শনিবার ছিল। হাফ ডে। তাই কিছু একটা করবার লোভ সামলাইতে পারছিলাম না। আর যদি সেটা হয় ধরিত্রী উদ্ধার তাহলে তো কথাই নাই।
সন্ধ্যা সাড়ে আট থেকে সাড়ে নয় পর্যন্ত ধরিত্রী উদ্ধার করে ফিরে আসলাম। এক ঘণ্টা রুমে সব বিদ্যুৎ বন্ধ রেখেছি কম কি?
উৎসব ছিল হেরমিটেজ প্রাঙ্গনে। বিশাল এক চত্তর। ক্যামেরা ভালো না আমার,তবু সবার সাথে শেয়ার করতে চাই
সব শেষে একটা বিষয়,হয়ত অনেকেই জানেন। ফানুশ আসলে কেন ওড়ে? কেন উড়ে যায় আকাশ পানে,যার নেই কোন পাখা কিম্বা ইঞ্জিন?
কারণ টা খুব সাধারন। গরম বাতাস ফানুশের বাইরের বাতাসের চেয়ে হালকা। তাই যখন জ্বালানো হয়,ভেতরের বাতাসটা গরম হতে থাকে,এই সময় ফানুশ যত সম্ভব নীচে ধরে রাখা ভালো,এবং যেহেতু হালকা বাতাসটা ভেতরে জমতে থাকে,একসময় ছেড়ে দিলে সেটা পাখা মেলে।
Since hot air is lighter and less dense than the cool air around the balloon, the heated air causes the whole balloon to rise. When the air inside the balloon cools down, or when the hot air is let out, the balloon goes down.
তুই ও উড়াল দিতি সেই সাথে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি উড়ে গেলে,দেশ জাতি ও সমাজের দায়ভার কে বয়ে চলবে ভাই?
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
এ প্রজন্মের হুমায়ন আজাদ, যেমন তার কলমের ধার তেমন তার ফেসবুক স্ট্যাটাস।
হেসে বাচিনে =)) =)) :)) :))
:gulli2: :gulli: :chup:
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
সুন্দর পোস্ট। রাশিয়ার আর্থ আওয়ারটা মিস করলাম। অবশ্য বাংলাদেশে আমরা প্রতিদিনই কয়েক ঘন্টা আর্থ আওয়ার পালন করি।
ভাইয়া চিন্তা করতেছি,দেশে যাবার পর কেমন মিস করবো রাশিয়া।
পড়বার জন্য ধন্যবাদ।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
শেয়ার করার লোভ সামলাতে পারলাম না...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি এই পুস্টার দেখছি ফেশবুকে,হাসতে হাসতে শেষ।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
চমৎকার সব ছবি। মজায় আছ দেখা যায়। WWF নিয়ে গত ব্লকে একটা প্রোজেক্ট ছিল। পোলাপান কেন টাকা দেয় না, এই সব হেন টেন হাবিযাবি।
তোমার এই ব্লগটা তখন পাইলে কিছু জিনিষ রেফারেন্স হিসেবে ইউজ করা যাইতো।
দেশ জাতি এবং সর্বোপরি পৃথিবীর প্রতি আমার দায়িত্ব পালন করছি মাত্র )))))))))))))))
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।