মাঝে ইচ্ছা হয় বিদ্রোহে ফেটে পড়ি
আমার শরীর এর অনুতে অনুতে তেজস্ক্রিয়তা
আমি ফেলানি কে দেখিনি
দেখিনি আমার স্বদেশী বাংলাদেশীকে কোরবানি হতে
আমি তোমাদের অনুভব করি আমার সত্তায়
আমার ভালবাসায়।
দেখিছি নির্লজ্জ এর মত তোমাদের নিরবতা।
সহানুভুতির বদলে তোমাদের পৈশাচিক উল্লাস আমাকে নিথর করে
আমার ইচ্ছা হয় আলো দেখতে, আলো দেখাতে
আলপিনে আটকানো তোমাদের চোখ।
সব গুলো আলপিন তুলে ফেল
অনুভব কর দুঃশাসন
বোমার মত ফেটে পড়
মানচিত্র বাচাও
নয়তো মানচিত্র খাবে শকুনে।
আর একবার জেগে ওঠো
পাড়ি দাও দুর্গম বন্ধুর পথ
বিপ্লবের মন্ত্রে নিজেকে পুড়িয়ে নাও
দ্রোহের আগুনে নিজেকে শুদ্ধ কর
প্রশ্নবাণে নিজেকে বিক্ষত করো
আর ফেটে পড় বিদ্রোহে……
৬ টি মন্তব্য : “বিদ্রোহে ফেটে পড়ি”
মন্তব্য করুন
চমৎকার :thumbup:
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
ঐ :thumbup:
:clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
B-)
:boss:
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।