বিডিআর বিদ্রোহঃ লাইভ ব্লগিং

জিহাদের পোস্টে অনেক কমেন্ট পড়ে যাওয়ায় এই ব্লগটা পোস্ট করা হল। আপনারা সবাই এটাতে নির্ভরযোগ্য সংবাদ, সংবাদ বিশ্লেষণ ও মতামত দিন।

১২,৭০৭ বার দেখা হয়েছে

২১৩ টি মন্তব্য : “বিডিআর বিদ্রোহঃ লাইভ ব্লগিং”

    • তৌফিক

      এখন ক্ষেপা আর্মিকে ঠেকাবে কে? আশা করি আর্মি অফিসাররা মাথা ঠান্ডা রাখবেন এবং সৈনিকেরা অনুগত থাকবেন তাদের কমান্ডের প্রতি। আর্বান এরিয়ায় যুদ্ধ শুরু হলে collateral damage কোন পর্যায়ে পৌছাবে আল্লাহই ভালো জানেন।

      জবাব দিন
  1. মরতুজা (৯১-৯৭)

    সিসিবি সদস্যদের পরিবার যাদের খোজ পাওয়া যাচ্ছিল না তাদের আপডেট কদ্দুর! আশা করি সবাই নিরাপদে ঘরে ফিরবেন।

    অফটপিকঃ আগের পোস্টে প্রায় ২৭০০ হিট! সিসিবির সব সদস্য গড়ে ৫+!! নিশ্চিতভাবেই প্রচুর নন-ক্যাডেটরাও ভিজিট করেছেন খবরের সন্ধানে। সানা ভাই আর এবিসির একটা বড় ভুমিকা ছিল বলেই মনে হয়।

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    ৫০ জন নিহতের খবর পেয়ে সত্যিকার অর্থেই প্রচন্ড হতাশ হয়ে গেসিলাম। আমি ধারণা করছিলাম এদের অধিকাংশই হয়তো অফিসার হবে। কিন্তু এ বি সি র লাস্ট আপডেট এ শুনলাম কোন এক মেজর এর সাথে নাকি তাদের আত্নীয়দের সর্বশেষ কাল রাত আটটার দিকেও কথা হয়েছে। তখন তিনি বলেছিলেন তাদেরকে একটি রুমে নাকি বন্দী করে রেখেছে বিডিআর সোলজাররা।

    আশা করি আমরা শিগগিরি একটা ভাল খবর শুনতে পাবো।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    আরো ৫টি লাশ উদ্ধার : বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় অন্তত দুই সেনা কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছেন। বিডিনিউজ২৪ডটকমের মিটফোর্ড প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচরে আরো ৪টি লাশ পাওয়া গেছে। চারটি লাশের পরনে বিডিআরের ইউনিফর্ম রয়েছে।

    জবাব দিন
    • তৌফিক

      বিস্তারিতঃ

      বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় অন্তত দুই সেনা কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছেন।

      বিডিনিউজ২৪ডটকমের মিটফোর্ড প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচরে আরো ৪টি লাশ পাওয়া গেছে। চারটি লাশের পরনে বিডিআরের ইউনিফর্ম রয়েছে।

      এছাড়া লালবাগ এলাকায় পশ্চিম পাশের খালের পাড়ে বিডিআরের ইউনিফম পরিহিত আরো ১টি লাশ পাওয়া যায়।

      তবে তাৎক্ষণিকভাবে এ ৫টি লাশের পরিচয় জানা যায়নি।

      এর আগে বুধবার পিলখানার অদূরে কামরাঙ্গীরচরে দুই সেনা কর্মকর্তার লাশ পাওয়া যায়।

      নিহত দুই সেনা কর্মকর্তার একজন হলেন এবার বিডিআর সপ্তাহের প্যারেড কমান্ডার ও অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার। অন্যজন হলেন ৩৬ ব্যাটালিয়নের কমাণ্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েত ।

      কামরাঙ্গীরচর থানার সহ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন, বুধবার দুপুরে নবাবগঞ্জ কাঁচাবাজারের ড্রেন থেকে কর্নেল মুজিবুল হক ও লেঃ কর্নেল এনায়েতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলি করে হত্যার পরে এদের লাশ পিলখানার ড্রেনে ফেলে দিলে তা ভেসে এখানে চলে আসে।

      সহ-পরিদর্শক আতাউর রহমান জানান, লাশ উদ্ধারের পরে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠিয়ে দেন।

      বুধবার সকালে পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের প্রথমভাগে এই দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

      জবাব দিন
  4. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    Maj mokarram (8th batch/409) was inside that time. though he was not suppose to b at dhaka, but he was there. at around 1000 hrs one of his course met from DGFI called him and cautioned him about da sit and told him to escape. after half an hour again he called mokarram till that time he could not escape, he was telling they are surrounded by jawans. that was the last conversation with mokarram.

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)
    সিলেট বিডিআর এ গোলাগুলি শুরু হয়েছে। সম্ভবত ফাকা গুলি ছুড়ছে। এলাকাবাসির মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

    সামুতে এই কাহীনি পাইলাম


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. আদনান (১৯৯৪-২০০০)

    মিডিয়ার কোথাও তো কোন আপডেট দেখিনা । সব কেমন চুপ মেরে আছে । লাবলু ভাই প্লিজ একটু রেস্ট নেন । সামিয়া চিন্তা করিস না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে । আপডেট জানিয়েন যে যা জানেন ।

    জবাব দিন
  7. আজাদ (৯৪-০০)

    সংবাদ টা শুনার পর থেকেই অস্থির লাগতেছে |
    ঢাকার আমার ভাই এর বাসা টি&টি কলনি তে , বিডিয়ার এর গেটের পাশেই | কি যে বিশ্রী অবস্থা | দোয়া করি সামিয়ার পরিবার এর সবাই নিরাপদে আছে |

    জবাব দিন
  8. তৌফিক

    সকাল পৌনে দশটার দিকে আম্বালা ইনে আবার নেগোসিয়েশান চলছে নানক, মতিয়া ও বিডিআর-এর মধ্যে। সকালে আবার গুলির শব্দ শোনা গেছে। ৭-৮ রাউন্ড।

    - এটিএন বাংলা বুলেটিন

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      কিছুক্ষণ আগে পিলখানা থেকে একজন পরিচয় না দিয়ে ফোন করলো। তাদের কথা বললো। মিডিয়ার সাহায্য চাইলো। সেনাবাহিনীর প্রতিশোধের আশংকা করছে ওরা।
      আমি বললাম, ৭০ জন অফিসার মেরে, নারী-শিশুদের আটকে রেখে কিভাবে সহানুভূতি পাবেন? ৭০ জনের কথা এখন ওরা আনঅফিসিয়ালি স্বীকার করছে। বললাম, সব মিডিয়াকে ডেকে অস্ত্রসমর্পন করে দেশের মানুষের কাছে ক্ষমা চান।
      আরো বললাম, আপনারা তো গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)
    এইমাত্র বৈশাখী টিভির টেক্সট শিরোনামে দেখলাম ফেনীর জয়লস্করে বিডিআর ক্যাম্পে বিদ্রোহ শুরু হয়েছে, সেনা কর্মকর্তাদেক জিম্মি করে, গোলাগুলি চলছে, রাস্তায় যান চলাচলে বাধা!!! মাইকিং করা হচ্ছে যেন আশেপাশে মানুষ না আসে...........

    again samu


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  10. তানভীর (৯৪-০০)

    লাবলু ভাই, প্লিজ রেস্ট নেন।
    সকালে নাকি আবার গোলাগুলির খবর পাওয়া গেছে। কি যে হচ্ছে! খুব মন খারাপ হয়ে আছে আমার।
    সামিয়ার ফ্যামিলিকে কি বাইরে নিয়ে আসা হয়েছে? আঙ্কেলের কোন আপডেট? আমরা সবাই দোয়া করি উনি সুস্থ্য থাকুন।

    জবাব দিন
  11. আদনান (১৯৯৪-২০০০)

    সাতক্ষীরায় গোলাগুলি শুরু - বিডিআর সদস্য অস্ত্রসজ্জিত রাস্তায় এখন,
    সব দোকান পাট রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ....
    আতংকিত এলাকাবাসী

    from samu

    জবাব দিন
  12. তৌফিক
    ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরের অদূরে হোটেল আম্বালা ইন-এ বিদ্রোহী ১০ বিডিআর সদস্যের সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মির্জা আজম ও সাংসদ ফজলে নূর তাপস আলোচনা করছেন।

    ঘটনাস্থল থেকে বিডিনিউজ ২৪ ডটকম -এর প্রতিবেদক লিটন হায়দার ও গোলাম মর্তূজা অন্তু জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তাদের মধ্যে এ আলোচনা শুরু হয়েছে।

    এর আগে বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানা সদরদপ্তরে আটকেপড়া পরিবারগুলোকে উদ্ধারের জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে সরকারের এ প্রতিনিধি দল সকাল সাতটা থেকে সদরদপ্তরের গেটে অপেক্ষায় ছিলেন।

    জবাব দিন
  13. সাকেব (মকক) (৯৩-৯৯)

    দেশের বিভিন্ন ব্যাটেলিয়ানে বিডিআর বিদ্রোহ

    সূত্রঃ বিডিনিউজ২৪

    রাজশাহী, দিনাজপুর, ফেনী, নওগাঁ ও সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলস ব্যাটেলিয়ানে বৃহস্পতিবার সকাল থেকেই বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছে। এছাড়া, চট্টগ্রাম, ঠাকুরগাঁও এবং বান্দরবানেও গোলযোগের খবর পাওয়া গেছে। (বিস্তারিত আসছে)


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  14. তৌফিক
    ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় পৌঁছান।

    এর আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনায় মন্ত্রিসভার সদস্যসহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিডিআর সদর দপ্তরের পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন।

    সকাল সাড়ে নয়টায় এ বৈঠক মুর হয় বলে প্রধানমন্ত্রীর উপ তথ্যসচিব মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

    জবাব দিন
  15. রকিব (০১-০৭)

    এনটিভিতে বললো মতিয়া চৌধুরীর সাথে ১৪ জন বিডিআর সদস্যের যে মিটিং চলছিল, তা কোন রকম সিদ্ধান্ত ছাড়াই নাকি শেষ হয় গেছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • তৌফিক

      কোন খবর পাওয়া যাচ্ছে না। বিডিআর কোন বুদ্ধিতে যে দেশব্যাপী বিদ্রোহ শুরু করল? ওদের তো এই আশাও নাই, বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিজেদের সরকার বসিয়ে সব কাজ জায়েজ করে নেবে। আমি তো ওদের মরা ছাড়া আর কোন গতি দেখছি না। হালকা অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে এরা কি করবে?

      এখন দেখার বিষয় শেখ হাসিনা কি করে। সস্তা জনপ্রিয়তার লোভ ছেড়ে সত্যিকার কোন ভালো সিদ্ধান্ত নিতে পারে কিনা।

      জবাব দিন
      • সাকেব (মকক) (৯৩-৯৯)
        সস্তা জনপ্রিয়তার লোভ ছেড়ে সত্যিকার কোন ভালো সিদ্ধান্ত নিতে পারে কিনা।

        আল্লাহই জানে, এই পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত কোনটা?
        এতবড় হঠকারিতার পরে বিডিআর এর জড়িত ব্যক্তিরা ক্ষমা পায়া গেলে সেইটা হবে অবিচার...আর্মি কতক্ষণ ধৈর্যধারণ করতে পারে, সেইটার উপরেই সবকিছু নির্ভর করতেসে...আল্লাহয় না করুক-আর্মি রিএ্যাক্ট করা শুরু করলে তার পরিণাম হবে অকল্পনীয়...


        "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
        আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

        জবাব দিন
  16. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    এইমাত্র বান্দরবন আলিকদম ক্যান্ট এ আমার ছোটোভাই এর সাথে কথা হলো। সে ভালো আছে। ওদের কাছে হায়ার কমা্ন্ড এর অর্ডার চলে গিয়েছে, আক্রান্ত হলে শক্তি প্রয়োগ করার।

    ঐ এলাকা এখনো শান্ত।

    জবাব দিন
  17. রকিব (০১-০৭)

    এনটিভি জানালো, বেলা ২টা থেকে আবার নতুন করে অস্ত্র সমর্পণ শুরু হবে এবং তারা সকল জীবিত অফিসারদের পরিবারসহ মুক্তি দিবেন। ইনশাল্লাহ এটা যাতে হয়।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  18. তারেক  (১৯৯৮-২০০৪)

    🙁 ভাই এগুলা কি হইতিসে...ভাল্লাগতিসে না এগুলা শুনে...আর কত জন মরবে...আমাদের কি কিসুই করার নাই...শুধু count করতে থাকব কত লাশ পাওয়া গেসে...আরও নাকি Spread করতিসে...।আর কত লাশ বারবে...।!!!!

    জবাব দিন
  19. (বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি দেশব্যাপী তাদের টেলিফোন সেবার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
    বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে গ্রামীণ ফোনের পাঠানো এসএমএস-এ বলা হয়: সরকারের নির্দেশ অনুযায়ী শিগগিরই ঢাকার কিছু জায়গা ছাড়া সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা দেওয়া হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত তা বন্ধ থাকবে।
    এর আগে গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল এবং ওয়ারিদেরর চারজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ ২৪ ডটকমকে টেলিফোন সেবা সীমিত বা বন্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন থাকার কথা জানান।

    জবাব দিন
  20. টিটো রহমান (৯৪-০০)
    সাধারন মানুষ মিছিল করতাছে। কি হতে যাচ্ছে কিছুই বুঝতেছি না।
    আজিমপুর ৩ নাম্বার গেইটের কাছে।

    মিছিলের স্লোগান হল
    বিডিআর দাবী মানতে হবে।
    সেনাবাহনিীর পতন চাই।
    তথ্য সূত্র রেডিও আমার।

    from samu


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  21. সাকেব (মকক) (৯৩-৯৯)

    পিলখানার ভিতরে আবারো ভারী গোলাগুলি শুরু...
    পুলিশ ও সাংবাদিকরা পিছনে হটে গেছে...

    সূত্রঃ এনটিভি নিউজ


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  22. মাজহার ভাই আর নেই।
    উনার শ্বশুর কম্ফার্ম করেছেন। লাশ নাকি সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।
    কুমিল্লার মান্না ফোন করে বল্লো এইমাত্র।

    হায়দার ভাই এখনো বেঁচে আছেন। কিন্তু ভাবী সহ আটক।

    জবাব দিন
  23. টিটো রহমান (৯৪-০০)
    এই মাত্র হোটেল আম্বালা ইন থেকে ফিরলাম। আমার পরিচিত প্রায় ১৫ জন বিভিন্ন মিডিয়ার বন্ধুদের সাথে কথা হলো আমার। সরেজমিন ঘুরে যা জানা গেলো তার সারমর্ম হচ্ছে :

    ০ ইতোমধ্যে ধানমন্ডি এলাকাসহ ঢাকার প্রায় সব এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে

    ০ বিডিআর জোয়ানরা মাঝে মাঝেই হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্যের বিষয় হচ্ছে- চারদিক থেকে আর্মি না সরানো পর্যন্ত তারা অস্ত্র জমা দেবে না।

    ০ আমাদের বিজয় হবেই। জয় বাংলা... ইত্যাদি বলে তারা মাইকে এলোমেলো বক্তব্য দিচ্ছে

    ০ বিডিআর ৩ নং গেট দিয়ে কিছু কিছু মহিলা এবং শিশুদের বের করে আনা হচ্ছে। তারা আতংকিত। নিশ্চিতভাবে জানেন না, তাদের পরিবারের পুরুষ সদস্যেদের কী অবস্থা। আদো বেঁচে আছেন কী না

    ০ দুপুরের পর ডিশের লাইন / কারেন্ট লাইন বন্ধ করে দেবার কথা শোনা যাচ্ছে। সারাদেশের মানুষ যাতে খবরাখবর জানতে না পারে

    ০ সবচেয়ে আতংকের বিষয় হচ্ছে- মোটামুটি ভেতরের মহিলা এবং শিশুদের বের করে আনার পর একটা বিরাট ধরণের অঘটন ঘটবে। আর্মিদের প্রস্তুতি সেরকমই...আর্মিরা জেনে গেছে, ২/৪ জন আফিসার ছাড়া সব অফিসারদের বিডিআররা প্রথম সুযোগেই মেরে ফেলেছে...

    কোনো আতংক ছড়ানোর জন্য এ পোস্ট নয়। নিজে যা দেখে / শুনে এলাম তার বর্ণনা... আরো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা আছে...সবারা জন্য শুভ কামনা


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  24. মাহমুদ (১৯৯০-৯৬)

    কিছু নির্বোধ পাবলিক ত মনে হয় সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে গেলো!

    আকামে...... আরেকটা পেজগি লাগানো (আর কিছু লাশ বাড়ানো) ছাড়া আর কি করতে পারবে এইগুলা?


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  25. বিডিআরের উপর যত বড় অবিচারই করা হয়ে থাকুক না কেন এইভাবে অফিসারদের হত্যা কোনভাবেই মেনে নেওয়া যায়না।দে শুড পে দেয়ার ডিউজ।আমাদের আর্মি যে এখনো ধৈর্য ধরে আছে এইটাই তো অবাক ব্যাপার।টিভিতে ব্রিগেডিয়ার বারি আর কর্নেল আনিসের লাশের পাশে স্বজনদের আহাজারি দেখে চোখের পানি সামলাইতে পারিনাই।সামিয়াপ্পুর না জানি কেমন লাগতেছে...আয় খোদা তুমি সব ঠিক করে দাও...

    জবাব দিন
  26. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    দেড় ঘন্টা ঘুম দিয়া আমি এখন বেশ ফ্রেশ। আজ যে ৬ জনের লাশ পাওয়া গেছে এদের ৫জন : ব্রিগে. এম এ বারি, কর্ণেল আনিসুজ্জামান, কর্ণেল জাহিদ, লেঃ কর্ণেল কামরুজ্জামান ও মেজর মাহবুব।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  27. আশিক (১৯৯৬-২০০২)

    আমার খালাতো ভাই, রংপুর ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচের কলেজ প্রিফেক্ট মেজর শাহনেওয়াজ......খবর না পাওয়া অনেক আর্মি অফিসারদের মধ্যে উনিও একজন......

    জবাব দিন
  28. টিটো রহমান (৯৪-০০)

    হাসিনার ভাষণের মূল বিষয়গুলো-
    ১. বিগত বছরগুলোতে চাল-ডালের দাম দেশের মানুষের জীবনকে দূর্বিসহ করে তুলেছে।
    ২. কোন রাজনৈতিক দল যেন এমন কোনো পদক্ষেপ না নেন, যাতে দেশের অবস্থা আরো খারাপ হয়।
    ৩. যারা আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
    ৪. হাসিনার সাথে মিটিং-এ বিডিআর জোয়ানরা, সাধারন ক্ষমা চেয়েছিলেন। এবং তিনি ক্ষমা দিয়েছন।
    ৫. "আইন নিজের হাতে তুলে নেবেন না।"
    ৬. সকলকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করেছেন।
    ৭. তিনি প্রশ্ন করেন: আপনারা কার বুকে গুলী চালাবেন? তারা তো আপনারই ভাই। ভাই হয়ে আরেক ভাইয়ের বুকে গুলী চালাবেন না। কোনো বোনকে স্বামীহারা করবেন না।
    ৮. "আপনারা অস্ত্র সমর্পণ করুন। আপনাদের কোন ক্ষতি হবে না। এমন কিছু করবেন না, যাতে আমার ধৈর্য্য নষ্ট না হয়। আপনারা এখুনি ব্যারাকে ফিরে যান। আপনারা আমাকে সাহায্য করুন। নয়েতা আমি দেশের স্বার্থে কেঠোর হতে বাধ্য হবো।"
    ৯. একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    ১০. চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন।
    ১১. আত্মঘাতী এবং হানাহানী বন্ধ করতে বলেছেন। বিদ্রোহীদেরকে এখুনি অস্ত্র ছেড়ে দিয়ে ব্যারাকে যেতে বলেছেন। নইলে দেশের স্বার্থে কঠোর ভূমিকা নিতে বাধ্য হতে হবে।

    * * সংঘর্ষে কমপক্ষে ৫০ জন মারা গেছে। তবে সামরিক বাহিনীর সংবাদে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ১৫০ মতো হতে পারে।
    *প্রধানমন্ত্রীর বাসভবনসহ বেশ কিছু এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কামানসহ ভারী অস্ত্র নিয়োগ করা হয়েছে।
    * দেশের অন্যান্য স্থানেও বিডিআর সৈন্যরা গোলাগুলীতে লিপ্ত হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
    * জাতীয় পার্টির এরশাদও পিলখানায় গিয়েছিলেন। কিছুক্ষণ আগে তিনি স্থান ত্যাগ করেন। - 2:45pm
    * সমযোতার জন্য আরো ৪০ মিনিট সময় দেয়া হয়েছে।
    * শেখ হাসিনা জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা এবং মন্ত্রীদের সাথে মিটিং হয়েছে। ৩ বাহিনীর প্রধানের সাথেও তার বৈঠক হয়েছে।
    * সরকার দুপুর ২ টা পর্যন্ত সময় বেধে দিয়েছে। এর ভেতর সকল অস্ত্র সমর্পণ করতে হবে।
    * জিগাতলার বেরিবাধের ড্রেইন থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে অসংখ্য গুলীর চিহ্ন। কর্নেল আনিসের লাশ সনাক্ত করা হয়েছে।
    * জিগাতলায় অবস্থিত আম্বালা হোটেল থেকে আলোচনা পরিচালনা করা হচ্ছে। মতিয়া চৌধুরী ওখানে অবস্থান করছেন।
    * নতুন করে আবার গোলাগুলী শুরু হয়েছে। ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে (বাইরে থেকে) কয়েক রাউন্ড গুলী ছুড়ার পর, বিডিআর-এর ভেতর থেকে বৃষ্টির মতো গুলী ছুড়া হয়েছে। - 1:45pm
    * আশেপাশের সকল রাস্তা ফাকা হয়ে গেছে। আশেপাশের বাসা থেকে লোকজনদেরকে সড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
    * স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সাথে কয়েকটি পরিবার বিডিআর-এর ভেতর থেকে বাইরে আসতে পেরেছে।
    * নতুন ডিজি হিসেবে মেজর ডি.এ তৌহিদ-কে নিয়োগ দেয়া হয়েছে। পূর্ববর্তী ডিজি নিহত হয়েছেন। তার পরিবারও নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
    http://priyo.com/news


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  29. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্যাম এই এলাকায় আছে। এখনও মাকে পায়নি। তবে অন্য একজন আন্টি বলেছেন ওর মাকে দেখেছেন, তিনিও বেরিয়ে আসছেন। সুসংবাদ। আমি এখন স্যামের ফোনের অপেক্ষায় আছি।

    আমার ব্লগ তো এবিসি লাইভ স্ট্রিমিং করছে। ব্যান্ড উইডথ কম। বারবার কেটে যাচ্ছে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  30. শওকত (৭৯-৮৫)

    বিডিআরের প্রতি আমার আর এক বিন্দু সহানুভূতি নেই। বলতে বাধ্য হলাম। তারা যা করেছে তাতে সামান্য সহানুভূতির কোন জায়গা তারা রাখেনি। আমরা যখন চাকরি করতে ঢুকি, তখন জেনে শুনেই ঢুকি যে এইটা কি ধরণের চাকরী। ওরা যা করেছে তা ক্ষমার অযোগ্য।

    জবাব দিন
  31. তৌফিক

    আশাবাদী হওয়ার চেষ্টা করছি, পারছি না। মনে মনে নিজের অনেক পরিচিত এবং অপরিচিত এক্স-ক্যাডেট ভাইদের মৃত্যু সংবাদ গ্রহণ করার প্রস্তুতি চলে আসছে- ঠেকাতে পারছি না।

    জবাব দিন
  32. শওকত (৭৯-৮৫)

    আজ সাধারণ ক্ষমা হলে কাল তো আমি একই কাজ করবো। অস্ত্র থাকলেই যা ইচ্ছা করার অধিকার কে দেয়?
    যারা ভুক্তভোগী, যার বাবা বা ভাই বা ছেলে মারা গেছে তারা কি সাধারণ ক্ষমা করবে?
    এর নাম মানুষ? এই আমাদের দেশ? এই আমাদের বাহিনী?
    আমি বড় ধরণের হতাস।

    জবাব দিন
    • তৌফিক

      হুজুগে বিদ্রোহ যাকে বলে আরকি। দাবী আদায় করতে পারত যদি অফিসারদের জিম্মি করে রাখত শুধু, সাধারণ ক্ষমাও পেতে পারত। একটা নিষিদ্ধ লাইন ভাঙা হয়েছে অফিসার হত্যা করে, সরকার পরিস্থিতি ঠান্ডা করতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বলে মনে হয়। অন্যান্য বিদ্রোহের মতো হলে এখন কিছু ইনোসেন্ট মানুষ দোষীদের পাশাপাশি ফাঁসিতে ঝুলবে।

      জবাব দিন
  33. জিহাদ (৯৯-০৫)

    সামিয়াকে লাস্ট দেখলাম চ্যানেল ওয়ান নিউজে। ওর পাশে সম্ভবত আপুও ছিল।

    সানা ভাই, আংকেলের কোন আপডেট জানেন কি?? আই ইউ টি তে মোবাইল নেটওয়ার্ক নাই। কাজেই নেটেও ঢুকতে পারতেসিনা। ল্যাব এ এসে ঢুকলাম।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  34. ফরিদ (৯৫-০১)

    হঠাত আবার গুলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। মাইকে যানি কি বলছিল এতক্ষন, গুলি শুরু হউয়ার পর আর তা শুনতে পাচ্ছি না। আমি ইউনিভার্সিটি এলাকা থেকে এই আপডেট দিলাম।

    জবাব দিন
  35. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    চার সেনা কর্মকর্তা মেজর রিয়াজ, জায়েদী, ইশতিয়াক ও জামাল পিলখানা থেকে এইমাত্র ছাড়া পেয়েছেন। এবিসিতে লাইভ কথা বলছেন ছাড়া পাওয়া জিম্মিরা।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  36. কামরুলতপু (৯৬-০২)

    সামিয়াপুর খবরটা শুনে ভাল লাগল আল্লাহকে সারাদিন ধরে ডাকছি আর সামিয়ার জন্য দোয়া করতেছিলাম। সানা ভাই অনেক ভাল খবর দিলেন ভাইয়া। আর কোন আপডেট?

    জবাব দিন
  37. জিহাদ (৯৯-০৫)

    রেডিও আমার এর ভাষ্যমতে নারী ও শিশুর সর্বশেষ জিম্মি দলটিও কোয়ার্টার ছেড়ে বেরিয়ে এসেছেন। ‌‌এদিকে আর্মি একশনে নামার প্রস্তুতি নিচ্ছে। নিউজের ভাবসাব দেখে তাই মনে হচ্ছে।

    আমার মনে হয় এখন নতুন আরেকটা পোস্ট থ্রেড খোলা দরকার। এইটায় বেশি লোড পড়ে যাইতেসে।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  38. হাসান (১৯৯৬-২০০২)

    মুক্তি যারা পেয়েছেন তারা হলেন লে কর্নেল সৈয়দ কামরুজ্জামান, মেজর মাহফুজ, মেজর আলমগির, মেজর শাহ আলম নামে দুইজন, মেজর ইয়াহিয়া, মেজর মোখলেস, মেজর জাহিদ, মেজর জাহিদী, মেজর রিয়াজ, মেজর জামান ।

    জবাব দিন
  39. NTV স্ক্রল থেকে মুক্তিপ্রাপ্তদের নাম (সবাই কম-বেশি আহত):

    লে. ক. সৈয়দ কামরুজ্জামান
    মে. মাহফুজ
    মে. আলমগীর
    মে. শাহ আলম
    মে. রিয়াজ
    মে. জামান
    মে. জাহিদ
    মে. ইয়াহিয়া
    মে. জাহিদী
    মে. মোখলেস

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।