চলমান একুশে বইমেলায় আমার মায়ের একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। গত বছরের প্রকাশিত বইটি থেকে এই বইয়ের প্রেক্ষাপট একদমই ভিন্ন।
বইটি পাওয়া যাবে বইমেলার সদ্য প্রকাশের স্টলে।
“নারী এক আদুরে বেড়াল”
শায়লা শহীদ
সদ্য প্রকাশ
যারা বইমেলায় যাচ্ছেন, তাদের সংগ্রহ করার অনুরোধ করছি।
প্রথম নাকি?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কতদিন বই মেলায় যাই না্। দেশে থাকতে শেষের দুই তিনটা বছর মিস গেসে! এইবার গিয়া আবার শুরু করতে হবে। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বইমেলায় যেতে পারার হালকা সম্ভাবনা এখনো আছে, দেখা যাক
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এবার মিস। অনেক বছরের মত।
The Bond Cadet
যাওয়া হয় নাই এখনো... দেখা যাক।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য