্য হয়ে হয়ে গেছে।
মিডিয়ার কোথাও তো কোন আপডেট দেখিনা । সব কেমন চুপ মেরে আছে । লাবলু ভাই প্লিজ একটু রেস্ট নেন । সামিয়া চিন্তা করিস না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে । আপডেট জানিয়েন যে যা জানেন ।
ফেনীর জয়লস্কর এলাকায় ১৯ রাইফেলস এবং নওগাঁর ৪৩ রাইফেলস-এর ক্যাম্পে গোলাগুলি হচ্ছে।
- এটিএন বাংলা
সংবাদ টা শুনার পর থেকেই অস্থির লাগতেছে |
ঢাকার আমার ভাই এর বাসা টি&টি কলনি তে , বিডিয়ার এর গেটের পাশেই | কি যে বিশ্রী অবস্থা | দোয়া করি সামিয়ার পরিবার এর সবাই নিরাপদে আছে |
সকাল পৌনে দশটার দিকে আম্বালা ইনে আবার নেগোসিয়েশান চলছে নানক, মতিয়া ও বিডিআর-এর মধ্যে। সকালে আবার গুলির শব্দ শোনা গেছে। ৭-৮ রাউন্ড।
- এটিএন বাংলা বুলেটিন
কিছুক্ষণ আগে পিলখানা থেকে একজন পরিচয় না দিয়ে ফোন করলো। তাদের কথা বললো। মিডিয়ার সাহায্য চাইলো। সেনাবাহিনীর প্রতিশোধের আশংকা করছে ওরা।
আমি বললাম, ৭০ জন অফিসার মেরে, নারী-শিশুদের আটকে রেখে কিভাবে সহানুভূতি পাবেন? ৭০ জনের কথা এখন ওরা আনঅফিসিয়ালি স্বীকার করছে। বললাম, সব মিডিয়াকে ডেকে অস্ত্রসমর্পন করে দেশের মানুষের কাছে ক্ষমা চান।
আরো বললাম, আপনারা তো গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইন্নালিল্লাহ। ৭০ জন অফিসার??? তাদের প্রতি অবিচার করা হোক না হোক, এভাবে লোকজন মেরে ফেলার অধিকার তাদের কে দিল? জিহাদের আগের পোস্টে একটা লিংকে ছবি দেখলাম। বীভৎস সব ছবি।
কি বলেন, ভাইয়া?
কালকে থেকে যেইসব আশংকার কথা গুজব বলে উড়ায়া দিতে চাচ্ছিলাম-সেইগুলা তাইলে এইবার মাইনা নিতে হবে...
উফ!আমি এর প্রতিক্রিয়ার কথা ভাবতেও পারতেসিনা...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
again samu
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
লাবলু ভাই, প্লিজ রেস্ট নেন।
সকালে নাকি আবার গোলাগুলির খবর পাওয়া গেছে। কি যে হচ্ছে! খুব মন খারাপ হয়ে আছে আমার।
সামিয়ার ফ্যামিলিকে কি বাইরে নিয়ে আসা হয়েছে? আঙ্কেলের কোন আপডেট? আমরা সবাই দোয়া করি উনি সুস্থ্য থাকুন।
উত্তরবঙ্গের দিকেও নাকি গোলাগুলি হচ্ছে???
কি হচ্ছে??
কেউ কি এই ক্ষেত্রে কোন আপডেট দিবেন প্লিজ??
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কী বলব বুঝতেসি না?
কী হইতেসে এইসব?
সাতক্ষীরায় গোলাগুলি শুরু - বিডিআর সদস্য অস্ত্রসজ্জিত রাস্তায় এখন,
সব দোকান পাট রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ....
আতংকিত এলাকাবাসী
from samu
দ্বিতীয় দফায় আজ সকালে কি সামিয়ার মা, ভাই বের হতে পেরেছেন? কেউ কি জানেন??
না ভেতরেই আছেন এখনো। খবর পেলে সঙ্গে সঙ্গে জানাবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এগেইন
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সেনাবাহিনী মুভ করে গেছে সব জায়গায়।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যে আশংকাটা করছিলাম সেটাই বুঝি ঘটতে চলেছে!
শেষ পর্যন্ত এটা কি গৃহযুদ্ধের দিকেই যাচ্ছে?
খুবই অসুস্থবোধ করছি।
সামিয়ার পরিবার কি বের হতে পেরেছে পিলখানা থেকে?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই কি আগের পোস্টে এই আশংকার কথাই বলতে চেয়েছিলেন? আমি আরেকটা থ্রেডে আমার দেশে থাকা বন্ধুদের কাছ থেকে খবর পেলাম সাধারণ মানুষজনের সহানুভূতি নাকি বিডিআর ঘেঁষা। এইটা কি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত?
হুম।
গত দুই বছরে আর্মির প্রতি সাধারণ মানুষের ধারনা বেশ খারাপ হয়ে উঠেছে। তার উপর আর্মির উপরের কিছু কিছু দূর্ণীতি, আর মিরজাফর-টাইপের কিছু বুদ্ধিজীবি আছে না যারা সুযোগ পেলেই আর্মির গুষ্ঠি উদ্ধারে নামে।
আমাদের কপাল মনে হয় বেশ খারাপই এবার......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি সকালে বাসে করে বুয়েটে গিয়েছিলাম।বাসে লোকজনের কথা শুনে মনে হল, তাদের ধারণা সব দোষ আর্মির।বিডিআর নির্যাতিত হয়ে শুধু প্রতিবাদ করছে।সুতরাং সবার উচিত তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা।আর্মি নাকি বিডিআর এ গিয়ে শুধু লুটপাট করে চলে আসে।অবাক হয়ে দেখলাম প্রায় সবাই এই মতের সমর্থন করল।
সেটাই ভয়ের ব্যাপার।
আর্মি সবাই ধোয়া তুলসিপাতা নয় জানি, কিন্তু জনমনে আর্মির যে ইমেজ, সেটা তো খুবই ভুল!
কি যে হবে......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমিও সেটাই ভাবছি
দেশের বিভিন্ন ব্যাটেলিয়ানে বিডিআর বিদ্রোহ
সূত্রঃ বিডিনিউজ২৪
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমি এবিসিতে এসব নিউজ ইচ্ছা করেই ব্ল্যাকআউট করেছি। উত্তেজনা বাড়ানো আমার কাজ না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভালো করেছেন লাবলু ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আজ সকালের আপডেটগুলো খুব কাজে লেগেছে। আপনার আপডেটগুলো পড়েই বুঝতে পেরেছিলাম পরিস্থিতি খারাপের দিকে যাবে। বউকে ফোন করে ঘুম থেকে তুলে ঢাবি ছাত্রীহল থেকে বেরিয়ে যেতে বলেছি। সে এখন রাস্তায়, গাজীপুর পেরিয়ে ময়মনসিং-এর পথে। আবারো অসংখ্য ধন্যবাদ।
লাবলু ভাই, আপনাকে :salute:
পরিস্থিতি মোকাবেলায় আপনাদের ভূমিকা অনেক এবং আমরা আপনাকে নিয়ে গর্ব করি।
একমত।
লাবলু ভাই, আপনাকে :salute:
ভাইয়া, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে কিছুক্ষণের মাঝে।
আমিন, তুমি কি কনফার্ম? আমি কিন্তু জিপিতে এখনও এরকম কিছু শুনি নাই।
প্লিজ, কনফার্ম কর।
Thank you very very much sana bhai. I have closed the office and send all employees to the house.
তৌফিক ভাই, নিচের লিঙ্কে গেলে লাইভ টিভি দেখা যাবে -
www.amaderadda.com
user name: bangla1971
PASSWORD: bangla1971
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক ধন্যবাদ রকিব। বিরাট উপকার করলি।
উপকারী একটা লিংক দেয়ার জন্য ধন্যবাদ, রকিব।
এনটিভিতে বললো মতিয়া চৌধুরীর সাথে ১৪ জন বিডিআর সদস্যের যে মিটিং চলছিল, তা কোন রকম সিদ্ধান্ত ছাড়াই নাকি শেষ হয় গেছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কোন খবর পাওয়া যাচ্ছে না। বিডিআর কোন বুদ্ধিতে যে দেশব্যাপী বিদ্রোহ শুরু করল? ওদের তো এই আশাও নাই, বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিজেদের সরকার বসিয়ে সব কাজ জায়েজ করে নেবে। আমি তো ওদের মরা ছাড়া আর কোন গতি দেখছি না। হালকা অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে এরা কি করবে?
এখন দেখার বিষয় শেখ হাসিনা কি করে। সস্তা জনপ্রিয়তার লোভ ছেড়ে সত্যিকার কোন ভালো সিদ্ধান্ত নিতে পারে কিনা।
আল্লাহই জানে, এই পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত কোনটা?
এতবড় হঠকারিতার পরে বিডিআর এর জড়িত ব্যক্তিরা ক্ষমা পায়া গেলে সেইটা হবে অবিচার...আর্মি কতক্ষণ ধৈর্যধারণ করতে পারে, সেইটার উপরেই সবকিছু নির্ভর করতেসে...আল্লাহয় না করুক-আর্মি রিএ্যাক্ট করা শুরু করলে তার পরিণাম হবে অকল্পনীয়...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এইমাত্র বান্দরবন আলিকদম ক্যান্ট এ আমার ছোটোভাই এর সাথে কথা হলো। সে ভালো আছে। ওদের কাছে হায়ার কমা্ন্ড এর অর্ডার চলে গিয়েছে, আক্রান্ত হলে শক্তি প্রয়োগ করার।
ঐ এলাকা এখনো শান্ত।
http://www.bangladeshonline.de/tv2.html
ATN Bangla লাইভ খবর। এখন চলছে
মোবাইল নেটওয়ার্ক কি বন্ধ করে দিয়েছে?
আমিও নেটওয়ার্ক পাচ্ছি না।
টিভি খবরে শুনলাম বিডিআর তাদের ডিএডি তৌহিদ কে কমান্ডার নিয়োগের দাবি জানিয়েছে।
ডিএডি কি? উনি কি আর্মির??
ডিএডি তৌহিদ গতকাল পিএম এর সাথে মিটিং এ ছিলেন। উনি হলেন বিডিআর এর মুখপাত্র।
উনি কি আর্মির??
তৌফিক ভাই, এনটিভিতে নিউজ হচ্ছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ডিএডি তৌহিদ কে?
মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে নাই। আমি তো জিপি এর ইন্টারনেট ব্যবহার করতেসি।
এইমাত্র অফিস কনফার্ম করল । ঢাকা ছাড়া সারাদেশে বাংলা লিংক নেট ওয়ার্ক বন্ধ হবে কিছুক্ষণের মাঝে ।
আমার বন্ধু মেজর মোকাররম (বিসিসি, ৮৫-৯১), ও ওখানে ছিল, এখনো ওর কোন খবর পাওয়া যাচ্ছেনা। সবাই দোয়া করবেন।
🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আংকেলের কোন খবর পাওয়া গেল?
মোবাইল নেটোয়ার্ক বন্ধ করে দিচ্ছে একটু পর।
শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন একটু পর।
এনটিভি জানালো, বেলা ২টা থেকে আবার নতুন করে অস্ত্র সমর্পণ শুরু হবে এবং তারা সকল জীবিত অফিসারদের পরিবারসহ মুক্তি দিবেন। ইনশাল্লাহ এটা যাতে হয়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
রকিব ধন্যবাদ, খবর শুনতে পারছি।
সামিয়াপু এখন কোথায় এবং কেমন আছেন কেউ জানেন কী?????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
একজন ব্রিগেডিয়ারের লাশ পাওয়া গেছে।
সূত্রঃ এবিসি রেডিও
নাম জানা গেছে???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
Actually 5 dead bodies.
2 of Them are,
Brigadier Bari & Colonel Anis.
Source: Diganta TV.
🙁 ভাই এগুলা কি হইতিসে...ভাল্লাগতিসে না এগুলা শুনে...আর কত জন মরবে...আমাদের কি কিসুই করার নাই...শুধু count করতে থাকব কত লাশ পাওয়া গেসে...আরও নাকি Spread করতিসে...।আর কত লাশ বারবে...।!!!!
ডিএডি তৌহিদ কে ডিজি বানানো হয়েছে........
সারাদেশে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে...সবাই পাত্তা না দিলেই ভালো হবে
ডিএডি তৌহিদ কে বিডিআরের ডিজি বানানো হয়েছে… আমিও দেখলাম । এটা কম্ফার্ম।
(বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি দেশব্যাপী তাদের টেলিফোন সেবার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে গ্রামীণ ফোনের পাঠানো এসএমএস-এ বলা হয়: সরকারের নির্দেশ অনুযায়ী শিগগিরই ঢাকার কিছু জায়গা ছাড়া সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা দেওয়া হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত তা বন্ধ থাকবে।
এর আগে গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল এবং ওয়ারিদেরর চারজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ ২৪ ডটকমকে টেলিফোন সেবা সীমিত বা বন্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন থাকার কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মন্ত্রিসভার সদস্যসহ বৈঠকে সেনাবাহিনী প্রধানের সাথে এবার যোগ দিলেন বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধান।
কুমিল্লার মাজহার ভাই আর হায়দার ভাইয়ের খবর কি কেউ জানেন? অনেক কথা শুনতেছি, কোনটাই ভাল খবর না। খুবই কষ্ট হচ্ছে ভেতরে!
www.tareqnurulhasan.com
ভাল লাগতেছে না 🙁
কিছুই ভালো লাগছে না আর......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
from samu
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই মাত্র এটিএন বাংলা আরো পাঁচজন অফিসার এর বডি পাওয়া গেছে দেখাল । একজন মেজর, বাকিরা কর্নেল এবং লে কর্নেল ।
পিলখানার ভিতরে আবারো ভারী গোলাগুলি শুরু...
পুলিশ ও সাংবাদিকরা পিছনে হটে গেছে...
সূত্রঃ এনটিভি নিউজ
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
NTV তে এই মাতরও খবর শুনলাম যে আবার সাংঘাতিক গোলাগুলি শুরু হইছে।
সাংঘাতিক গোলাগুলি না। দুইবার গুলি হইছে ।
এনটিভির নিউজের রিপোর্টার কিন্তু বলছে যে, কন্টিনিউয়াস গোলাগুলি শোনা যাচ্ছে...উনারা সিটি কলেজের সামনে পর্যন্ত রিট্রিট করসেন, তবু পরিষ্কার শন্দ শোনা যাচ্ছে...
সচলে একজনের কমেন্টেও দেখলাম যে, উনার ধানমন্ডি ৪ এর অফিস থেকে প্রচন্ড গোলাগুলি শোনা যাচ্ছে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দোয়া করি পাব্লিক যেন না ইনভল্ভ হয়...ওরা না বুঝেই আর্মির বিপক্ষে চলে যাবে...
কি হচ্ছে এসব? আর ভালো লাগেনা
BDR এর চেইন-অব-কমান্ড বলে কিছু আছে বলে তো মনে হয় না। এরা তো মনে হচ্ছে নিজেরা মারামারি শুরু করবে এইবার।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাজহার ভাই আর নেই।
উনার শ্বশুর কম্ফার্ম করেছেন। লাশ নাকি সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।
কুমিল্লার মান্না ফোন করে বল্লো এইমাত্র।
হায়দার ভাই এখনো বেঁচে আছেন। কিন্তু ভাবী সহ আটক।
কামরুল,
এইটা কি বললা?
আমার আর ভাল লাগতেসে না..সবকিছু বন্ধ কইরা দোয়া করতে বসি...
আল্লাহ,
সামিয়ার আব্বার ব্যাপারে যেন কিছু শুনতে না হয়...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ইয়াল্লাহ 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এটা কার উদ্ধৃতি? নাকি আপনার নিজের দেখা?
এফসিসি র ১৮তম ব্যাচের কর্নেল ইনশাদ আমিন ভাই দরবার হল এর ভেতরে ছিলেন । সবাই দোয়া করবেন উনার জন্য ।
কিছু নির্বোধ পাবলিক ত মনে হয় সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে গেলো!
আকামে...... আরেকটা পেজগি লাগানো (আর কিছু লাশ বাড়ানো) ছাড়া আর কি করতে পারবে এইগুলা?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বিডিআরের উপর যত বড় অবিচারই করা হয়ে থাকুক না কেন এইভাবে অফিসারদের হত্যা কোনভাবেই মেনে নেওয়া যায়না।দে শুড পে দেয়ার ডিউজ।আমাদের আর্মি যে এখনো ধৈর্য ধরে আছে এইটাই তো অবাক ব্যাপার।টিভিতে ব্রিগেডিয়ার বারি আর কর্নেল আনিসের লাশের পাশে স্বজনদের আহাজারি দেখে চোখের পানি সামলাইতে পারিনাই।সামিয়াপ্পুর না জানি কেমন লাগতেছে...আয় খোদা তুমি সব ঠিক করে দাও...
আয় খোদা তুমি সব কিছু ঠিক করে দাও
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই মাত্র অফিস থেকে জানালো যে, ঢাকার বাইরের বিভিন্ন রিজিওনে জিপি নেটওয়ার্ক বনধ করে দেয়া হয়েছে।
দেড় ঘন্টা ঘুম দিয়া আমি এখন বেশ ফ্রেশ। আজ যে ৬ জনের লাশ পাওয়া গেছে এদের ৫জন : ব্রিগে. এম এ বারি, কর্ণেল আনিসুজ্জামান, কর্ণেল জাহিদ, লেঃ কর্ণেল কামরুজ্জামান ও মেজর মাহবুব।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায়!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মেজর মাহবুব মানে টুটুল????? মেজর জেনারেল শাকিলের পিএ ছিল সে।
আমার সবচেয়ে ঘনিষ্ট বন্ধুদের একজন!! হায় আল্লাহ। কাল রাতে কথা বলেছিলাম, সে বলেছিল তখনো নিরাপদ আছে। কিন্তু বেশী কথা বলতে পারেনি। কী হচ্ছে এসব!!!!!!!!!!!!
msg from ACOC group mail:
just heard that Mazhar bhai from 13th intake & Haider bhai from 12th intake is no more... they were inside Darbar Hall...
Source of the news was Sayem bhai from 11th intake through Mazhar bhai's wife
ইন্নালিল্লাহ!
এরপর? মাথা আর কাজ করছে না......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হায় আল্লাহ, কি শুনি এইসব.........।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রবিন
হায়দার ভাইয়ের ব্যাপারটা কি শিউর?
আমি শেষ শুনেছিলাম উনি বেঁচে আছেন।
amader group mail e khobor ta ei rokom porlam.
আমার খালাতো ভাই, রংপুর ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচের কলেজ প্রিফেক্ট মেজর শাহনেওয়াজ......খবর না পাওয়া অনেক আর্মি অফিসারদের মধ্যে উনিও একজন......
শেখ হাসিনার বক্তৃতা প্রথম দিকে পচাঁ হলেও শেষে ভালো হয়েছে। অস্ত্র সমর্পন না করলে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। এটা দরকার ছিল।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, আপাতত পরিস্থিতি শান্ত করতে আর্মিকে সরাচ্ছে না কেন??
তাতে কি সাধারণ জনগনের রিস্ক বাড়বে??
আমার কিন্তু মনে হয় না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শেখ হাসিনার ভাষণ শুনলাম কিন্তু কোন ভরসা পেলাম না..
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মেজেস তো পরিস্কার দিয়েছেন, ঠিক আছে মনে হচ্ছে। কিন্তু কোন টাইম দিলেন না, তবে কিছু একটা হবে অচিরেই মনে হচ্ছে।
BDR এর ভিতরে গ্রুপিং হয়ে গেছে, দ্রুত জিম্মিদের মুক্ত করা দরকার
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কিছুক্ষণ আগে ৩০ জনের মতো নারী-শিশু মুক্তি পেয়েছেন। স্যামকে মোবাইলে পাচ্ছি না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কিন্তু ভাইয়া আর্মিদের কি সরানো উচিত ছিল না???অন্তত কোন একটা অংশ ধেকে সরাতো আই ওয়াশের জন্য..
এবং সেটা ঢালাও করে প্রচার করত..আমারমনে হয় না পরিস্থিতি এতটা খারাপ হত তখন। এখন তো আর্মির ইগো শোয়ের সময় না
কেউ মৃত্যকে বেছে নিলে তখন থ্রেট কাজ করে না...
যদি হাসিনাকে আর্মি দিয়েই পরিস্থিতি শান্ত কর্তে হয় আমার ধারণা তাহলে সাধারনের লাশ বাড়বে..তাদের তো বাড়বেই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শেষটা ভালো হইছে। সরাসরি হুমকি দিছে, অস্ত্র সহ আত্মসমর্পন করতে নইলে কড়া ব্যাবস্থা নেয়ার।
দেখি ভাষনে কতদ্দুর কাজ হয়
এই ভাষন শুনে আমি আরো শংকিত |
প্রধানমন্ত্রী তার ভাষনে স্পষ্ট বলে দিলেন অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ ১২ সদস্যের আরেকটি দল বিডিআর সদর দপ্তরে আলোচনার জন্য গেছেন।
আলোচনা নাকি ফলোপ্রসু হয়নি...কেও কোন মন্তব্য করতিসে নাহ...এখন কি হবে...যাদের হারায়সি তারা......
ভাষণের কোন লিংক বা লিখিত কি কোথাও আছে?
Mashahed (FCC 02-08) r tar family bdr hq er bhitor atke ase, tar shathe ek frnd er kotha hoisilo kalke bikele er por r kono khoj nai, pls shobai doa koiren jate tara ebom onno jara atke ase shobai nirapode ber hoe ashte pare.....
I just saw some kids and ladies who were kept hostages inside BDR HQ are coming out of that hell's kitchen. Sajid I hope now ur friend is all right.
সবার জন্য শুভকামনা। আর বেশি কিছু আসছে না ।
হাসিনার ভাষণের মূল বিষয়গুলো-
১. বিগত বছরগুলোতে চাল-ডালের দাম দেশের মানুষের জীবনকে দূর্বিসহ করে তুলেছে।
২. কোন রাজনৈতিক দল যেন এমন কোনো পদক্ষেপ না নেন, যাতে দেশের অবস্থা আরো খারাপ হয়।
৩. যারা আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
৪. হাসিনার সাথে মিটিং-এ বিডিআর জোয়ানরা, সাধারন ক্ষমা চেয়েছিলেন। এবং তিনি ক্ষমা দিয়েছন।
৫. "আইন নিজের হাতে তুলে নেবেন না।"
৬. সকলকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করেছেন।
৭. তিনি প্রশ্ন করেন: আপনারা কার বুকে গুলী চালাবেন? তারা তো আপনারই ভাই। ভাই হয়ে আরেক ভাইয়ের বুকে গুলী চালাবেন না। কোনো বোনকে স্বামীহারা করবেন না।
৮. "আপনারা অস্ত্র সমর্পণ করুন। আপনাদের কোন ক্ষতি হবে না। এমন কিছু করবেন না, যাতে আমার ধৈর্য্য নষ্ট না হয়। আপনারা এখুনি ব্যারাকে ফিরে যান। আপনারা আমাকে সাহায্য করুন। নয়েতা আমি দেশের স্বার্থে কেঠোর হতে বাধ্য হবো।"
৯. একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১০. চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন।
১১. আত্মঘাতী এবং হানাহানী বন্ধ করতে বলেছেন। বিদ্রোহীদেরকে এখুনি অস্ত্র ছেড়ে দিয়ে ব্যারাকে যেতে বলেছেন। নইলে দেশের স্বার্থে কঠোর ভূমিকা নিতে বাধ্য হতে হবে।
* * সংঘর্ষে কমপক্ষে ৫০ জন মারা গেছে। তবে সামরিক বাহিনীর সংবাদে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ১৫০ মতো হতে পারে।
*প্রধানমন্ত্রীর বাসভবনসহ বেশ কিছু এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কামানসহ ভারী অস্ত্র নিয়োগ করা হয়েছে।
* দেশের অন্যান্য স্থানেও বিডিআর সৈন্যরা গোলাগুলীতে লিপ্ত হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
* জাতীয় পার্টির এরশাদও পিলখানায় গিয়েছিলেন। কিছুক্ষণ আগে তিনি স্থান ত্যাগ করেন। - 2:45pm
* সমযোতার জন্য আরো ৪০ মিনিট সময় দেয়া হয়েছে।
* শেখ হাসিনা জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা এবং মন্ত্রীদের সাথে মিটিং হয়েছে। ৩ বাহিনীর প্রধানের সাথেও তার বৈঠক হয়েছে।
* সরকার দুপুর ২ টা পর্যন্ত সময় বেধে দিয়েছে। এর ভেতর সকল অস্ত্র সমর্পণ করতে হবে।
* জিগাতলার বেরিবাধের ড্রেইন থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে অসংখ্য গুলীর চিহ্ন। কর্নেল আনিসের লাশ সনাক্ত করা হয়েছে।
* জিগাতলায় অবস্থিত আম্বালা হোটেল থেকে আলোচনা পরিচালনা করা হচ্ছে। মতিয়া চৌধুরী ওখানে অবস্থান করছেন।
* নতুন করে আবার গোলাগুলী শুরু হয়েছে। ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে (বাইরে থেকে) কয়েক রাউন্ড গুলী ছুড়ার পর, বিডিআর-এর ভেতর থেকে বৃষ্টির মতো গুলী ছুড়া হয়েছে। - 1:45pm
* আশেপাশের সকল রাস্তা ফাকা হয়ে গেছে। আশেপাশের বাসা থেকে লোকজনদেরকে সড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
* স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সাথে কয়েকটি পরিবার বিডিআর-এর ভেতর থেকে বাইরে আসতে পেরেছে।
* নতুন ডিজি হিসেবে মেজর ডি.এ তৌহিদ-কে নিয়োগ দেয়া হয়েছে। পূর্ববর্তী ডিজি নিহত হয়েছেন। তার পরিবারও নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
http://priyo.com/news
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পিলখানার আশেপাশের সাধারন মানুষকে বাসা ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে।
এই নিউজটা কি সত্যি? কেউ কনফার্ম করতে পারেন?
খুব সম্ভবত রং চড়ানো খবর। ধানমণ্ডি এলাকার লোকদের রাস্তায় থাকতে নাকি মানা করা হয়েছে।
( দুইটাই সামুর খবর।)
এটা সত্য, সাংসদ অনুরোধ করেছেন, ট্রেলার নিউজ NTV, C-i
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এটা সত্যি, এইমাত্র রেডিও নিউজে বলেছে
স্যাম এই এলাকায় আছে। এখনও মাকে পায়নি। তবে অন্য একজন আন্টি বলেছেন ওর মাকে দেখেছেন, তিনিও বেরিয়ে আসছেন। সুসংবাদ। আমি এখন স্যামের ফোনের অপেক্ষায় আছি।
আমার ব্লগ তো এবিসি লাইভ স্ট্রিমিং করছে। ব্যান্ড উইডথ কম। বারবার কেটে যাচ্ছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সুসংবাদের আশায় রইলাম।
ধানমণ্ডির অবস্থা কি বস?
গোলাগোলি কি হইতেসে? বস একটু জানান।
গ্রেট নিউজ। স্যামের মা-ভাই, কাজের বুয়া বেরিয়ে এসেছেন। ওর মা জানিয়েছেন, উনার জানা মতে স্যামের বাবা আহত।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
:salute:
আল্লাহ উনাকে নিরাপদে রাখুন।
সংসারে প্রবল বৈরাগ্য!
আলহামদুলিল্লাহ,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ
এবিসি রেডিওতে শুনলাম সবাইকে নিরাপদে যেতে বলছে ।
ব্যারাকে নাকি ফিরছে বিডি আর রা?
কেউ কি একটু জানাবেন?
হ্যা অস্ত্রও জমা দিচ্ছে। শুনেছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেকে লুঙ্গি পড়ে সিভিল ড্রেসে পালিয়ে যাচ্ছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এই বিদ্রোহ কোন আদর্শের বিদ্রোহ নয়। তার উপর কোন সংগঠিত নেতৃত্ব নেই। যে যার মত দাবী দাওয়া পেশ করে যাচ্ছে। তাই এটি চূড়ান্ত বিজয়ে যাবার কোন সম্ভাবনাই ছিলোনা। আসলে যেকোনো অজুহাতেই হত্যাকান্ডগুলো মেনে নিতে পারছিনা।
সংসারে প্রবল বৈরাগ্য!
বিডিআরের প্রতি আমার আর এক বিন্দু সহানুভূতি নেই। বলতে বাধ্য হলাম। তারা যা করেছে তাতে সামান্য সহানুভূতির কোন জায়গা তারা রাখেনি। আমরা যখন চাকরি করতে ঢুকি, তখন জেনে শুনেই ঢুকি যে এইটা কি ধরণের চাকরী। ওরা যা করেছে তা ক্ষমার অযোগ্য।
সহমত শওকত ভাই।
সহমত শওকত ভাই
কালকে যে জওয়ান রা দাবী দাওয়া নিয়ে তূলনামূলক কথা তুলছিলো আর্মির সাথে, সেগুলো এই ধরণের পাশবিকতাকে জায়েজ করেনা কোনমতেই।
এটাই আসল পয়েন্ট। ওরা পায় আমরা পাইনা, এটা জেনেই তো ঢুকি, তাই না! এখন এই বৈষম্য সামনে এনে এধরনের ম্যাসাকার কোনভাবেই মেনে নিতে পারছিনা।
সংসারে প্রবল বৈরাগ্য!
একমত
ঠিক বলেছেন, আহম্মকের দল সব, আরে ালার পুত, তোমার যখন এতই সমস্যা, চাকুরী ছেড়ে চলে যাও, মাতালের মত কাজ কর ক্যানো?
রাস্কেল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সহমত
আমার সহানুভূতি কালকেই চলে গেছে। আমি নিশ্চিত যে বিডিআর এর জওয়ানদের একফোটা ধারণা ছিল না যে কিভাবে তারা তাদের দাবী আদায় করতে পারবে। খুব সম্ভবত তাদের ওইরকমভাবে কেউ নের্তত্ব দেয়নি, যার কারনে তাদের এই বিদ্রোহ শেষ পর্যন্ত একটা অরাজকতায় পরিনত হয়েছে।
Capt majharul haider bhai dead (innalillah) ei matro atne konfirm korse r o 5jon ase....
আশাবাদী হওয়ার চেষ্টা করছি, পারছি না। মনে মনে নিজের অনেক পরিচিত এবং অপরিচিত এক্স-ক্যাডেট ভাইদের মৃত্যু সংবাদ গ্রহণ করার প্রস্তুতি চলে আসছে- ঠেকাতে পারছি না।
আমাদের পোলাপান কেমন আছে সেটাও জানবার উপায় নাই।
আজ সাধারণ ক্ষমা হলে কাল তো আমি একই কাজ করবো। অস্ত্র থাকলেই যা ইচ্ছা করার অধিকার কে দেয়?
যারা ভুক্তভোগী, যার বাবা বা ভাই বা ছেলে মারা গেছে তারা কি সাধারণ ক্ষমা করবে?
এর নাম মানুষ? এই আমাদের দেশ? এই আমাদের বাহিনী?
আমি বড় ধরণের হতাস।
হুজুগে বিদ্রোহ যাকে বলে আরকি। দাবী আদায় করতে পারত যদি অফিসারদের জিম্মি করে রাখত শুধু, সাধারণ ক্ষমাও পেতে পারত। একটা নিষিদ্ধ লাইন ভাঙা হয়েছে অফিসার হত্যা করে, সরকার পরিস্থিতি ঠান্ডা করতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বলে মনে হয়। অন্যান্য বিদ্রোহের মতো হলে এখন কিছু ইনোসেন্ট মানুষ দোষীদের পাশাপাশি ফাঁসিতে ঝুলবে।
কেউ কি ঢাকা এর বাইরের কোন খবর বলতে পারেন ?
আমারও একই প্রশ্ন সবার কাছে।
চ্যানেল ওয়ানে দেখলামতো ১৯ টার মত ক্যাম্পে বিদ্রোহ ছড়ায় গেসে। ভয়াবহ অবস্থা। 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
সামিয়াকে লাস্ট দেখলাম চ্যানেল ওয়ান নিউজে। ওর পাশে সম্ভবত আপুও ছিল।
সানা ভাই, আংকেলের কোন আপডেট জানেন কি?? আই ইউ টি তে মোবাইল নেটওয়ার্ক নাই। কাজেই নেটেও ঢুকতে পারতেসিনা। ল্যাব এ এসে ঢুকলাম।
সাতেও নাই, পাঁচেও নাই
শ্যামলী ক্রস করেছে ৩২ টা ট্যাংক।
খুব ঘোলাটে অবস্থা।আল্লাহ সহায় হোন এই দেশের 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
হঠাত আবার গুলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। মাইকে যানি কি বলছিল এতক্ষন, গুলি শুরু হউয়ার পর আর তা শুনতে পাচ্ছি না। আমি ইউনিভার্সিটি এলাকা থেকে এই আপডেট দিলাম।
এইমাত্র ধানমণ্ডি ২৭ অতিক্রম করলো ৫টি সাজোয়া ট্যাঙ্ক। পরিস্থিতি কোন পথে....
আনহার্ড ভয়েস ব্লগ থেকে...
গাবতলির ঐদিকে সাভার থেকে ঢাকার দিকে ট্যাংক আনতে দেখা গেছে...এয়ারফোর্স নাকি বিডিআরের ভিতর লিফলেট ছড়াইসে...
হাসিনার ভাষণ
৪জন অফিসার ছাড়া পেয়েছে
এই চারজনের কোন পরিচয়?
পিলখানার ৩ কিলোমিটার পর্যন্ত জায়গা ছেড়ে দিতে বলা হচ্ছে শুনলাম।
কামরুল ভাই, আপনি নতুন একটা পোস্ট খোলেন, এইটা লোড হইতে টাইম নিচ্ছে।
চার সেনা কর্মকর্তা মেজর রিয়াজ, জায়েদী, ইশতিয়াক ও জামাল পিলখানা থেকে এইমাত্র ছাড়া পেয়েছেন। এবিসিতে লাইভ কথা বলছেন ছাড়া পাওয়া জিম্মিরা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভিতরে আরো জিম্মি জীবিত আছেন কিনা কিছু বলছেন?
আলহামদুলিল্লাহ। ভেতরে যারা আছেন তারাও যেন সহি সালামতে বেরিয়ে আসেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আর্মি অফেন্সিভে যাবে। হয়তো এটাই সঠিক সিদ্ধান্ত। দেরি করলে হতাহত বাড়তই হয়তো। এটাতে হয়তো ঢাকার বাইরের ক্যাম্পগুলোতে একটা মেসেজ পৌছাঁনো যাবে।
হুমম।
পিলখানা থেকে সাদা পতাকা উড়ানো হয়েছে।
এই মাত্র এনটিভিতে বলল তের জন অফিসার মুক্তি পেয়েছেন । একজন লে কর্নেল, বাকিরা মেজর ।
ভিতরে কি এখন কোন ফ্যামিলি আছে নাকি সবাই বের হয়ে আসতে পেরেছেন ? ট্যাঙ্ক এর কাজ কি হবে ??? আমি খুবই চিন্তিত !
ভেতরে বিডিআরের কাছেও ভারি অস্ত্র আছে, সেটা মনে রেখো। তবে পরিস্থিত খারাপ হবে। কতোটা জানিনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
NTV ১৩ অফিসারে নাম দেখাচ্ছে, মুক্ত হয়েছেন, একজন লে। ক। বাকী সব মেজর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সামিয়াপুর খবরটা শুনে ভাল লাগল আল্লাহকে সারাদিন ধরে ডাকছি আর সামিয়ার জন্য দোয়া করতেছিলাম। সানা ভাই অনেক ভাল খবর দিলেন ভাইয়া। আর কোন আপডেট?
কারও বাসায় এনটিভি থাকলে মুক্তি পাওয়া ১৩ জন অফিসারের নাম জানান প্লীজ। আমি কম্পিউটার স্ক্রীন থেকে কিছু বের করতে পারলাম না।
আনহার্ড ভয়েস আপডেট...
Military and RAB have moved in through gate # 3. BDR retreated to gate #1. Another troop of army moved near gate #1. Curfew like situation near all the gates. Diganta TV reports.
রেবেলরা জিম্মি অফিসার বা তাদের ফ্যামিলির কাছে যেতে না পারলেই হলো।
মেজর মোকাররম উদ্ধার, তবে আহত।
আলহামদুলিল্লাহ। বাকিরাও ভালোয় ভালোয় বেরিয়ে আসুন।
বুয়েটের মাঠে সিভিল ডিপার্টমেন্ট এর সার্ভে চলছিল।কিছুক্ষণ আগে সবাইকে বুয়েট ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
১৩ জন অফিসারের নাম কেউ একজন দেন প্লিজ...
মেজর জামান, মেজর মোখলেস, মেজর ইয়াহিয়া , মেজর মাহফুজ, মেজর শাহ আলম, লেঃ কর্ণেল কামরুজ্জামান। এই নাম কয়টাই ঝাপসা স্ক্রীন থেকে বের করতে পারলাম। আমার ভুল হতে পারে।
মেজর আলমগীর, মেজর রিয়াজ, মেজর জাহিদ, মেজর জাহিদী-এই দশ জনের নাম দিয়েছে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রেডিও আমার এর ভাষ্যমতে নারী ও শিশুর সর্বশেষ জিম্মি দলটিও কোয়ার্টার ছেড়ে বেরিয়ে এসেছেন। এদিকে আর্মি একশনে নামার প্রস্তুতি নিচ্ছে। নিউজের ভাবসাব দেখে তাই মনে হচ্ছে।
আমার মনে হয় এখন নতুন আরেকটা পোস্ট থ্রেড খোলা দরকার। এইটায় বেশি লোড পড়ে যাইতেসে।
সাতেও নাই, পাঁচেও নাই
রবিন ভাই নতুন থ্রেড খুলছেন। ওখানে যান সবাই দয়া করে।
হা, নতুন পোস্টে আলোচনা আপডেট চলুক। আল্লাহ এই দেশের সহায় হোন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
জিহাদ নতুন পোস্ট দাও।
মুক্তি যারা পেয়েছেন তারা হলেন লে কর্নেল সৈয়দ কামরুজ্জামান, মেজর মাহফুজ, মেজর আলমগির, মেজর শাহ আলম নামে দুইজন, মেজর ইয়াহিয়া, মেজর মোখলেস, মেজর জাহিদ, মেজর জাহিদী, মেজর রিয়াজ, মেজর জামান ।
NTV স্ক্রল থেকে মুক্তিপ্রাপ্তদের নাম (সবাই কম-বেশি আহত):
লে. ক. সৈয়দ কামরুজ্জামান
মে. মাহফুজ
মে. আলমগীর
মে. শাহ আলম
মে. রিয়াজ
মে. জামান
মে. জাহিদ
মে. ইয়াহিয়া
মে. জাহিদী
মে. মোখলেস
মুক্তিপ্রাপ্ত আরও কয়েকজনের নাম, NTV স্ক্রল থেকে:
লে. ক. রউফ
লে. ক. সালাম
লে. ক. শামস
ক. সাইদ
মে. আলমাস
মে. আলী আশরাফ
মে. আকরাম
মে. মাসুদ